ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

কানাডায় দ্বিতীয়বার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেলেন মাহবুব ওসমানী

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৬:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১০৮ জন পড়েছেন ।

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় টানা দ্বিতীয়বার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছেন মাহবুব ওসমানী। টরন্টোর রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডনমিলস শাখার ১৪০০ রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে ২০২৩ সালে শীর্ষ ২০ জনের মাঝে স্থান করে নেন তিনি। এর আগে তিনি ২০২২ সালে প্রথমবার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।

২৬ মার্চ (মঙ্গলবার) টরন্টোর ডনমিলস রোড ও এগ্লিংটন এভিনিউ ইস্ট সংলগ্ন পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন।
এ সময় মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ব্রোকার অব রেকর্ড ও জেনারেল ম্যানেজার জুলি কি, ব্রাঞ্চ ম্যানেজার মার্ক সালেঙ্গা ও লরা মুরিয়েল, এবং এরিয়া ম্যানেজার হ্যারি নাস্তামাগোস।
সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওসমানী বলেন, ‘এই অ্যাওয়ার্ডের কৃতিত্বের সম্পূর্ণ ভাগীদার আমার ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষী সকলেই। তাঁদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তাঁরা অগাধ বিশ্বাস করে বাড়ি কেনা-বেচার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। তাঁদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না’।
কানাডার বৃহত্তর টরন্টোর বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন মাহবুব ওসমানী। রিয়েল এস্টেটের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অত্যন্ত সক্রিয় তিনি।
ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে ‘প্রপার্টি গাই’ নামে রিয়েল এস্টেট বিষয়ক একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।
আট বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন এন্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশুনা শেষ করেন এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

রিয়েল এস্টেট পেশা বেছে নেওয়ার কারণ সম্পর্কে ওসমানী বলেন, ‘বাংলাদেশে শিক্ষকতা এবং গণমাধ্যম পেশায় যুক্ত ছিলাম। তাই কানাডায় এসেও যেন মানুষের সেবায় কাজ করতে পারি সেজন্য রিয়েল এস্টেট পেশায় আসা। বাড়ি কেনা-বেচা কিংবা এ সংক্রান্ত নানা বিষয়ে মানুষকে বিনামূল্যে আমি তথ্য সেবা দেই। ক্রেতা-বিক্রেতাদের স্বপ্নপূরণের অংশীদার হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়।’
সেবার মান আরও উন্নত করতে ওসমানী বাংলাদেশি অধ্যুষিত ড্যানফোর্থের বাংলাপাড়াতেও সম্প্রতি অফিস নিয়েছেন, ঠিকানা – ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ, ইউনিট ৫, রুম নম্বর ১৭। যেকোন যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর +(৬৪৭)৫৭২-৫৬০০
উল্লেখ্য, ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং গোল্ড মেডেল অর্জন করেন। কানাডায় অভিবাসী হয়ে পাড়ি জমানোর আগে তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টুয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন। তিনি সময় টিভি এবং এবিসি রেডিওতে সাংবাদিকতা করেছেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

কানাডায় দ্বিতীয়বার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেলেন মাহবুব ওসমানী

পোস্ট করা হয়েছে : ০৬:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় টানা দ্বিতীয়বার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছেন মাহবুব ওসমানী। টরন্টোর রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডনমিলস শাখার ১৪০০ রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে ২০২৩ সালে শীর্ষ ২০ জনের মাঝে স্থান করে নেন তিনি। এর আগে তিনি ২০২২ সালে প্রথমবার ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।

২৬ মার্চ (মঙ্গলবার) টরন্টোর ডনমিলস রোড ও এগ্লিংটন এভিনিউ ইস্ট সংলগ্ন পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন।
এ সময় মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ব্রোকার অব রেকর্ড ও জেনারেল ম্যানেজার জুলি কি, ব্রাঞ্চ ম্যানেজার মার্ক সালেঙ্গা ও লরা মুরিয়েল, এবং এরিয়া ম্যানেজার হ্যারি নাস্তামাগোস।
সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওসমানী বলেন, ‘এই অ্যাওয়ার্ডের কৃতিত্বের সম্পূর্ণ ভাগীদার আমার ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষী সকলেই। তাঁদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তাঁরা অগাধ বিশ্বাস করে বাড়ি কেনা-বেচার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। তাঁদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না’।
কানাডার বৃহত্তর টরন্টোর বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন মাহবুব ওসমানী। রিয়েল এস্টেটের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অত্যন্ত সক্রিয় তিনি।
ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে ‘প্রপার্টি গাই’ নামে রিয়েল এস্টেট বিষয়ক একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।
আট বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন এন্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশুনা শেষ করেন এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

রিয়েল এস্টেট পেশা বেছে নেওয়ার কারণ সম্পর্কে ওসমানী বলেন, ‘বাংলাদেশে শিক্ষকতা এবং গণমাধ্যম পেশায় যুক্ত ছিলাম। তাই কানাডায় এসেও যেন মানুষের সেবায় কাজ করতে পারি সেজন্য রিয়েল এস্টেট পেশায় আসা। বাড়ি কেনা-বেচা কিংবা এ সংক্রান্ত নানা বিষয়ে মানুষকে বিনামূল্যে আমি তথ্য সেবা দেই। ক্রেতা-বিক্রেতাদের স্বপ্নপূরণের অংশীদার হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়।’
সেবার মান আরও উন্নত করতে ওসমানী বাংলাদেশি অধ্যুষিত ড্যানফোর্থের বাংলাপাড়াতেও সম্প্রতি অফিস নিয়েছেন, ঠিকানা – ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ, ইউনিট ৫, রুম নম্বর ১৭। যেকোন যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর +(৬৪৭)৫৭২-৫৬০০
উল্লেখ্য, ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং গোল্ড মেডেল অর্জন করেন। কানাডায় অভিবাসী হয়ে পাড়ি জমানোর আগে তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টুয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন। তিনি সময় টিভি এবং এবিসি রেডিওতে সাংবাদিকতা করেছেন।