ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভয়” নিয়ে রম্য কথোপকথন – আরিফ চৌধুরী

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ১৪৫ জন পড়েছেন ।

” ভয়” নিয়ে রম্য কথোপকথন

ভয়, কে পায়না বলেন, সবাই ভয় পায়
এই তো সেদিন এলাকার এক বড় ভয় না মানে বড় ভাই আমাকে ডেকে বললো
কিরে এদিকে আয়, আমারে দেখে কি ভয় পাচ্ছিস?
আমি বললাম জি ভাই আজকাল সব কিছুতেই ভয় পাই।
উনি ভ্যাবলার মতো এক গাল হেসে বললো – কিসে এতো ভয় তোর শুনি?
আমি বললাম থাক ভাই শুনতে চাইয়েন না, আপনিও ভয় পাইবেন।
উনি অট্টহাসি দিয়ে বললো আরে বল বল আমি ভয় পাইনা বল

আমি বললাম-

ভাই তাইলে শোনেন
ঘুম থেকে ওঠার পর বিছানাতেই প্রথম ভয় টা শুরু হয়,
এই যে দিন শুরু হইলো, দিনটা কেমনে যাইবো সেই ভয়

ব্রাশ করতে যায়া দাঁতে জোরে ডলা দিলে রক্ত বাইর হইবো সেই ভয়

নাস্তা করতে যায়া দেখি বউ চোখ গরম করে তাকায়া আছে, তার মানে বাজার নাই, বাজারে যেতে হবে, আর বাজার মানেই তো ওরে বাপরে সেই ভয়!

মাছের দাম আগুন, ভয়
গোস্ত! হাত দেওয়া যায়না, প্রচুর দাম সেই ভয়

আলু পটল মরিচ, শাক লাউ আদা রসুন সব কিছুর দাম বেড়ে দ্বিগুন, তবুও বলা যাবেনা, বললে – সেই ভয়

অফিসেতে গাধার মত খেটেও বসের মন পাওয়া যায়না, কখন যে ঝাড়ি খেতে হয় সেই,

কলিগের সাথে মেপে মেপে কথা বলতে হয়, তা না হলে আবার স্বাধীনতার বিরোধি বলে অভিযোগ করবে সেই ভয়,

বেতন বাড়ানোর কথা বললে ছাটাই করে দেবে সেই ভয়,

মাথা গোজার জন্য কোনো মতে একটা ঠাঁই দরকার, কিন্তু জায়গা জমি তো নাই, কই থাকমু সেই ভয়,

ভাড়া বাড়িতে থাকি, মাসের ৭ তারিখেই বাড়িওয়ালা ভাড়া চাইতে আসবে, না দিতে পারলেই গুষ্টি উদ্ধার, সেই ভয়,

আগে এক কাপ চা খাইতাম ২/৩ টাকায়, এখন ১০/১২ টাকা লাগে, তাই চা খাওয়া বাদ দিছি, কিন্তু চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মুখ লুকায়া যাই, যদি পরিচিত কেউ চা খাইতে চায়, সেই ভয়

মাস গেলে ঔষধের পিছনে এতোগুলা টাকা লাগে, তাই নতুন করে যেন আর অসুখ না হয় সেই ভয়,

ছেলের স্কুলের টাকা সময় মত দিতে পারবো কিনা সেই ভয়

ছেলে প্রাইভেটে যাওয়ার নাম করে অন্য কোনো গিয়া আকাম কুকাম করে কিনা সেই ভয়

সঙ্গদোষে তো লোহাও ভাসে তাই উল্টাপাল্টা চরিত্রের মানুষ যাতে কাছে ভিড়তে না পারে সেই ভয়

এমনিতেই ধর্মভিরু আমি তার উপরে ধর্ম ব্যাবসায়িরা ধর্মের নামে জাহান্নামের যেসভ স্তরের কথা কইয়া ফতোয়া দেয় সেই ভয়

আল্লাহর দেয়া সঠিক পথে যেন চলতে পারি সেই জন্য আল্লাহর প্রতি ভয় যদিও এই ভয়টা ভালো

ছেলেরে আর বউরে মাসে একবার রেস্টুরেন্টে না খাওয়াইলে নাকি হেগো স্ট্যাটাস থাকেনা, ঐ বাড়তি টাকা কই পামু সেই ভয়,

ছুটির দিনে বউ আর ছেলেরে নিয়ে ঘুরতে যামু মোটরসাইকেলে, আল্লাহ গো পেট্রোল, অকটেন, থাক আর না কই – সেই ভয়

ঘুরতে যায়া ভুল করে যদি সুন্দরি মেয়ের দিকে চোখ চলে যায় তাইলে বাসায় ফিরে বউয়ের হোকোন খাওয়ার ভয়

মুদ্দা কথা
কথা কইতে ভয়
কোনো কিছু দেখতে ভয়
কোনো কিছু কিনতে ভয়
কোনো কিছু চাইতে ভয়
কোনো কিছু লিখতে ভয়

রাষ্ট্র থেকে পরিবার সব জায়গাতেই ভয়

ভাই আরো আছে কমু?

