ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

তালার বালিয়ায় দূর্বৃত্তদের হামলায় আহত ৫ : বসতবাড়ি ভাংচুর

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৫:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭০ জন পড়েছেন ।

এম এ মান্নান

বসতভিটার জমি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে তালার বালিয়া গ্রামে পবিত্র দাশের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। স্থানীয় হারুন মন্ডলের নেতৃত্বে দূর্বৃত্তরা শনিবার (৬ জুলাই) সকালে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় নিরিহ পবিত্র দাশের পরিবারের নারী ও পুরুষ সহ ৫জন আহত হয়েছে।

উপজেলার বালিয়া গ্রামের মৃত কালীপদ দাশের ছেলে পবিত্র দাশ জানান, পৈত্রিক সূত্রে ২শতক জমি প্রাপ্ত হয়ে সেখানে বসতঘর নির্মান করে তিনি সহ তার পরিবারের সদস্যরা দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশি শম্ভু মন্ডলের ছেলে হারুন মন্ডল ও তার ভাই বিষ্টু মন্ডল, মনোরঞ্জন মন্ডল গং তাদের বাড়ি থেকে রাস্তায় যাতায়াতের আলাদা ইটের সরকারি রাস্তা থাকারও পরও পবিত্র দাশের বাড়ির ছোট্ট উঠান দখল করে যাতায়াতের রাস্তা করার পায়তারা চালাতে থাকে। এবিষয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা দায়ের হয়। ইতোমধ্যে হারুন মন্ডলের দায়ের করা একটি মামলায় পবিত্র দাশ নির্দোশ প্রমানিত হয়েছে। এছাড়া গ্রামে একাধিক সালিস অনুষ্ঠিত হয়।

পবিত্র দাশ আরও জানান, শনিবার সকালে নিজ বাড়ির পুরতান ইটের দেয়ালের ঘর নতুন করে তৈরির কাজ করার সময় আকস্মিকভাবে হারুন মন্ডল নেতৃত্বে তার ভাই বিষ্টু মন্ডল, মনোরঞ্জন মন্ডল, বিষ্টু মন্ডলের ছেলে পিতর মন্ডল এবং মনোরঞ্জন মন্ডলের ছেলে রুবেল মন্ডল সহ ১০/১২ জন দূর্বৃত্ত লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে পবিত্র দাশের বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা পবিত্র দাশের বসতঘর, টিনের বেড়া, নতুন ইটের দেয়াল ও বাথরুম ভেঙ্গে মাটিতে গুড়িয়ে দিয়ে লুটপাট করে। এঘটনায় বাঁধা দিতে গেলে দূর্বৃত্তদের হামলায় পবিত্র দাশের স্ত্রী নমিতা রানী, বোন সারথী দাশ ও ভাগ্নে মামনি কমপক্ষে ৫জন  নারী ও পুরুষ আহত হয়।

এবিষয়ে এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ অনিল দাশ জানান, হামলা ও ভাংচুরের সময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মারতে আসে। এদেখে গ্রামের লোকজন ভয়ে হামলাকারীদের তান্ডবে বাঁধা দিতে সাহস পায়নি।

গ্রামবাসী বলেন, হতদরিদ্র পবিত্র দাশের বসতভিটার ২শতক জমির মধ্যে উঠান দখল করে হারুন মন্ডল দীর্ঘদিন রাস্তা নির্মানের পায়তারা চালাচ্ছে, যা সম্পূর্ন অমানবিক এবং নির্মম। ইতোপূর্বে হারুন মন্ডল গং তাদের বাড়ির সীমানায় পবিত্র দাশদের পারিবারিক মন্দিরের জমি দখল করে সেখানে তারা জোরকরে কবরস্থান তৈরি করেছে।

এব্যপারে শান্তি প্রিয় গ্রামবাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছে।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

তালার বালিয়ায় দূর্বৃত্তদের হামলায় আহত ৫ : বসতবাড়ি ভাংচুর

পোস্ট করা হয়েছে : ০৫:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

এম এ মান্নান

বসতভিটার জমি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে তালার বালিয়া গ্রামে পবিত্র দাশের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। স্থানীয় হারুন মন্ডলের নেতৃত্বে দূর্বৃত্তরা শনিবার (৬ জুলাই) সকালে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় নিরিহ পবিত্র দাশের পরিবারের নারী ও পুরুষ সহ ৫জন আহত হয়েছে।

উপজেলার বালিয়া গ্রামের মৃত কালীপদ দাশের ছেলে পবিত্র দাশ জানান, পৈত্রিক সূত্রে ২শতক জমি প্রাপ্ত হয়ে সেখানে বসতঘর নির্মান করে তিনি সহ তার পরিবারের সদস্যরা দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশি শম্ভু মন্ডলের ছেলে হারুন মন্ডল ও তার ভাই বিষ্টু মন্ডল, মনোরঞ্জন মন্ডল গং তাদের বাড়ি থেকে রাস্তায় যাতায়াতের আলাদা ইটের সরকারি রাস্তা থাকারও পরও পবিত্র দাশের বাড়ির ছোট্ট উঠান দখল করে যাতায়াতের রাস্তা করার পায়তারা চালাতে থাকে। এবিষয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা দায়ের হয়। ইতোমধ্যে হারুন মন্ডলের দায়ের করা একটি মামলায় পবিত্র দাশ নির্দোশ প্রমানিত হয়েছে। এছাড়া গ্রামে একাধিক সালিস অনুষ্ঠিত হয়।

পবিত্র দাশ আরও জানান, শনিবার সকালে নিজ বাড়ির পুরতান ইটের দেয়ালের ঘর নতুন করে তৈরির কাজ করার সময় আকস্মিকভাবে হারুন মন্ডল নেতৃত্বে তার ভাই বিষ্টু মন্ডল, মনোরঞ্জন মন্ডল, বিষ্টু মন্ডলের ছেলে পিতর মন্ডল এবং মনোরঞ্জন মন্ডলের ছেলে রুবেল মন্ডল সহ ১০/১২ জন দূর্বৃত্ত লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে পবিত্র দাশের বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা পবিত্র দাশের বসতঘর, টিনের বেড়া, নতুন ইটের দেয়াল ও বাথরুম ভেঙ্গে মাটিতে গুড়িয়ে দিয়ে লুটপাট করে। এঘটনায় বাঁধা দিতে গেলে দূর্বৃত্তদের হামলায় পবিত্র দাশের স্ত্রী নমিতা রানী, বোন সারথী দাশ ও ভাগ্নে মামনি কমপক্ষে ৫জন  নারী ও পুরুষ আহত হয়।

এবিষয়ে এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ অনিল দাশ জানান, হামলা ও ভাংচুরের সময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মারতে আসে। এদেখে গ্রামের লোকজন ভয়ে হামলাকারীদের তান্ডবে বাঁধা দিতে সাহস পায়নি।

গ্রামবাসী বলেন, হতদরিদ্র পবিত্র দাশের বসতভিটার ২শতক জমির মধ্যে উঠান দখল করে হারুন মন্ডল দীর্ঘদিন রাস্তা নির্মানের পায়তারা চালাচ্ছে, যা সম্পূর্ন অমানবিক এবং নির্মম। ইতোপূর্বে হারুন মন্ডল গং তাদের বাড়ির সীমানায় পবিত্র দাশদের পারিবারিক মন্দিরের জমি দখল করে সেখানে তারা জোরকরে কবরস্থান তৈরি করেছে।

এব্যপারে শান্তি প্রিয় গ্রামবাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছে।