ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তালা উপজেলার সদর ইউনিয়নে ঘোড়া প্রতিকের পথ সভায় জনতার ঢল শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে তালার ঘোনায় ঘোড়া প্রতীকের পথসভায় জনতার ঢল ফিংড়ী ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চনের বিদায়, আমিনুরের যোগদান উপলক্ষে সংবর্ধনা নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক তালার মদনপুর চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  বাঘায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ – আহত ১

ঐতিহ্যের সন্ধানে : সাতক্ষীরায় হেলিকাপ্টার চলে গ্রামের রাস্তা “ এখন বিলুপ্তি প্রায়

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ১০৫ জন পড়েছেন ।
ডেক্স : সাউন্ড অব কমিউনিটি
বিশ্বের সব দেশে হেলিকাপ্টার চলে আকাশে সাতক্ষীরায় হেলিকপ্টার চলে মাটিতে। যারা এতদিন হেলিকপ্টার চড়তে পারেননি তারা সাতক্ষীরার এই হেলিকপ্টার চড়তে পারেন খুব অল্প খরচে। সাতক্ষীরায় নতুন ভ্রমণ করেন তাদের কাছে এই হেলিকপ্টার এক বিস্ময়ের নাম। কেননা এখানে গন্তব্যে কিভাবে পৌঁছবেন তার বর্ণনা দেয়া হয় এভাবে- ‘বাস থেকে নেমে ‘হেলিকপ্টারে’ উঠে ঠিকানা বললেই পৌঁছে দেবে।’ এই কথা শুনে প্রায় সব নতুন ভ্রমণকারীরা চমকে ওঠে এই ভেবে- কী আজব এলাকারে বাবা, হেলিকপ্টারে পৌঁছতে হবে না জানি দেখতে কেমন?
সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই ‘হেলিকপ্টার’র বাস্তব হেলিকপ্টারের মত ডানা না থাকলেও আছে দুই চাকা। তবে আছেন একজন পাইটল। আর যাত্রী ধারণ ক্ষমতা মাত্র একজন। আসুন সুন্দর করে বুঝিয়ে দেই হেলিকাপ্টার কেমন। বাইসাইকেলের পিছনে নরম বসার স্থান তৈরি করে যাত্রী পরিবহন করা হয় ভিন্ন রকম এই পরিবহন ব্যবস্থা সাতক্ষীরায় হেলিকপ্টার হিসেবে খ্যাত।
সাইকেলের পিছনে বসার স্থান তৈরি করা যানকে হেলিকপ্টার বলার রহস্য জানালেন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হেলিকপ্টারের পাইটল রমজান আলী। তিনি বলেন, ‘আমি প্রায় ২২ বছর এই হেলিকপ্টার চালাই। তার বহু আগে থেকে এই যানকে হেলিকপ্টার বলে। তবে প্রচলিত আছে, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে একজন সাইকেলের পিছনে বসার স্থান তৈরি করে মজার ছলে বলেছিলেন এটি হেলিকপ্টার। সেই থেকে এর নাম হেলিকপ্টার।’
অন্য এক ইতিহাস বলে, একসময় সাতক্ষীরায় ভ্যানের সংখ্যাও কম ছিল। সাইকেলই ছিল এ এলাকার দ্রুততম যান। তাই যাত্রী পরিবহনকারী সাইকেলগুলোকে এ কারণে হেলিকপ্টার বলা হতো। তবে এখন সাতক্ষীরার কয়েকটি স্থানে এ ঐতিহ্যবাহী হেলিকপ্টারের দেখা মেলে। কারণ হিসেবে দেবহাটা কলেজের সমাজ বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মাদ আলী জানান আমাদের কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর এর প্রত্যান্ত দুর্গম রাস্তা শুধু মাত্র বাইসাইকেল ছাড়া কিছু চালানো যায় না এমন স্থানে হেলিকাপ্টার ভালো। সবাই এটাতে টাকার বিনিময়ে চড়ত। শাহিন আলম নামের একজন যাত্রী জানান, এই দ্রুতগতির সময়ে এখন আর কেউ এই হেলিকপ্টার চড়তে চায় না। তবে কম দূরত্বের কিছু স্থানে এখনো ঐতিহ্যবাহী এই হেলিকপ্টার বেশ জনপ্রিয়। এটি এখন সাইকেল থেকে মটর সাইকেলকে হেলিকাপ্টার বানিয়ে চালাচ্ছে।
লোকমুখে প্রচলিত বহু আগে ইংরেজদের শাসনকালে ইংল্যান্ড থেকে যখন র‌্যালে, হাম্বার বাই-সাইকেল এদেশে আসে তখন কেউ কেউ এই সাইকেল কেনে । সাইকেল খুব আকর্ষণীয় ও কৌতুহলের বিষয় ছিলো কিভাবে ২ চাকায় চলে ইত্যাদি। তাদের একজন এটাকে জীবিকার জন্য পিছনে বালিশ বেঁধে হেলিকাপ্টার নাম দিয়ে চালাতে থাকে। তার উপার্জন ভালো দেখে অনেকে তাকে অনুস্মরণ করে। এভাবেই সাতক্ষীরায় হেলিকাপ্টার শব্দও এর ভিন্নার্থে ব্যবহার পরিচিত হয়। আজ এই পেশার বিলুপ্তি ঘটেছে হাতে গোনা কয়েকজন আছে বাকীরা ভিন্ন পেশায় গিয়েছে। তুবুও সাতক্ষীরার হেলিকাপ্টার শুনলে পুরাতন দিনের কথা মনে পড়ে যায় এমন মানুষ নেই এখানে।
সেলিম শাহারীয়ার
গণমাধ্যম ও সমাজকর্মী
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই নারী গ্রেপ্তার

