ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটির সম্মাননা পাওয়া ছকিনা অনেক ভালো কাজ করছে

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১১৭ জন পড়েছেন ।
আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটি সারা দেশে সফল নারী অনুপ্রেরনাকারীকে সম্মননা সার্টিফিকেট প্রদান করেন। এই সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান সখিনা পারভীন।রেডিও নলতা ও বিএনএনআরসি এর সহায়তায় তিনি এই সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন।
রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম এইচ শাহারীয়ার  সোমবার সকাল ১০ টায় রেডিও নলতার স্টুডিওতে এই সমমননা প্রদান করেন। তারপর তার সংস্থার শীর্ষ কাজ নিয়ে একটি সাক্ষাৎকার নেওয়া হয়। মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে কালিগঞ্জ উপজেলায় নারী উদ্দ্যেক্তা তৈরি করতে নারীদের বিভিন্ন প্রকার প্রশিক্ষন ও আর্থিক সহায়তা প্রদান করেন। কালিগঞ্জ উপজলার বাজারগ্রামে অবস্থিত মহিলা মিশন উন্নয়ন সংস্থা ২০১৬ সাল থেকে যাত্রা শুরুর করেন।সংস্থাটি  ২৩০ জন সদস্য নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান মূলত নারী উদ্দোক্তা তৈরি করতে সহায়তা প্রদান করে থাকেন । সম্মাননা পাওয়ায় সংস্থা প্রধান রেডিও নলতা ও বিএনএনআরসি প্রতি কৃতঙ্গতা প্রদান করেন। সেই সাথে ধন্যবাদ প্রদান করেন আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটিকে।
মিশন মহিলা উন্নয়ন সংস্থার সম্পর্কে ছকিনা পারভীন  বলেন, আমরা উপজেলার গ্রামীন নারীদের আত্মসামাজিক উন্নয়নে সহায়তা করার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকি। এর মধ্যে কৃষি কাজ, সেলাই, হস্তশিল্প, বিউটিশিয়ান, কম্পিউটার, হাঁস মুরগি পালন। প্রশিক্ষন শেষে উদ্দ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। আমাদের সংস্থা থেকে প্রশিক্ষন পেয়ে আকলিমা পতিত জমিতে সবজি চাষ এখন সাবলম্বী। শেফালি মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করে সফলতা পেয়েছে। আঞ্জুয়ারা ছাগলের খামার করে সাফল। ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছে বুলবুলি আক্তার। বৃষ্টি আক্তার হাঁসের খামার করে তার দারিদ্রতা ঘুচিয়েছো। নারী উদ্দ্যোক্তা তৈরিতে প্রশিক্ষন প্রদান করা ছাড়াও এই সংস্থা বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছেন। কৃষ্ণনগর ইউনিয়নের ঝুরঝুরি খালের পড়ে নিম, কদবেল, কেওড়া সহ ফলজ বানায়নের কাজ চলমান।
রঘুনাথপুর সমিতির মাঠ সংলগ্ন মসজিদে যাতায়াতের জন্য ইটের রাস্তা তৈরি করে দিয়েছি। কালিকাপুর মসজিদ সংলগ্ন বাাঁশের স্যাঁকো করে দিয়েছি। রঘুনাথপুুর –কাশিমাড়ি খাল পারাপারে জন্য বাাঁশের স্যাঁকো বানানো হয়েছে।  কৃষ্ণনগর ইউনিয়নের রামনগরের বকরের বিল থেকে উত্তর বিল পর্যন্ত স্যাঁকো নির্মানের কাজ চলমান। দ:শ্রীপুর বেড়াখালি কালিমন্দির প্রাঙ্গনে ৫০০০ লিটার বৃষ্টির পানি সংরক্ষন করে পানের জন্য পানির প্ল্যান্ট তৈরি। দ:শ্রীপুরে ১০ শতক জায়গা লিস নিয়ে নারীপ্রধান পরিবারদের সবজি চাষের জন্য নিযুক্ত করা হয়েছে। কৃষ্ণনগর মানপুরেও জায়গা লিস নিয়ে নারীপ্রধান পরিবারদের সবজি চাষের জন্য নিযুক্ত করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনে বাঁধ রক্ষন কমিটি গঠন করা হয়েছে স্থানীয় চেয়ারম্যানকে সভাপতিত্ব করেন। এখানে  দ্বিমাসিক নিয়মিত সভা  হয়। শ্যামনগরের গাবুরার ৮ নং ওয়ার্ডে সরদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ৫০০০ লিটার সুপেয় পানির প্ল্যান্ট করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় ও নারীদের কর্মসংরক্ষনের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে আগামীতে সংস্থার পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রামের প্রতিটি বাড়ির পতিত জমিতে সবজি চাষ ও কৃষি কাজ করার জন্য নারীদেরকে প্রশিক্ষন প্রদান করে স্বাবলম্বী করা হচ্ছে। মিশন মহিলা উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাক প্রান্তিক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা বিনির্মাণে ভালো ভালো কাজ করুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।
