ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই

সাতক্ষীরার কালিগঞ্জ ১০ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ, আটক ১ 

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:৩২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ১১৪ জন পড়েছেন ।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল মধু প্রস্তুত কারখানা আবিস্কার।  ১০ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ করেছে কালিগঞ্জ থানা পুলিশ,  আটক ১ জন।  কালিগঞ্জ থানা প্রেস ব্রিফে জানা যায় এসআই (নিঃ) মিলন বিশ্বাস, সংগীয় এএসআই (নিঃ) সেলিম রেজা, কং/৮১৬ আক্তারুল ইসলাম, কং/৬২৫ মশিউর রহমান, নারী কং/৭০২ অনিমা গাইন, সকলেই কালিগঞ্জ থানা, সাতক্ষীরা। গত ইং ১৩/০৭/২০২৩ তারিখ থানা এলাকায় জরুরী ডিউটি করাকালিন অনুমান ১৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর সাকিনস্থ মোঃ আশরাফ হোসেন, পিতা- মৃত আহাদ আলী ঢালী এর বাড়ীর ভাড়াটিয়া ধৃত আসামী ১। মোছাঃ মরিয়ম বেগম (৩২), স্বামী- মোঃ কামাল হোসেন, সাং- মুন্সিগঞ্জ লক্ষিন কদমতলা, থানা-শ্যামনগর, জেলা সাতক্ষীরা ও পলতা আসামী ২। মোঃ কামাল হোসেন (৩৯), পিতা- রুহুল আমিন গাজী, সাং- মুন্সিগঞ্জ দক্ষিন কদমতলা, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাহুরের বসত ঘরের সামনে আধাপাকা টিনের ঘরে মধ্যে আসামীদ্বয় ভেজাল মধু তৈরী করিয়া হেফাজতে রাখিয়াছে।
বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে মোবাইলে অবগত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এস আই মিলন বিশ্বাস সংগীয় অফিসার সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছাইলে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় নারী ফোর্সের সহায়তায় ১ নং আসামী মরিয়মকে ধৃত করিতে সক্ষম হন এবং আসামী কামাল দৌড়াইয়া পালাইয়া যায়। সাক্ষীদের উপস্থিতে ধৃত আসামীর দেখানো মতে কৃষ্ণনগর সাকিনস্থ তাহার আধাপাকা টিনের ভাড়া বসত ঘরের ভিতর হতে আলামত হিসাবে ৮ টি নীল রংয়ের বড় প্লাষ্টিকের ড্রাম যাহার ৬টির প্রত্যেকটির মধ্যে ৩শ লিটার করে সর্বমোট ১৮ শ লিটার, ৫ টি প্লাষ্টিকের গ্যালন যার প্রতিটির মধ্যে ৫০ লিটার করে মোট ২’শ ৫০ লিটার, সর্ব মোট ২ হাজার ৫০ লিটার চিনি ও বিভিন্ন ক্যামিকেল মিশ্রিত পানির তরল প্রবন সাদৃশ্য (নকল/ভেজাল মধু), যার বাজার মূল্য অনুমান  দশ লক্ষ পঁচিশ হাজার টাকা, ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত টিনের সীট দ্বারা তৈরী পাত্র, ৪ বস্তা চিনি, একটি গ্যাসের চুলা ও ১ টি গ্যাস সিলিন্ডার, ১ টি লাল প্লাষ্টিকের মগের মধ্যে রক্ষিত ৫শ গ্রাম ভেজাল মধু তৈরীরর ক্যামিকেল, একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত সাদা রংয়ের ১শ ৫০ গ্রাম ভেজাল মধু তৈরীর ক্যামিকেল প্রাপ্ত হন। পরবর্তীতে থানার এসআই মিলন বিশ্বাস অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানকে ঘটনার অবহিত করিলে অফিসার ইনচার্জ তাৎক্ষনিক ঘটনার বিষয়ে আমাকে জানাইলে আমি মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরাসহ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা দেখি এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানি ও শুনি। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে এসআই মিলন বিশ্বাস ইং ১৩/০৭/ ২০২৩ তারিখে রাত সাড়ে ৮ টায় জব্দতালিকা প্রস্তুত করতঃ অদ্যতালিকা মোতাবেক জব্দ করেন। ধৃত ও পলাতক আসামীরা অবৈধ ভাবে চিনি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিনি জ্বালায় মধুর সঙ্গে মিশিয়ে ভেজাল মধু খাটি মধু হিসাবে বিক্রয়ের উদ্দেশ্যে তৈরী করিয়া ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫-ডি ধারায় অপরাধ করিয়াছে। উক্ত বিষয়ে কালিগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ১৪/০৭/২০১৩ ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (সি)/২৫-ডি রুজু হয়েছে।
ভিডিও দেখতে ভিজিট করুন https://youtu.be/Cw2_PcA5JsU
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জ ১০ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ, আটক ১ 

