ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করল আওয়ামীলীগ কেন্দ্রিয় প্রতিনিধি দল কালিগঞ্জে রোগাক্রান্ত গরুর ১৬০ কেজি মাংস ধ্বংস, দোকান সিলগালা কোমায় থাকা সেনা অফিসার কর্নেল পদে প্রমোশন পেলেন জনকল্যাণ সংস্থার রিনিয়েবল উইক উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি গ্রামের মানুষরা মিলে তৈরি করল একটি কৃত্রিম সূর্য আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি তালার জেয়ালায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আকরামুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত আর কি হতে পারে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বাঘের নখ সহ আটক এক ব্যক্তি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির জন্য ৬টি প্রোগ্রামের আবেদন জমা

বদলে যাওয়া সালমানের সঙ্গে কাজ করতে চান না বানশালি

  • Yasin Imtiaz
  • পোস্ট করা হয়েছে : ০৯:২৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১৩৩ জন পড়েছেন ।

বলিউডের পরিচালক হিসেবে আনকোরা হলেও তার প্রথম ছবিতে নায়ক হয়েছিলেন সালমান খান।

বিধুবিনোদ চোপড়ার এককালের সহকারী পরিচালকের ওপর সে সময় নাকি অগাধ আস্থা ছিল সুপারস্টারের।

এর পর দু’জনে একসঙ্গে আরও দু’টি ছবিতে কাজ করেছেন বটে। তবে সালমান খান এবং সঞ্জয় লীলা বানশালির সেই জুটি এখনও পর্যন্ত বলিউডি পর্দায় ফিরে আসেনি।

ভবিষ্যতে আপনার ছবিতে কি সালমানকে দেখা যাবে? বানশালিকে অনেকেই নাকি এ প্রশ্ন করেন। তবে তেমন কোনও প্রশ্নেরই সরাসরি জবাব দেননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারেও এ নিয়ে সালমানে কোর্টেই বল ঠেলেছেন ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র পরিচালক।

বলিউডে নাকি সোজাসাপ্টা কথা বলার লোকের অভাব। অনেকে আবার বলেন, ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হলে মিষ্টিভাষণ জরুরি, তাই বোধ হয় সে রাস্তায় বানশালিও হেঁটেছেন। বিনয়ী ভাবেই বলেছেন, সালমান আর আমি এখনও খুব ভাল বন্ধু।

মুক্তির দু’সপ্তাহেই ১০০ কোটির দিকে এগোচ্ছে তার ‘গঙ্গুবাঈ… ’। তুমুল সাফল্যের পর তিনি সোজা ব্যাটে খেলবেন, এটাই প্রত্যাশিত। তবে সে পথে হাঁটেননি বানশালি।

এক সময় ‘গঙ্গুবাঈ’ আলিয়া ভাটকে নিয়েই তো সালমান খানের সঙ্গে ‘ইনশাল্লাহ’ করার কথা ভেবেছিলেন বানশালি। সে প্রায় দু’বছর আগের কথা।

সালমানকে নিয়ে বার বার মিটিং করলেও ‘ইনশাল্লাহ’ আর তৈরি করেননি বানশালি। শোনা যায়, শ্যুটিং শুরুর দিন কয়েক আগেই ছবির কাজ গুটিয়ে নেন পরিচালক। তাতে সালমানের ভূমিকাও নাকি কম ছিল না।

বলিউডের অন্দরের অনেকের দাবি, ‘ইনশাল্লাহ’-তে বন্ধু সুস্মিতা সেনকে একটি নাচের দৃশ্যে সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সালমান। তাতে নাকি রাজি হননি বানশালি। ছবির মুক্তির দিন স্থির করা নিয়েও দু’জনের মতের মিল হয়নি। সব মিলিয়ে আজও অন্ধকারে ‘ইনশাল্লাহ’!

অথচ সালমান এবং বানশালি জুটির ইনিংসটা ভালোই শুরু হয়েছিল। এককালে তো বানশালির টানা দু’টি ছবিতেই মুখ্য চরিত্রে ছিলেন সালমান।

১৯৯৬ সালে ‘খামোশি’ এবং তিন বছর পর ‘হাম দিল দে চুকে সানাম’। ২০০৭ সাল রণবীর এবং সোনম কপূরের অভিষেক ছবি ‘সাওয়ারিয়া’-তেও খানিকক্ষণের জন্য মুখ দেখিয়েছিলেন বলিউডের ভাইজান। তার পর থেকে কী যে হল! দু’জনকে একসঙ্গে দেখা গেল না।

কোনও দিন কি একসঙ্গে কাজ করবেন সালমান-বানশালি? নাছোড় প্রশ্ন তো পিছু ছাড়ে না বানশালির।

