ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

বেডিদের এ কেমন ব্যাডাগিরি !

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ৫৭ জন পড়েছেন ।

বেডিদের এ কেমন ব্যাডাগিরি !

(মতামত লেখকের নিজস্ব এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়)

ব্যাডাগিরি সব সময় যে পুরুষের মধ্যেই থাকে তা নয়। নারীর আচরণ, কাজকর্মের মধ্যেও কখনো কখনো পিতৃতান্ত্রিক ব্যাডাগিরি থাকে। বরং এটাই এখন চলছে। বাড়িতে শাসন করলেও ব্যাডারা ফেসে যায়। বেডিদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও ব্যাডারা ফেসে যায়। রাস্তায় ক্ষমা চাইলেও ব্যাডারা ফেসে যায়। ব্যাডারা যাবে কোথায়?

মানুষ ভুল করতেই পারে। দিশেহারা প্রবল রৌদ্রে একজন রিক্সাচালক রিক্সা চলাতে গিয়ে ভুল করে একজন পথচারী নারী আইনজীবীর গায়ে রিক্সা লেগে গিয়েছিল। পরক্ষণে রিক্সা চালক নেমে এসে হাত জোর করে অনবরত ক্ষমা চেয়েই যাচ্ছেন। আর নারী আইনজীবী তাকে আঘাত করেই যাচ্ছেন ।

হ্যা। নারীরা পথেঘাটে চলতে গিয়ে প্রায়ই অযাচিত স্পর্শের শিকার হয়, শোনা যায়, আশপাশ থেকে ভেসে আসা বিকৃত টোন। কখনো কখনো রাস্তা দিয়ে হাঁটার সময় সাইকেল, রিক্সা, অটো ইচ্ছে করেই গায়ে লাগিয়ে দিয়ে চলে যায় চালক। কিন্তু সহজাতভাবেই বুঝা যায় না, কোন স্পর্শ ইচ্ছাকৃত, আর কোনটা ভুলবশত করা। তবে বিষয়টা বুঝার প্রয়োজন আছে।

একজন অসহায় গরীব মানুষ যখন ভুল করে বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তখন তাকে ক্ষমা করতে না পারলেও একের পর এক আঘাত করে আহত করাকে চরম অমানবিক আর নিষ্ঠুর আচরণ বলে মনে হয়েছে। মনে হয়েছে দুর্বলের উপর সবলের উৎপীড়ন। চরম ব্যাডাগিরি। ব্যাডাগিরি নারী কিংবা পুরুষ যার মধ্যেই থাকুক সেটাকে সমর্থন করার কিছু নেই।

মনে রাখা জরুরি, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমরা নিজেরাই যেন আরও বড় নিপীড়ক, দানব না হয়ে উঠি।

রবিবার দুপুরে যশোরে প্রকাশ্যে এক রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় রিকশাচালকের কলার ধরে চড়থাপ্পর মারছেন একজন আইনজীবী। যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রানী ঘোষ। তিনি যশোর শহরের আম্বিকা বসু লেনের বাসিন্দা।

আমি লজ্জিত, আমি একজন পুরুষ
আমরাও শাসিত হই। কখন ঘরে,কখনও বাইরে।

–আব্দুর রহিম, সাংবাদিক।
দৈনিক ‘আমাদের অর্থনীতি’

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

বেডিদের এ কেমন ব্যাডাগিরি !

পোস্ট করা হয়েছে : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

বেডিদের এ কেমন ব্যাডাগিরি !

(মতামত লেখকের নিজস্ব এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়)

ব্যাডাগিরি সব সময় যে পুরুষের মধ্যেই থাকে তা নয়। নারীর আচরণ, কাজকর্মের মধ্যেও কখনো কখনো পিতৃতান্ত্রিক ব্যাডাগিরি থাকে। বরং এটাই এখন চলছে। বাড়িতে শাসন করলেও ব্যাডারা ফেসে যায়। বেডিদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও ব্যাডারা ফেসে যায়। রাস্তায় ক্ষমা চাইলেও ব্যাডারা ফেসে যায়। ব্যাডারা যাবে কোথায়?

মানুষ ভুল করতেই পারে। দিশেহারা প্রবল রৌদ্রে একজন রিক্সাচালক রিক্সা চলাতে গিয়ে ভুল করে একজন পথচারী নারী আইনজীবীর গায়ে রিক্সা লেগে গিয়েছিল। পরক্ষণে রিক্সা চালক নেমে এসে হাত জোর করে অনবরত ক্ষমা চেয়েই যাচ্ছেন। আর নারী আইনজীবী তাকে আঘাত করেই যাচ্ছেন ।

হ্যা। নারীরা পথেঘাটে চলতে গিয়ে প্রায়ই অযাচিত স্পর্শের শিকার হয়, শোনা যায়, আশপাশ থেকে ভেসে আসা বিকৃত টোন। কখনো কখনো রাস্তা দিয়ে হাঁটার সময় সাইকেল, রিক্সা, অটো ইচ্ছে করেই গায়ে লাগিয়ে দিয়ে চলে যায় চালক। কিন্তু সহজাতভাবেই বুঝা যায় না, কোন স্পর্শ ইচ্ছাকৃত, আর কোনটা ভুলবশত করা। তবে বিষয়টা বুঝার প্রয়োজন আছে।

একজন অসহায় গরীব মানুষ যখন ভুল করে বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তখন তাকে ক্ষমা করতে না পারলেও একের পর এক আঘাত করে আহত করাকে চরম অমানবিক আর নিষ্ঠুর আচরণ বলে মনে হয়েছে। মনে হয়েছে দুর্বলের উপর সবলের উৎপীড়ন। চরম ব্যাডাগিরি। ব্যাডাগিরি নারী কিংবা পুরুষ যার মধ্যেই থাকুক সেটাকে সমর্থন করার কিছু নেই।

মনে রাখা জরুরি, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমরা নিজেরাই যেন আরও বড় নিপীড়ক, দানব না হয়ে উঠি।

রবিবার দুপুরে যশোরে প্রকাশ্যে এক রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় রিকশাচালকের কলার ধরে চড়থাপ্পর মারছেন একজন আইনজীবী। যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রানী ঘোষ। তিনি যশোর শহরের আম্বিকা বসু লেনের বাসিন্দা।

আমি লজ্জিত, আমি একজন পুরুষ
আমরাও শাসিত হই। কখন ঘরে,কখনও বাইরে।

–আব্দুর রহিম, সাংবাদিক।
দৈনিক ‘আমাদের অর্থনীতি’