পোস্ট করা হয়েছে : ০৯:৩২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল মধু প্রস্তুত কারখানা আবিস্কার।  ১০ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ করেছে কালিগঞ্জ থানা পুলিশ,  আটক ১ জন।  কালিগঞ্জ থানা প্রেস ব্রিফে জানা যায় এসআই (নিঃ) মিলন বিশ্বাস, সংগীয় এএসআই (নিঃ) সেলিম রেজা, কং/৮১৬ আক্তারুল ইসলাম, কং/৬২৫ মশিউর রহমান, নারী কং/৭০২ অনিমা গাইন, সকলেই কালিগঞ্জ থানা, সাতক্ষীরা। গত ইং ১৩/০৭/২০২৩ তারিখ থানা এলাকায় জরুরী ডিউটি করাকালিন অনুমান ১৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর সাকিনস্থ মোঃ আশরাফ হোসেন, পিতা- মৃত আহাদ আলী ঢালী এর বাড়ীর ভাড়াটিয়া ধৃত আসামী ১। মোছাঃ মরিয়ম বেগম (৩২), স্বামী- মোঃ কামাল হোসেন, সাং- মুন্সিগঞ্জ লক্ষিন কদমতলা, থানা-শ্যামনগর, জেলা সাতক্ষীরা ও পলতা আসামী ২। মোঃ কামাল হোসেন (৩৯), পিতা- রুহুল আমিন গাজী, সাং- মুন্সিগঞ্জ দক্ষিন কদমতলা, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাহুরের বসত ঘরের সামনে আধাপাকা টিনের ঘরে মধ্যে আসামীদ্বয় ভেজাল মধু তৈরী করিয়া হেফাজতে রাখিয়াছে।
বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে মোবাইলে অবগত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এস আই মিলন বিশ্বাস সংগীয় অফিসার সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছাইলে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় নারী ফোর্সের সহায়তায় ১ নং আসামী মরিয়মকে ধৃত করিতে সক্ষম হন এবং আসামী কামাল দৌড়াইয়া পালাইয়া যায়। সাক্ষীদের উপস্থিতে ধৃত আসামীর দেখানো মতে কৃষ্ণনগর সাকিনস্থ তাহার আধাপাকা টিনের ভাড়া বসত ঘরের ভিতর হতে আলামত হিসাবে ৮ টি নীল রংয়ের বড় প্লাষ্টিকের ড্রাম যাহার ৬টির প্রত্যেকটির মধ্যে ৩শ লিটার করে সর্বমোট ১৮ শ লিটার, ৫ টি প্লাষ্টিকের গ্যালন যার প্রতিটির মধ্যে ৫০ লিটার করে মোট ২’শ ৫০ লিটার, সর্ব মোট ২ হাজার ৫০ লিটার চিনি ও বিভিন্ন ক্যামিকেল মিশ্রিত পানির তরল প্রবন সাদৃশ্য (নকল/ভেজাল মধু), যার বাজার মূল্য অনুমান  দশ লক্ষ পঁচিশ হাজার টাকা, ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত টিনের সীট দ্বারা তৈরী পাত্র, ৪ বস্তা চিনি, একটি গ্যাসের চুলা ও ১ টি গ্যাস সিলিন্ডার, ১ টি লাল প্লাষ্টিকের মগের মধ্যে রক্ষিত ৫শ গ্রাম ভেজাল মধু তৈরীরর ক্যামিকেল, একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত সাদা রংয়ের ১শ ৫০ গ্রাম ভেজাল মধু তৈরীর ক্যামিকেল প্রাপ্ত হন। পরবর্তীতে থানার এসআই মিলন বিশ্বাস অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানকে ঘটনার অবহিত করিলে অফিসার ইনচার্জ তাৎক্ষনিক ঘটনার বিষয়ে আমাকে জানাইলে আমি মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরাসহ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা দেখি এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানি ও শুনি। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে এসআই মিলন বিশ্বাস ইং ১৩/০৭/ ২০২৩ তারিখে রাত সাড়ে ৮ টায় জব্দতালিকা প্রস্তুত করতঃ অদ্যতালিকা মোতাবেক জব্দ করেন। ধৃত ও পলাতক আসামীরা অবৈধ ভাবে চিনি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিনি জ্বালায় মধুর সঙ্গে মিশিয়ে ভেজাল মধু খাটি মধু হিসাবে বিক্রয়ের উদ্দেশ্যে তৈরী করিয়া ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫-ডি ধারায় অপরাধ করিয়াছে। উক্ত বিষয়ে কালিগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ১৪/০৭/২০১৩ ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (সি)/২৫-ডি রুজু হয়েছে।
ভিডিও দেখতে ভিজিট করুন https://youtu.be/Cw2_PcA5JsU