ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

খলিল আহমদ রচিত “বর্ণমালার বাংলাদেশ” কাব্যগ্রন্থের  মোড়ক উন্মোচন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৯ জন পড়েছেন ।

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ
একজন জীবনবাদী কবি
————আনোয়ার হোসেন চৌধুরী

জালালাবাদ এসোসিয়েসন, ঢাকার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ একজন জীবনবাদী কবি। তিনি জীবনকে ধারণ করেন তাঁর বুকে। এ ধারণ করা তাঁর কবিতায় জীবন্ত হয়ে ওঠে। সৃজনের আনন্দ তাকে দেয় অপার প্রশান্তির ধারা। তিনি গেয়ে চলেন জীবনের গান। এ গানে ভেসে আসে জীবনকে খোঁজে নেওয়ার তীব্র এক প্রেরণা। তিনি একজন সার্থক কবি। তিনি নিজের ভাষায় কবিতা লিখেন। কবিতার ব্যাকরণের বাইরে গিয়ে তিনি রচনা করেন একটি বিস্ময়ের জগত। এখানেই তাঁর এবং তাঁর কবিতার স্বতন্ত্র। ‘’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তার সার্থক বহিঃপ্রকাশ। অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার বিকাল সাড়ে ৪টা পাণ্ডুলিপি প্রকাশন-এর ২৫৫ নাম্বার স্টলে যুক্তরাজ্য প্রবাসী কবি খলিল আহমদ রচিত ‘বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাণ্ডুলিপি প্রকাশন-এর প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,ভারতের কবি সুচিত্রা দাস,কবি ও সংগঠক লোকমান হোসেন পলা,কবি আতিকা হাসান,কবি কামরুন নাহার,কবি আঞ্জুমান আরা ডেইজি,কবি এস এম শাহনুর প্রমুখ। বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম বলেন কবি খলিল আহমদের কবিতার ভাষা প্রাঞ্জল, সহজিয়া এবং আবেগীয়। তিনি বস্তুবাদী চেতনাকে সমূলে উৎপাটিত করেছেন তাঁর কবিতায়। রোমান্টিকতার আবহ যেমন গভীরভাবে ফুটে উঠেছে, তেমনই ভাবে মরমি ভাবনাও তাঁর কবিতাকে করেছে গতিশীল এবং প্রাণবন্ত। তিনি জীবনের এক মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করেন–এ জীবনের শেষ কোথায়! তিনি কবিতায় শুনতে পান অনন্তলোকের আহবান। এ আহবানে মিশে আছে কমনীয়তা, বিনম্রতা এবং দরদি ভাব!’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তাঁর সৃষ্টির দুয়ার খোলে দিল। এ সৃষ্টিতেই তিনি বেঁচে থাকবেন কালপ্রবাহে।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

খলিল আহমদ রচিত “বর্ণমালার বাংলাদেশ” কাব্যগ্রন্থের  মোড়ক উন্মোচন

পোস্ট করা হয়েছে : ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ
একজন জীবনবাদী কবি
————আনোয়ার হোসেন চৌধুরী

জালালাবাদ এসোসিয়েসন, ঢাকার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ একজন জীবনবাদী কবি। তিনি জীবনকে ধারণ করেন তাঁর বুকে। এ ধারণ করা তাঁর কবিতায় জীবন্ত হয়ে ওঠে। সৃজনের আনন্দ তাকে দেয় অপার প্রশান্তির ধারা। তিনি গেয়ে চলেন জীবনের গান। এ গানে ভেসে আসে জীবনকে খোঁজে নেওয়ার তীব্র এক প্রেরণা। তিনি একজন সার্থক কবি। তিনি নিজের ভাষায় কবিতা লিখেন। কবিতার ব্যাকরণের বাইরে গিয়ে তিনি রচনা করেন একটি বিস্ময়ের জগত। এখানেই তাঁর এবং তাঁর কবিতার স্বতন্ত্র। ‘’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তার সার্থক বহিঃপ্রকাশ। অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার বিকাল সাড়ে ৪টা পাণ্ডুলিপি প্রকাশন-এর ২৫৫ নাম্বার স্টলে যুক্তরাজ্য প্রবাসী কবি খলিল আহমদ রচিত ‘বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাণ্ডুলিপি প্রকাশন-এর প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,ভারতের কবি সুচিত্রা দাস,কবি ও সংগঠক লোকমান হোসেন পলা,কবি আতিকা হাসান,কবি কামরুন নাহার,কবি আঞ্জুমান আরা ডেইজি,কবি এস এম শাহনুর প্রমুখ। বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম বলেন কবি খলিল আহমদের কবিতার ভাষা প্রাঞ্জল, সহজিয়া এবং আবেগীয়। তিনি বস্তুবাদী চেতনাকে সমূলে উৎপাটিত করেছেন তাঁর কবিতায়। রোমান্টিকতার আবহ যেমন গভীরভাবে ফুটে উঠেছে, তেমনই ভাবে মরমি ভাবনাও তাঁর কবিতাকে করেছে গতিশীল এবং প্রাণবন্ত। তিনি জীবনের এক মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করেন–এ জীবনের শেষ কোথায়! তিনি কবিতায় শুনতে পান অনন্তলোকের আহবান। এ আহবানে মিশে আছে কমনীয়তা, বিনম্রতা এবং দরদি ভাব!’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তাঁর সৃষ্টির দুয়ার খোলে দিল। এ সৃষ্টিতেই তিনি বেঁচে থাকবেন কালপ্রবাহে।