ঐতিহ্যের সন্ধানে : সাতক্ষীরায় হেলিকাপ্টার চলে গ্রামের রাস্তা “ এখন বিলুপ্তি প্রায়

পোস্ট করা হয়েছে : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
ডেক্স : সাউন্ড অব কমিউনিটি
বিশ্বের সব দেশে হেলিকাপ্টার চলে আকাশে সাতক্ষীরায় হেলিকপ্টার চলে মাটিতে। যারা এতদিন হেলিকপ্টার চড়তে পারেননি তারা সাতক্ষীরার এই হেলিকপ্টার চড়তে পারেন খুব অল্প খরচে। সাতক্ষীরায় নতুন ভ্রমণ করেন তাদের কাছে এই হেলিকপ্টার এক বিস্ময়ের নাম। কেননা এখানে গন্তব্যে কিভাবে পৌঁছবেন তার বর্ণনা দেয়া হয় এভাবে- ‘বাস থেকে নেমে ‘হেলিকপ্টারে’ উঠে ঠিকানা বললেই পৌঁছে দেবে।’ এই কথা শুনে প্রায় সব নতুন ভ্রমণকারীরা চমকে ওঠে এই ভেবে- কী আজব এলাকারে বাবা, হেলিকপ্টারে পৌঁছতে হবে না জানি দেখতে কেমন?
সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই ‘হেলিকপ্টার’র বাস্তব হেলিকপ্টারের মত ডানা না থাকলেও আছে দুই চাকা। তবে আছেন একজন পাইটল। আর যাত্রী ধারণ ক্ষমতা মাত্র একজন। আসুন সুন্দর করে বুঝিয়ে দেই হেলিকাপ্টার কেমন। বাইসাইকেলের পিছনে নরম বসার স্থান তৈরি করে যাত্রী পরিবহন করা হয় ভিন্ন রকম এই পরিবহন ব্যবস্থা সাতক্ষীরায় হেলিকপ্টার হিসেবে খ্যাত।
সাইকেলের পিছনে বসার স্থান তৈরি করা যানকে হেলিকপ্টার বলার রহস্য জানালেন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হেলিকপ্টারের পাইটল রমজান আলী। তিনি বলেন, ‘আমি প্রায় ২২ বছর এই হেলিকপ্টার চালাই। তার বহু আগে থেকে এই যানকে হেলিকপ্টার বলে। তবে প্রচলিত আছে, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে একজন সাইকেলের পিছনে বসার স্থান তৈরি করে মজার ছলে বলেছিলেন এটি হেলিকপ্টার। সেই থেকে এর নাম হেলিকপ্টার।’
অন্য এক ইতিহাস বলে, একসময় সাতক্ষীরায় ভ্যানের সংখ্যাও কম ছিল। সাইকেলই ছিল এ এলাকার দ্রুততম যান। তাই যাত্রী পরিবহনকারী সাইকেলগুলোকে এ কারণে হেলিকপ্টার বলা হতো। তবে এখন সাতক্ষীরার কয়েকটি স্থানে এ ঐতিহ্যবাহী হেলিকপ্টারের দেখা মেলে। কারণ হিসেবে দেবহাটা কলেজের সমাজ বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মাদ আলী জানান আমাদের কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর এর প্রত্যান্ত দুর্গম রাস্তা শুধু মাত্র বাইসাইকেল ছাড়া কিছু চালানো যায় না এমন স্থানে হেলিকাপ্টার ভালো। সবাই এটাতে টাকার বিনিময়ে চড়ত। শাহিন আলম নামের একজন যাত্রী জানান, এই দ্রুতগতির সময়ে এখন আর কেউ এই হেলিকপ্টার চড়তে চায় না। তবে কম দূরত্বের কিছু স্থানে এখনো ঐতিহ্যবাহী এই হেলিকপ্টার বেশ জনপ্রিয়। এটি এখন সাইকেল থেকে মটর সাইকেলকে হেলিকাপ্টার বানিয়ে চালাচ্ছে।
লোকমুখে প্রচলিত বহু আগে ইংরেজদের শাসনকালে ইংল্যান্ড থেকে যখন র‌্যালে, হাম্বার বাই-সাইকেল এদেশে আসে তখন কেউ কেউ এই সাইকেল কেনে । সাইকেল খুব আকর্ষণীয় ও কৌতুহলের বিষয় ছিলো কিভাবে ২ চাকায় চলে ইত্যাদি। তাদের একজন এটাকে জীবিকার জন্য পিছনে বালিশ বেঁধে হেলিকাপ্টার নাম দিয়ে চালাতে থাকে। তার উপার্জন ভালো দেখে অনেকে তাকে অনুস্মরণ করে। এভাবেই সাতক্ষীরায় হেলিকাপ্টার শব্দও এর ভিন্নার্থে ব্যবহার পরিচিত হয়। আজ এই পেশার বিলুপ্তি ঘটেছে হাতে গোনা কয়েকজন আছে বাকীরা ভিন্ন পেশায় গিয়েছে। তুবুও সাতক্ষীরার হেলিকাপ্টার শুনলে পুরাতন দিনের কথা মনে পড়ে যায় এমন মানুষ নেই এখানে।
সেলিম শাহারীয়ার
গণমাধ্যম ও সমাজকর্মী