নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সুন্দরবন স্বনির্ভর মহিলা সমবায় সমিতির সমবায় ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ, ইকরা প্রকল্পের মাধ্যমে দুই দিন ধরে (১৮ ও১৯ সেপ্টেম্বর) সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উক্ত প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সমবায় সমিতি (এপেক্স বডি) বিশেষজ্ঞ মোঃ বাবলু খন্দকার। প্রশিক্ষনের দ্বিতীয় দিনে শ্যামনগর উপজেলার সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, সমবায় আইন এবং সমবায় সমিতির বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষনের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন ইকরা প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও কমিউনিটি অর্গানাইজার মোছাঃ আসমা খাতুন।