ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পুতিনের পারমাণবিক চুক্তি স্থগিতের ঘোষণা ‘বিশাল ভুল’: বাইডেন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৭:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৩ জন পড়েছেন ।

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কৌশলগত পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) স্থগিতের যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে খুবই ভুল সিদ্ধান্ত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বাপসনিউজ।এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অবস্থান করছেন বাইডেন। বুধবার সেখানে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণা দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গ্রিসের এথেন্সে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুদেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে এখনও প্রস্তুত আছি। রাশিয়া আসলে কী করে, তা দেখার জন্য আমরা সতর্ক নজর রাখছি। মিত্রদের নিরাপত্তার জন্য আমাদের যে অঙ্গীকার, তা যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত করব।’

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবশেষ পরমাণু চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই পরমাণু অস্ত্রের বিশাল মজুত রয়েছে। তবে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে ২০১০ সালে ‘নিউ স্টার্ট’ চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আগামী ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই চুক্তি স্থগিত করল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। ইউক্রেন অভিযানের এক বছর পূর্তি সামনে রেখে স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে দেয়া ওই ভাষণে তিনি বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’

রুশ নেতা বলেন, ওয়াশিংটনের কিছু লোক ফের পরমাণু পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে। এর প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরমাণু কর্পোরেশনেরও পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত।’

তবে এক্ষেত্রে রাশিয়া প্রথমে চুক্তি ভঙ্গ করবে না বলেও জানান পুতিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রথমে সেটা করব না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে আমরাও করব।’
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সেই সময়ের প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। এর আওতায় এক দেশের কর্মকর্তারা আরেক দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার পরিদর্শনের সুযোগ পেতেন। তবে ইউক্রেন নিয়ে উত্তেজনায় এরই মধ্যে ওই পরিদর্শন বন্ধ হয়ে গেছে। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

পুতিনের পারমাণবিক চুক্তি স্থগিতের ঘোষণা ‘বিশাল ভুল’: বাইডেন

পোস্ট করা হয়েছে : ০৭:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কৌশলগত পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) স্থগিতের যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে খুবই ভুল সিদ্ধান্ত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বাপসনিউজ।এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অবস্থান করছেন বাইডেন। বুধবার সেখানে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণা দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গ্রিসের এথেন্সে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুদেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে এখনও প্রস্তুত আছি। রাশিয়া আসলে কী করে, তা দেখার জন্য আমরা সতর্ক নজর রাখছি। মিত্রদের নিরাপত্তার জন্য আমাদের যে অঙ্গীকার, তা যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত করব।’

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবশেষ পরমাণু চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই পরমাণু অস্ত্রের বিশাল মজুত রয়েছে। তবে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে ২০১০ সালে ‘নিউ স্টার্ট’ চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আগামী ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই চুক্তি স্থগিত করল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। ইউক্রেন অভিযানের এক বছর পূর্তি সামনে রেখে স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে দেয়া ওই ভাষণে তিনি বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’

রুশ নেতা বলেন, ওয়াশিংটনের কিছু লোক ফের পরমাণু পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে। এর প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরমাণু কর্পোরেশনেরও পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত।’

তবে এক্ষেত্রে রাশিয়া প্রথমে চুক্তি ভঙ্গ করবে না বলেও জানান পুতিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রথমে সেটা করব না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে আমরাও করব।’
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সেই সময়ের প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। এর আওতায় এক দেশের কর্মকর্তারা আরেক দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার পরিদর্শনের সুযোগ পেতেন। তবে ইউক্রেন নিয়ে উত্তেজনায় এরই মধ্যে ওই পরিদর্শন বন্ধ হয়ে গেছে। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়।