কালিগঞ্জ প্রতিনিধি:
” আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা”
এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালীগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা বারোটায় বিদ্যালয়ের হল রুমে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে হাম ও নাত প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সেনাবাহিনীর সদস্য মো: সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফরিদ হোসেন,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিমুরা পারভীন শিমু,সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার,ব্রজেন মন্ডল, সুব্রত সরকার, আব্দুর রহমান, শংকরী ঘোষ, স্বপ্না সরকার,রুখসানা আক্তার, শাহীনুজ্জামান, প্রসেনজিৎ রায় ও দেবপ্রসাদ পালিতপ্রমুখ । বক্তারা বিশ্বনবী মহামানব হযরত মুহাম্মদ( সা:) এর জীবন আদর্শ তুলে ধরেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম, নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হযরত আলী। পরে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।