তবে সংবাদমাধ্যমে তার বিনয়ী জবাব, ‘সালমানের খুব কাছের বন্ধু আমি। ‘পদ্মাবত’-এর পর আবার তার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে যে কোনও কারণেই হোক, তা আর হয়ে ওঠেনি।’

Tag :
রিপোর্টার সম্পর্কে

Yasin Imtiaz

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করল আওয়ামীলীগ কেন্দ্রিয় প্রতিনিধি দল

বদলে যাওয়া সালমানের সঙ্গে কাজ করতে চান না বানশালি

পোস্ট করা হয়েছে : ০৯:২৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

বলিউডের পরিচালক হিসেবে আনকোরা হলেও তার প্রথম ছবিতে নায়ক হয়েছিলেন সালমান খান।

বিধুবিনোদ চোপড়ার এককালের সহকারী পরিচালকের ওপর সে সময় নাকি অগাধ আস্থা ছিল সুপারস্টারের।

এর পর দু’জনে একসঙ্গে আরও দু’টি ছবিতে কাজ করেছেন বটে। তবে সালমান খান এবং সঞ্জয় লীলা বানশালির সেই জুটি এখনও পর্যন্ত বলিউডি পর্দায় ফিরে আসেনি।

ভবিষ্যতে আপনার ছবিতে কি সালমানকে দেখা যাবে? বানশালিকে অনেকেই নাকি এ প্রশ্ন করেন। তবে তেমন কোনও প্রশ্নেরই সরাসরি জবাব দেননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারেও এ নিয়ে সালমানে কোর্টেই বল ঠেলেছেন ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র পরিচালক।

বলিউডে নাকি সোজাসাপ্টা কথা বলার লোকের অভাব। অনেকে আবার বলেন, ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হলে মিষ্টিভাষণ জরুরি, তাই বোধ হয় সে রাস্তায় বানশালিও হেঁটেছেন। বিনয়ী ভাবেই বলেছেন, সালমান আর আমি এখনও খুব ভাল বন্ধু।

মুক্তির দু’সপ্তাহেই ১০০ কোটির দিকে এগোচ্ছে তার ‘গঙ্গুবাঈ… ’। তুমুল সাফল্যের পর তিনি সোজা ব্যাটে খেলবেন, এটাই প্রত্যাশিত। তবে সে পথে হাঁটেননি বানশালি।

এক সময় ‘গঙ্গুবাঈ’ আলিয়া ভাটকে নিয়েই তো সালমান খানের সঙ্গে ‘ইনশাল্লাহ’ করার কথা ভেবেছিলেন বানশালি। সে প্রায় দু’বছর আগের কথা।

সালমানকে নিয়ে বার বার মিটিং করলেও ‘ইনশাল্লাহ’ আর তৈরি করেননি বানশালি। শোনা যায়, শ্যুটিং শুরুর দিন কয়েক আগেই ছবির কাজ গুটিয়ে নেন পরিচালক। তাতে সালমানের ভূমিকাও নাকি কম ছিল না।

বলিউডের অন্দরের অনেকের দাবি, ‘ইনশাল্লাহ’-তে বন্ধু সুস্মিতা সেনকে একটি নাচের দৃশ্যে সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সালমান। তাতে নাকি রাজি হননি বানশালি। ছবির মুক্তির দিন স্থির করা নিয়েও দু’জনের মতের মিল হয়নি। সব মিলিয়ে আজও অন্ধকারে ‘ইনশাল্লাহ’!

অথচ সালমান এবং বানশালি জুটির ইনিংসটা ভালোই শুরু হয়েছিল। এককালে তো বানশালির টানা দু’টি ছবিতেই মুখ্য চরিত্রে ছিলেন সালমান।

১৯৯৬ সালে ‘খামোশি’ এবং তিন বছর পর ‘হাম দিল দে চুকে সানাম’। ২০০৭ সাল রণবীর এবং সোনম কপূরের অভিষেক ছবি ‘সাওয়ারিয়া’-তেও খানিকক্ষণের জন্য মুখ দেখিয়েছিলেন বলিউডের ভাইজান। তার পর থেকে কী যে হল! দু’জনকে একসঙ্গে দেখা গেল না।

কোনও দিন কি একসঙ্গে কাজ করবেন সালমান-বানশালি? নাছোড় প্রশ্ন তো পিছু ছাড়ে না বানশালির।

তবে সংবাদমাধ্যমে তার বিনয়ী জবাব, ‘সালমানের খুব কাছের বন্ধু আমি। ‘পদ্মাবত’-এর পর আবার তার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে যে কোনও কারণেই হোক, তা আর হয়ে ওঠেনি।’