ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

অভয়নগর ঘোড়াদাইড় কয়ার বিল খাল পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০২:১৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১০৮ জন পড়েছেন ।

ফারুক হোসাইন রাজ:

যশোরের অভয়নগর ঘোড়াদাইড় কয়ার বিল খাল পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার ২৫ মে ( ২০২৪ ) সকাল ১১ টায় প্রধান অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ফিতা কেটে কয়ার বিল খালের পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যেগে যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় কয়ার বিল খাল পাড়ে কয়ার বিল খালের পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.নাজমুন নাহার, ম্যানেজার- রিজেনারেটিভ এগ্রিকালচার, সলিডারডিাড নেটওয়ার্ক এশিয়া, যশোর অঞ্চল । কৃষিবিদ মো: রুবেল আলী, প্রজেক্ট ম্যানেজার, জাগরনী চক্র ফাউন্ডেশন, কৃষিবিদ মো: রায়হানুল ইসলাম চৌধুরী, প্রোগ্রাম অফিসার রিজেনাগ্রি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অভয়নগর পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান বিশ্বাস ।
সলিডারিডাড সূত্রে জানা যায়, ঘোড়াদাইড় কয়ার বিল খালটির দৈর্ঘ্য ১.৫ কি:মি: , প্রস্থ ৪৭.৫ ফুট,গভীরতা ৯.৮ ফুট, ক্যাচমেন্ট এরিয়া ৬ বর্গ কি:মি:। খালটির পুনঃ খনন শুরু করা হয়েছে ঘোড়াদাইড় মৌজার কমলের ঘাট থেকে এবং শেষ হয়েছে ভুলুপাতা বড় খাল পর্যন্ত ।
অতিথিরা বলেন, খালটির পুন:খনন সম্পন্ন হলে অত্র এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারের ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে, ফসল উৎপাদন বাড়বে , উৎপাদন খরচ কমবে এবং ভূর্গভস্থ পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের কৃষিজ উপকরন সহজেই পরিবহন এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে। ইতি পূর্বে অভয়নগর উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এর আওতাধীন আরো ৫ টি খাল পুন:খনন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, খালটির পুন:খনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষনাবেক্ষন করতে হবে। শুকনো মৌসুমে খালে পানি ধারন এবং বর্ষা মৌসুমে খাল দিয়ে জলাবদ্ধতার পানি সহজেই বেরিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার স্বার্থে খালের পাড়ে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না, নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার করে দেশী এবং মা মাছ ধ্বংস করা যাবে না।

অনুষ্টানটি সঞ্চালনা করেন , কৃষিবিদ ডা: মো: আবুল ফজল, প্রোগ্রাম অফিসার রিজেনাগ্রি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সরিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

অভয়নগর ঘোড়াদাইড় কয়ার বিল খাল পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন

পোস্ট করা হয়েছে : ০২:১৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ফারুক হোসাইন রাজ:

যশোরের অভয়নগর ঘোড়াদাইড় কয়ার বিল খাল পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার ২৫ মে ( ২০২৪ ) সকাল ১১ টায় প্রধান অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ফিতা কেটে কয়ার বিল খালের পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যেগে যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় কয়ার বিল খাল পাড়ে কয়ার বিল খালের পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.নাজমুন নাহার, ম্যানেজার- রিজেনারেটিভ এগ্রিকালচার, সলিডারডিাড নেটওয়ার্ক এশিয়া, যশোর অঞ্চল । কৃষিবিদ মো: রুবেল আলী, প্রজেক্ট ম্যানেজার, জাগরনী চক্র ফাউন্ডেশন, কৃষিবিদ মো: রায়হানুল ইসলাম চৌধুরী, প্রোগ্রাম অফিসার রিজেনাগ্রি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অভয়নগর পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান বিশ্বাস ।
সলিডারিডাড সূত্রে জানা যায়, ঘোড়াদাইড় কয়ার বিল খালটির দৈর্ঘ্য ১.৫ কি:মি: , প্রস্থ ৪৭.৫ ফুট,গভীরতা ৯.৮ ফুট, ক্যাচমেন্ট এরিয়া ৬ বর্গ কি:মি:। খালটির পুনঃ খনন শুরু করা হয়েছে ঘোড়াদাইড় মৌজার কমলের ঘাট থেকে এবং শেষ হয়েছে ভুলুপাতা বড় খাল পর্যন্ত ।
অতিথিরা বলেন, খালটির পুন:খনন সম্পন্ন হলে অত্র এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারের ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে, ফসল উৎপাদন বাড়বে , উৎপাদন খরচ কমবে এবং ভূর্গভস্থ পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের কৃষিজ উপকরন সহজেই পরিবহন এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে। ইতি পূর্বে অভয়নগর উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এর আওতাধীন আরো ৫ টি খাল পুন:খনন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, খালটির পুন:খনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষনাবেক্ষন করতে হবে। শুকনো মৌসুমে খালে পানি ধারন এবং বর্ষা মৌসুমে খাল দিয়ে জলাবদ্ধতার পানি সহজেই বেরিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার স্বার্থে খালের পাড়ে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না, নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার করে দেশী এবং মা মাছ ধ্বংস করা যাবে না।

অনুষ্টানটি সঞ্চালনা করেন , কৃষিবিদ ডা: মো: আবুল ফজল, প্রোগ্রাম অফিসার রিজেনাগ্রি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সরিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।