নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আশ্বাস প্রকল্পের আওতায় রেডিও নলতা ৯৯.২ এফ এম কালিগঞ্জ সাতক্ষীরায় “টক শো” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় রূপান্তর এর আয়োজনে “কোন শিশুকে বাদ দিয়ে মানব পাচারের বিরুদ্ধে লড়াই নয়” এই প্রতিপাদ্যে রেডিও নলতা স্টেশনে লাইভ টক শো অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা মো: আব্দুল মজিদ ও কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। রাশিদা আক্তার এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে আলোচকগণ বলেন, ভারতের বর্ডার আমাদের খুব কাছে, এটি নারী ও শিশু পাচারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার, প্রাকৃতিক দূর্যোগ, মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণা ইত্যাদি কারনে মানব পাচারের ঘটনা সহসায় ঘটছে। এই এলাকা মানব পচারের বড় একটি কারণ অসচেতনতা। স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সবার সম্মেলিত অংশগ্রহন ও প্রচেষ্ঠার মাধ্যমে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। একই সাথে বিদেশ যাওয়ার আগে টিটিসিতে প্রশিক্ষন গ্রহন ও নিকটস্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে নিরাপদ অভিবাসন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হবে।
অনুষ্ঠানে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী পাচার হওয়া ও পাচার কারীদের হাত থেকে ফিরে আসার দুর্দশার কথাগুলো তুলে ধরেন এবং সিটিপ এ্যাকটিভিস্ট শাফিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত মানুষেরা কি কি ভাবে সহায়তা পেতে পারে তার উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে কুইজ পর্বে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে দুই জনকে পরবর্তীতে বিজয়ী ঘোষনা করা হবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ফিরোজুল ইসলাম, প্রোগাম অফিসার সীমা বিশ্বাস ও মোঃ মোশারেফ আলী সোহেল প্রমুখ। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।