ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই

হঠাৎ নদীর মাছ মরে যাচ্ছে

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ৮০ জন পড়েছেন ।

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে হঠাৎ করে মাছ মরে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে এই ঘটনা প্রত্যক্ষ করছেন স্থানীয়রা।

জানা গেছে, সীমান্ত এলাকা শিবচণ্ডী থেকে কয়েক কিলোমিটার জুড়ে করতোয়া নদীতে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে। এলাকার হাজার হাজার মানুষ এই মাছ সংগ্রহ করছেন। তবে মাছ মরে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

অনেকে বলছেন, নদীতে মাছ মরে যাওয়ার জন্য বিষাক্ত কীটনাশক অথবা মাছ শিকারের অবৈধ ট্যাবলেট ছিটানো হয়েছে।

স্থানীয়রা জানান, সব ধরনের মাছ মরে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে ভজনপুর এবং দেবনগর ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ নদীতে মাছ ধরতে নামেন।

তারা জানান, করতোয়ার ভারতীয় অংশ থেকে মাছ মরে যাওয়া শুরু করে। একটি অভয়াশ্রমেরও মাছ মরে গিয়ে ভাসতে থাকে। পরে কয়েক কিলোমিটার জুড়ে মরা মাছ ভাসতে দেখা যায়। দুই থেকে পাঁচ কেজি ওজনের বড় মাছ থেকে শুরু করে দেশি পুঁটি, বৈরালী, বাইন, মিঠাপানির চিংড়ি, কালবাউশ, রুই, শোল, বোয়াল, কাতলাসহ নানা জাতের দেশি মাছ মরে যাচ্ছে।

স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, হঠাৎ মাছ মরে যাওয়ায় বিরাট ক্ষতি হয়ে গেছে। তারা এই নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। মাছ মরে যাওয়ার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

করতোয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, সবধরনের মাছ মরে যাচ্ছে। মাছ ধরাই আমাদের পেশা। এই সময় মা মাছ ডিম দেয়। মাছের বংশ বৃদ্ধি হয়। এই সময়ে মাছ মরে যাওয়ার ঘটনায় আমরা বিপদে পড়েছি।

তিনি বলেন, বিষাক্ত কীটনাশক অথবা ট্যাবলেট ছিটানোর কারণেই হয়তো মাছ মরে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত। সেই সঙ্গে মাছ সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠন কারিগরের সভাপতি সরকার হায়দার জানান, হঠাৎ করেই মাছ মরে যাওয়ার ঘটনাটি বেদনাদায়ক। শুধু মাছ নয়, জলজ প্রাণীও মারা যাচ্ছে। করতোয়া নদীর মাছ এই জেলার লক্ষ লক্ষ মানুষের আমিষের চাহিদা মেটায়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অবশ্যই ঘটনাটির তদন্ত হওয়া উচিত। সেই সঙ্গে আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্য সুব্যবস্থা নেয়া উচিত। এখন পর্যন্ত যে মাছগুলো বেঁচে আছে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া উচিত।

জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, আমি ছুটিতে আছি। অন্যরাও ছুটিতে। আপনারা ইউএনওকে জানান। উনি বললে আমরা লোক পাঠাবো। নদীর মাছ মরে যাচ্ছে

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

হঠাৎ নদীর মাছ মরে যাচ্ছে

পোস্ট করা হয়েছে : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে হঠাৎ করে মাছ মরে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে এই ঘটনা প্রত্যক্ষ করছেন স্থানীয়রা।

জানা গেছে, সীমান্ত এলাকা শিবচণ্ডী থেকে কয়েক কিলোমিটার জুড়ে করতোয়া নদীতে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে। এলাকার হাজার হাজার মানুষ এই মাছ সংগ্রহ করছেন। তবে মাছ মরে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

অনেকে বলছেন, নদীতে মাছ মরে যাওয়ার জন্য বিষাক্ত কীটনাশক অথবা মাছ শিকারের অবৈধ ট্যাবলেট ছিটানো হয়েছে।

স্থানীয়রা জানান, সব ধরনের মাছ মরে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে ভজনপুর এবং দেবনগর ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ নদীতে মাছ ধরতে নামেন।

তারা জানান, করতোয়ার ভারতীয় অংশ থেকে মাছ মরে যাওয়া শুরু করে। একটি অভয়াশ্রমেরও মাছ মরে গিয়ে ভাসতে থাকে। পরে কয়েক কিলোমিটার জুড়ে মরা মাছ ভাসতে দেখা যায়। দুই থেকে পাঁচ কেজি ওজনের বড় মাছ থেকে শুরু করে দেশি পুঁটি, বৈরালী, বাইন, মিঠাপানির চিংড়ি, কালবাউশ, রুই, শোল, বোয়াল, কাতলাসহ নানা জাতের দেশি মাছ মরে যাচ্ছে।

স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, হঠাৎ মাছ মরে যাওয়ায় বিরাট ক্ষতি হয়ে গেছে। তারা এই নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। মাছ মরে যাওয়ার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

করতোয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, সবধরনের মাছ মরে যাচ্ছে। মাছ ধরাই আমাদের পেশা। এই সময় মা মাছ ডিম দেয়। মাছের বংশ বৃদ্ধি হয়। এই সময়ে মাছ মরে যাওয়ার ঘটনায় আমরা বিপদে পড়েছি।

তিনি বলেন, বিষাক্ত কীটনাশক অথবা ট্যাবলেট ছিটানোর কারণেই হয়তো মাছ মরে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত। সেই সঙ্গে মাছ সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠন কারিগরের সভাপতি সরকার হায়দার জানান, হঠাৎ করেই মাছ মরে যাওয়ার ঘটনাটি বেদনাদায়ক। শুধু মাছ নয়, জলজ প্রাণীও মারা যাচ্ছে। করতোয়া নদীর মাছ এই জেলার লক্ষ লক্ষ মানুষের আমিষের চাহিদা মেটায়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অবশ্যই ঘটনাটির তদন্ত হওয়া উচিত। সেই সঙ্গে আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্য সুব্যবস্থা নেয়া উচিত। এখন পর্যন্ত যে মাছগুলো বেঁচে আছে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া উচিত।

জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, আমি ছুটিতে আছি। অন্যরাও ছুটিতে। আপনারা ইউএনওকে জানান। উনি বললে আমরা লোক পাঠাবো। নদীর মাছ মরে যাচ্ছে