থাক বাদ দাও আর শুনমুনা, যাইগা
ভাই আরো ভয় আছে আরেকদিন শুনামুনি

লেখক: আরিফ চৌধুরী, গণমাধ্যম কর্মী

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

ভয়” নিয়ে রম্য কথোপকথন – আরিফ চৌধুরী

পোস্ট করা হয়েছে : ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

” ভয়” নিয়ে রম্য কথোপকথন

ভয়, কে পায়না বলেন, সবাই ভয় পায়
এই তো সেদিন এলাকার এক বড় ভয় না মানে বড় ভাই আমাকে ডেকে বললো
কিরে এদিকে আয়, আমারে দেখে কি ভয় পাচ্ছিস?
আমি বললাম জি ভাই আজকাল সব কিছুতেই ভয় পাই।
উনি ভ্যাবলার মতো এক গাল হেসে বললো – কিসে এতো ভয় তোর শুনি?
আমি বললাম থাক ভাই শুনতে চাইয়েন না, আপনিও ভয় পাইবেন।
উনি অট্টহাসি দিয়ে বললো আরে বল বল আমি ভয় পাইনা বল

আমি বললাম-

ভাই তাইলে শোনেন
ঘুম থেকে ওঠার পর বিছানাতেই প্রথম ভয় টা শুরু হয়,
এই যে দিন শুরু হইলো, দিনটা কেমনে যাইবো সেই ভয়

ব্রাশ করতে যায়া দাঁতে জোরে ডলা দিলে রক্ত বাইর হইবো সেই ভয়

নাস্তা করতে যায়া দেখি বউ চোখ গরম করে তাকায়া আছে, তার মানে বাজার নাই, বাজারে যেতে হবে, আর বাজার মানেই তো ওরে বাপরে সেই ভয়!

মাছের দাম আগুন, ভয়
গোস্ত! হাত দেওয়া যায়না, প্রচুর দাম সেই ভয়

আলু পটল মরিচ, শাক লাউ আদা রসুন সব কিছুর দাম বেড়ে দ্বিগুন, তবুও বলা যাবেনা, বললে – সেই ভয়

অফিসেতে গাধার মত খেটেও বসের মন পাওয়া যায়না, কখন যে ঝাড়ি খেতে হয় সেই,

কলিগের সাথে মেপে মেপে কথা বলতে হয়, তা না হলে আবার স্বাধীনতার বিরোধি বলে অভিযোগ করবে সেই ভয়,

বেতন বাড়ানোর কথা বললে ছাটাই করে দেবে সেই ভয়,

মাথা গোজার জন্য কোনো মতে একটা ঠাঁই দরকার, কিন্তু জায়গা জমি তো নাই, কই থাকমু সেই ভয়,

ভাড়া বাড়িতে থাকি, মাসের ৭ তারিখেই বাড়িওয়ালা ভাড়া চাইতে আসবে, না দিতে পারলেই গুষ্টি উদ্ধার, সেই ভয়,

আগে এক কাপ চা খাইতাম ২/৩ টাকায়, এখন ১০/১২ টাকা লাগে, তাই চা খাওয়া বাদ দিছি, কিন্তু চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মুখ লুকায়া যাই, যদি পরিচিত কেউ চা খাইতে চায়, সেই ভয়

মাস গেলে ঔষধের পিছনে এতোগুলা টাকা লাগে, তাই নতুন করে যেন আর অসুখ না হয় সেই ভয়,

ছেলের স্কুলের টাকা সময় মত দিতে পারবো কিনা সেই ভয়

ছেলে প্রাইভেটে যাওয়ার নাম করে অন্য কোনো গিয়া আকাম কুকাম করে কিনা সেই ভয়

সঙ্গদোষে তো লোহাও ভাসে তাই উল্টাপাল্টা চরিত্রের মানুষ যাতে কাছে ভিড়তে না পারে সেই ভয়

এমনিতেই ধর্মভিরু আমি তার উপরে ধর্ম ব্যাবসায়িরা ধর্মের নামে জাহান্নামের যেসভ স্তরের কথা কইয়া ফতোয়া দেয় সেই ভয়

আল্লাহর দেয়া সঠিক পথে যেন চলতে পারি সেই জন্য আল্লাহর প্রতি ভয় যদিও এই ভয়টা ভালো

ছেলেরে আর বউরে মাসে একবার রেস্টুরেন্টে না খাওয়াইলে নাকি হেগো স্ট্যাটাস থাকেনা, ঐ বাড়তি টাকা কই পামু সেই ভয়,

ছুটির দিনে বউ আর ছেলেরে নিয়ে ঘুরতে যামু মোটরসাইকেলে, আল্লাহ গো পেট্রোল, অকটেন, থাক আর না কই – সেই ভয়

ঘুরতে যায়া ভুল করে যদি সুন্দরি মেয়ের দিকে চোখ চলে যায় তাইলে বাসায় ফিরে বউয়ের হোকোন খাওয়ার ভয়

মুদ্দা কথা
কথা কইতে ভয়
কোনো কিছু দেখতে ভয়
কোনো কিছু কিনতে ভয়
কোনো কিছু চাইতে ভয়
কোনো কিছু লিখতে ভয়

রাষ্ট্র থেকে পরিবার সব জায়গাতেই ভয়

ভাই আরো আছে কমু?

থাক বাদ দাও আর শুনমুনা, যাইগা
ভাই আরো ভয় আছে আরেকদিন শুনামুনি

লেখক: আরিফ চৌধুরী, গণমাধ্যম কর্মী