ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ১২:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৯১ জন পড়েছেন ।

আজ ১১ ই ডিসেম্ববর বিকাল তিনটায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এর প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর বাস্তবায়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভপতিত্ব করেন সামস এর সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এনরিকো মন্ডল, প্রোগ্রাম অফিসার কারিতাস শ্যামনগর, বিশেষ অতিথির আসন গ্রহন করেন রনজিত বরমন, (সিনিয়র শিক্ষক, সুন্দরবর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাংবাদিক শ্যামনগর প্রেস ক্লাব), খগেন্দ্র নাথ মুন্ডা,(চক প্রধান বুড়িগোয়ালিনী গাবুরা মুন্ডা অঞ্চল) সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল। সভায় শুভ্চেছা বক্তব্যে নির্বাহী পরিচালক মিঃ কৃষ্ণপদ মুন্ডা সকলকে শুভেচ্ছা জানান এবং দিবসটির গুরত্ব ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথির বক্তব্যে এনরিকো মন্ডল বলেন আজও আমাদের অধিকারর কথা ভাবলে মানুষের মর্যাদার কথা স্বাধিনতার কথা বলতে হয় ।উন্নয়শীল দেশ গুলোর কারনে আমাদের শিকার হতে হচ্ছে। কোপ-28এ বাংলাদেশের জন্য জলবায়ুর নেয্যতার দাবি করা টা একটি অধিকার আমরা যেন বঞ্চিত না হই।বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল হোসেন বলেনে আপনাদের আবাদ করা জমিতে আপনারা ভূমিহীন এই অধিকার অর্জনে আপনাদের সংগটিত হতে হবে। বিশেষ অদতথির বক্তব্যে রনজিত বর্মন বলেন আমরা যেন অধিকার থেকে যেন বঞ্চিত না হই এটা রাষ্টের যেমন দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আমাদের ও দায়িত্ব আছে। তবে ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাপ্যতা আমাদের অর্জন করতে হবে।

সমাপনি বক্তব্যে সামসএর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা বলেন আমাদের পূর্ব পুরুষরা এই বন আবাদ করলেও আমরা ভূমি হীন আমাদের এই অধিকার প্রতিষ্ঠত হোক এটাই প্রত্যাশা। সভাটি সঞ্চলনা করেন সামস এর প্রজেক্ট ম্যনেজার সনজয় মাঝী। সভায় বিভিন্ন আদিবাসী পাড়া থেকে বিভিন্ন শ্রেনি পেশার আদিবাসীরা অংশগ্রহন করেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন

পোস্ট করা হয়েছে : ১২:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

আজ ১১ ই ডিসেম্ববর বিকাল তিনটায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এর প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর বাস্তবায়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভপতিত্ব করেন সামস এর সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এনরিকো মন্ডল, প্রোগ্রাম অফিসার কারিতাস শ্যামনগর, বিশেষ অতিথির আসন গ্রহন করেন রনজিত বরমন, (সিনিয়র শিক্ষক, সুন্দরবর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাংবাদিক শ্যামনগর প্রেস ক্লাব), খগেন্দ্র নাথ মুন্ডা,(চক প্রধান বুড়িগোয়ালিনী গাবুরা মুন্ডা অঞ্চল) সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল। সভায় শুভ্চেছা বক্তব্যে নির্বাহী পরিচালক মিঃ কৃষ্ণপদ মুন্ডা সকলকে শুভেচ্ছা জানান এবং দিবসটির গুরত্ব ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথির বক্তব্যে এনরিকো মন্ডল বলেন আজও আমাদের অধিকারর কথা ভাবলে মানুষের মর্যাদার কথা স্বাধিনতার কথা বলতে হয় ।উন্নয়শীল দেশ গুলোর কারনে আমাদের শিকার হতে হচ্ছে। কোপ-28এ বাংলাদেশের জন্য জলবায়ুর নেয্যতার দাবি করা টা একটি অধিকার আমরা যেন বঞ্চিত না হই।বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল হোসেন বলেনে আপনাদের আবাদ করা জমিতে আপনারা ভূমিহীন এই অধিকার অর্জনে আপনাদের সংগটিত হতে হবে। বিশেষ অদতথির বক্তব্যে রনজিত বর্মন বলেন আমরা যেন অধিকার থেকে যেন বঞ্চিত না হই এটা রাষ্টের যেমন দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আমাদের ও দায়িত্ব আছে। তবে ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাপ্যতা আমাদের অর্জন করতে হবে।

সমাপনি বক্তব্যে সামসএর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা বলেন আমাদের পূর্ব পুরুষরা এই বন আবাদ করলেও আমরা ভূমি হীন আমাদের এই অধিকার প্রতিষ্ঠত হোক এটাই প্রত্যাশা। সভাটি সঞ্চলনা করেন সামস এর প্রজেক্ট ম্যনেজার সনজয় মাঝী। সভায় বিভিন্ন আদিবাসী পাড়া থেকে বিভিন্ন শ্রেনি পেশার আদিবাসীরা অংশগ্রহন করেন।