ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জে বারোমাসি সজিনা চাষে সফল তপতি সরকার

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ৩০৭ জন পড়েছেন ।

কালিগঞ্জ প্রতিনিধিঃ

পুষ্টি ও ঔষধি গুণাগুণে ভরপুর বারোমাসি সজিনার চাষ বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে দক্ষিণ শ্রীপুরে। আধুনিক প্রযুক্তিতে সজিনার চাষ করেছেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের তপতি সরকার। বর্তমানে তার এ বাগানটিতে গাছে গাছে দুলছে সজিনার ডাটা। সরেজমিনে গিয়ে দেখা গেছে তপতি সরকারের বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছে। অনেকেই বাগান থেকে সজিনা কিনছেন কেউবা বাগান করার বিষয়ে তথ্য নিচ্ছেন। তপতি সরকার জানান, দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামানের পরামর্শে নতুন কিছু করার জন্য ইউটিউবে সার্চ করেন সজিনা বিভিন্ন সবজি চাষে।এরই মধ্যে চোখে পড়ে বারোমাসি সজিনা চাষের ভিডিওটি দেখে। এ থেকেই শুরু করেন সজিনা চাষ।বেশ কিছু পতিত জমি নিয়ে শুরু করেন সজিনা চাষ।

৬ মাসের মধ্যে সজিনা বাজারে এনে বিক্রি করতে পেরে বেশ খুশি সে। তপতি বলেন, ভারতের তামিলনাড়ু থেকে বীজ সংগ্রহ করে তিন শতক জমিতে শুরু করেন সজিনার চাষ। তিন শতক জমিতে প্রায় ১শ বীজ বপন করেন। সম্পূর্ণ জৈব্য সার ব্যবহার করে সামান্য পরিচর্যায় বীজ বপনের ৬ মাসের মধ্যেই প্রতিটি গাছে ফুল আসে। বর্তমানে বাগানের গাছে গাছে ঝুলছে সজিনা ডাটা ও ফুল। গত দুই মাস ধরে নিয়মিত সজিনা বাজারে নিয়ে বিক্রি করছেন। বাজারে সজিনার ব্যাপক চাহিদা রয়েছে। পাইকারী ভাবে প্রতি কেজি সজিনা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর বাজারে প্রতি কেজি সজিনা বিক্রি করা হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামান জানান, সজিনা একটি ম্যাজিক ফসল। সজিনায় সব ধরনের খনিজ পদার্থ রয়েছে। সজিনার পাতা, ফুল, ফল, বাকল ও শিকড় সবকিছুই ব্যবহার করা যায়। দক্ষিণ শ্রীপুরে বাণিজ্যিক ভাবে সজিনা চাষে কৃষকদের সহযোগীতার করছে উপজেলা কৃষি বিভাগ।তপতি সরকার এসএ সি পি প্রকল্পের একজন সদস্য।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কালিগঞ্জে বারোমাসি সজিনা চাষে সফল তপতি সরকার

পোস্ট করা হয়েছে : ০১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধিঃ

পুষ্টি ও ঔষধি গুণাগুণে ভরপুর বারোমাসি সজিনার চাষ বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে দক্ষিণ শ্রীপুরে। আধুনিক প্রযুক্তিতে সজিনার চাষ করেছেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের তপতি সরকার। বর্তমানে তার এ বাগানটিতে গাছে গাছে দুলছে সজিনার ডাটা। সরেজমিনে গিয়ে দেখা গেছে তপতি সরকারের বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছে। অনেকেই বাগান থেকে সজিনা কিনছেন কেউবা বাগান করার বিষয়ে তথ্য নিচ্ছেন। তপতি সরকার জানান, দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামানের পরামর্শে নতুন কিছু করার জন্য ইউটিউবে সার্চ করেন সজিনা বিভিন্ন সবজি চাষে।এরই মধ্যে চোখে পড়ে বারোমাসি সজিনা চাষের ভিডিওটি দেখে। এ থেকেই শুরু করেন সজিনা চাষ।বেশ কিছু পতিত জমি নিয়ে শুরু করেন সজিনা চাষ।

৬ মাসের মধ্যে সজিনা বাজারে এনে বিক্রি করতে পেরে বেশ খুশি সে। তপতি বলেন, ভারতের তামিলনাড়ু থেকে বীজ সংগ্রহ করে তিন শতক জমিতে শুরু করেন সজিনার চাষ। তিন শতক জমিতে প্রায় ১শ বীজ বপন করেন। সম্পূর্ণ জৈব্য সার ব্যবহার করে সামান্য পরিচর্যায় বীজ বপনের ৬ মাসের মধ্যেই প্রতিটি গাছে ফুল আসে। বর্তমানে বাগানের গাছে গাছে ঝুলছে সজিনা ডাটা ও ফুল। গত দুই মাস ধরে নিয়মিত সজিনা বাজারে নিয়ে বিক্রি করছেন। বাজারে সজিনার ব্যাপক চাহিদা রয়েছে। পাইকারী ভাবে প্রতি কেজি সজিনা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর বাজারে প্রতি কেজি সজিনা বিক্রি করা হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামান জানান, সজিনা একটি ম্যাজিক ফসল। সজিনায় সব ধরনের খনিজ পদার্থ রয়েছে। সজিনার পাতা, ফুল, ফল, বাকল ও শিকড় সবকিছুই ব্যবহার করা যায়। দক্ষিণ শ্রীপুরে বাণিজ্যিক ভাবে সজিনা চাষে কৃষকদের সহযোগীতার করছে উপজেলা কৃষি বিভাগ।তপতি সরকার এসএ সি পি প্রকল্পের একজন সদস্য।