সেলিম শাহারীয়ার
 সাতক্ষীরা
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটির সম্মাননা পাওয়া ছকিনা অনেক ভালো কাজ করছে

পোস্ট করা হয়েছে : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটি সারা দেশে সফল নারী অনুপ্রেরনাকারীকে সম্মননা সার্টিফিকেট প্রদান করেন। এই সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান সখিনা পারভীন।রেডিও নলতা ও বিএনএনআরসি এর সহায়তায় তিনি এই সম্মাননা সার্টিফিকেট পেয়েছেন।
রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম এইচ শাহারীয়ার  সোমবার সকাল ১০ টায় রেডিও নলতার স্টুডিওতে এই সমমননা প্রদান করেন। তারপর তার সংস্থার শীর্ষ কাজ নিয়ে একটি সাক্ষাৎকার নেওয়া হয়। মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে কালিগঞ্জ উপজেলায় নারী উদ্দ্যেক্তা তৈরি করতে নারীদের বিভিন্ন প্রকার প্রশিক্ষন ও আর্থিক সহায়তা প্রদান করেন। কালিগঞ্জ উপজলার বাজারগ্রামে অবস্থিত মহিলা মিশন উন্নয়ন সংস্থা ২০১৬ সাল থেকে যাত্রা শুরুর করেন।সংস্থাটি  ২৩০ জন সদস্য নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান মূলত নারী উদ্দোক্তা তৈরি করতে সহায়তা প্রদান করে থাকেন । সম্মাননা পাওয়ায় সংস্থা প্রধান রেডিও নলতা ও বিএনএনআরসি প্রতি কৃতঙ্গতা প্রদান করেন। সেই সাথে ধন্যবাদ প্রদান করেন আন্তজার্তিক গ্রামীন নারী দিবস উদযাপন কমিটিকে।
মিশন মহিলা উন্নয়ন সংস্থার সম্পর্কে ছকিনা পারভীন  বলেন, আমরা উপজেলার গ্রামীন নারীদের আত্মসামাজিক উন্নয়নে সহায়তা করার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকি। এর মধ্যে কৃষি কাজ, সেলাই, হস্তশিল্প, বিউটিশিয়ান, কম্পিউটার, হাঁস মুরগি পালন। প্রশিক্ষন শেষে উদ্দ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। আমাদের সংস্থা থেকে প্রশিক্ষন পেয়ে আকলিমা পতিত জমিতে সবজি চাষ এখন সাবলম্বী। শেফালি মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করে সফলতা পেয়েছে। আঞ্জুয়ারা ছাগলের খামার করে সাফল। ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছে বুলবুলি আক্তার। বৃষ্টি আক্তার হাঁসের খামার করে তার দারিদ্রতা ঘুচিয়েছো। নারী উদ্দ্যোক্তা তৈরিতে প্রশিক্ষন প্রদান করা ছাড়াও এই সংস্থা বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছেন। কৃষ্ণনগর ইউনিয়নের ঝুরঝুরি খালের পড়ে নিম, কদবেল, কেওড়া সহ ফলজ বানায়নের কাজ চলমান।
রঘুনাথপুর সমিতির মাঠ সংলগ্ন মসজিদে যাতায়াতের জন্য ইটের রাস্তা তৈরি করে দিয়েছি। কালিকাপুর মসজিদ সংলগ্ন বাাঁশের স্যাঁকো করে দিয়েছি। রঘুনাথপুুর –কাশিমাড়ি খাল পারাপারে জন্য বাাঁশের স্যাঁকো বানানো হয়েছে।  কৃষ্ণনগর ইউনিয়নের রামনগরের বকরের বিল থেকে উত্তর বিল পর্যন্ত স্যাঁকো নির্মানের কাজ চলমান। দ:শ্রীপুর বেড়াখালি কালিমন্দির প্রাঙ্গনে ৫০০০ লিটার বৃষ্টির পানি সংরক্ষন করে পানের জন্য পানির প্ল্যান্ট তৈরি। দ:শ্রীপুরে ১০ শতক জায়গা লিস নিয়ে নারীপ্রধান পরিবারদের সবজি চাষের জন্য নিযুক্ত করা হয়েছে। কৃষ্ণনগর মানপুরেও জায়গা লিস নিয়ে নারীপ্রধান পরিবারদের সবজি চাষের জন্য নিযুক্ত করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনে বাঁধ রক্ষন কমিটি গঠন করা হয়েছে স্থানীয় চেয়ারম্যানকে সভাপতিত্ব করেন। এখানে  দ্বিমাসিক নিয়মিত সভা  হয়। শ্যামনগরের গাবুরার ৮ নং ওয়ার্ডে সরদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ৫০০০ লিটার সুপেয় পানির প্ল্যান্ট করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় ও নারীদের কর্মসংরক্ষনের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে আগামীতে সংস্থার পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রামের প্রতিটি বাড়ির পতিত জমিতে সবজি চাষ ও কৃষি কাজ করার জন্য নারীদেরকে প্রশিক্ষন প্রদান করে স্বাবলম্বী করা হচ্ছে। মিশন মহিলা উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাক প্রান্তিক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা বিনির্মাণে ভালো ভালো কাজ করুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।
সেলিম শাহারীয়ার
 সাতক্ষীরা