ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

সান্তাহারে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ সাত ডাকাত সদস্য গ্রেপ্তার

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৪৮ জন পড়েছেন ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ডাকাতির প্রস্ততির সময় দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত তিন’টার দিকে সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সান্তাহার-নাটোর বাইপাস সড়কের উচু ব্রীজের নিকট থেকে তিন ও শহরের হাউজিং কলোনীর একটি বাসা থেকে আরো চার জন’সহ ডাকাত দলের মোট সাত সদস্যকে গ্রেপ্তার করে সান্তাহার টাউন পুলিশ

এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় আদমদীঘি থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয় সার্কেল) নাজরান রউফ । এসময় থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী’সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেনঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল এলাকার আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(২০), মন্ডলপাড়া গোলাম মোস্তফার ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫), সঞ্জয়পুর এলাকার ছানোয়ার প্রামাণিকের ছেল শাকিল শান্ত (২৪), কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের মৃত রহেদের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩২), আদমদীঘি উপজেলারছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের তাইফুল ইসলাম টুকুলের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ সিহাব (২৪) ও সান্তাহার পৌর শহরের সাঁতাহার প্রবাসীপাড়া আনোয়ারহোসেনের ছেলে খাইরুল ইসলাম জয় (২৪)।

সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ জানান, গত বুধবার মধ্য রাতে আদমদীঘি উপজেলার কোন একটি এলাকায় ডাকাতি সংঘটিত করার উদ্যেশে ডাকাত সর্দার রাজু পাহালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সংঘবদ্ধ হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক বকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ।

এ সময় সেখান থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে । পরে আটক ডাকাত দলের দেওয়া তথ্য অনুযায়ী সান্তাহার শহরের হাউজিং কলোনী এলাকার জনৈক জীবন কুমারের বাসা থেকে আরো চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । ডাকাত দলের নিকট থেকে পুলিশ তিনটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর ও হাসুয়া,মুঠোফোনসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে আসামীদের বগুড়া আদালতে নেয়া হয়েছে ।
আদমদীঘি থানার অফিসার ইনর্চজ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান,ডাকাত দলের দলনেতা রাজু পাহালোয়ানসহ অন্যদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার হওয়া ডাকাতদের জন্য আদালতের নিকট রিমান্ড আবেদন করা হবে ।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

সান্তাহারে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ সাত ডাকাত সদস্য গ্রেপ্তার

পোস্ট করা হয়েছে : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ডাকাতির প্রস্ততির সময় দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত তিন’টার দিকে সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সান্তাহার-নাটোর বাইপাস সড়কের উচু ব্রীজের নিকট থেকে তিন ও শহরের হাউজিং কলোনীর একটি বাসা থেকে আরো চার জন’সহ ডাকাত দলের মোট সাত সদস্যকে গ্রেপ্তার করে সান্তাহার টাউন পুলিশ

এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় আদমদীঘি থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয় সার্কেল) নাজরান রউফ । এসময় থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী’সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেনঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল এলাকার আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(২০), মন্ডলপাড়া গোলাম মোস্তফার ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫), সঞ্জয়পুর এলাকার ছানোয়ার প্রামাণিকের ছেল শাকিল শান্ত (২৪), কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের মৃত রহেদের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩২), আদমদীঘি উপজেলারছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের তাইফুল ইসলাম টুকুলের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ সিহাব (২৪) ও সান্তাহার পৌর শহরের সাঁতাহার প্রবাসীপাড়া আনোয়ারহোসেনের ছেলে খাইরুল ইসলাম জয় (২৪)।

সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ জানান, গত বুধবার মধ্য রাতে আদমদীঘি উপজেলার কোন একটি এলাকায় ডাকাতি সংঘটিত করার উদ্যেশে ডাকাত সর্দার রাজু পাহালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সংঘবদ্ধ হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক বকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ।

এ সময় সেখান থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে । পরে আটক ডাকাত দলের দেওয়া তথ্য অনুযায়ী সান্তাহার শহরের হাউজিং কলোনী এলাকার জনৈক জীবন কুমারের বাসা থেকে আরো চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । ডাকাত দলের নিকট থেকে পুলিশ তিনটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর ও হাসুয়া,মুঠোফোনসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে আসামীদের বগুড়া আদালতে নেয়া হয়েছে ।
আদমদীঘি থানার অফিসার ইনর্চজ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান,ডাকাত দলের দলনেতা রাজু পাহালোয়ানসহ অন্যদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার হওয়া ডাকাতদের জন্য আদালতের নিকট রিমান্ড আবেদন করা হবে ।