ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত

নওগাঁ ঈদ আনন্দে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ৮২ জন পড়েছেন ।

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ঈদ আনন্দে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত সাপাহারের জবই বিল। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ভারত সীমান্তে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী এই জবাই বিল। পাখি, মাছ, জলজ প্রাণী ও উদ্ভীদের নিরাপদ আবাসস্থল প্রাকৃতিক এই জলাভূমি উপজেলা প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে। ঈদ ও অন্যান্য সামাজিক উৎসবে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছে এখানে। এবার ঈদ উল ফিতরের দিন হতে জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ছুটিতে বাড়ি ফেরা এবং স্থানীয় হাজারো মানুষ। এখন বর্ষাকালের বিশাল জলরাশি ও পরিযায়ী পাখির কলতান না থাকলেও বিস্তীর্ণ সবুজ ও সোনালি ধান খেত, বিল পাড়ের মুক্ত হাওয়ার পাশাপাশি এবাবের ঈদে মূল আকর্ষন ছিল উপজেলা প্রশাসন কর্তৃক সম্প্রতি নির্মিত মৎস্য সম্পদের প্রতীক ৪টি মাছের সমন্বিত নান্দনিক ভাস্কর্য “জবই বিল মাছ চত্বর”। ভাস্কর্যটি ঈদের ঠিক আগের দিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এছাড়া বিলের মধ্যদিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তার দুই ধারে লাল, হলুদ, সাদা রঙে সুসজ্জিত সারি সারি পিলার, প্রবেশমুখে “জবই বিল” লেখা সেলফি পয়েন্ট, রাস্তার দুই ধারে দৃষ্টিনন্দন বসার ১২টি বেঞ্চ, জবই ব্রিজের পশ্চিম পাশে নির্মিত “বিল বিলাস” নামক দুটি ভিউ পয়েন্ট দর্শনার্থীদের নজর কেড়েছে।
পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, গত বছরেও বিলের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এইসব নান্দনিক অবকাঠামো ছিলনা। দর্শনার্থীরা জবই বিল কেন্দ্রিক পর্যটন আকর্ষন বৃদ্ধির লক্ষ্যে গৃহিত এই সকল নান্দনিক উদ্যোগ গ্রহণের জন্য ইউএনও আব্দুল্যাহ আল মামুনকে ধন্যবাদ জানান।
বরেন্দ্র এগ্রো পার্কের স্বত্বাধিকারী জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সোহেল রানা বলেন, “সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ঐতিহ্যবাহী এই বিলটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে গত এক বছরে ‘বিল বিলাস’ নামক ২টি ভিউ পয়েন্ট, ‘জবই বিল’ লেখা সেলফি পয়েন্ট, ১২টি কনক্রিটের বেঞ্চ, ‘জবই বিল মাছ চত্বর’ নির্মাণসহ বেশকিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ‘জবই বিল মাছ চত্বর’ একটি নান্দনিক, শৈল্পিক ও আইকনিক স্থাপনা। মাছ চত্বর নির্মাণের এই অসাধারণ উদ্যোগের জন্য ইউএনও মামুনকে সাপাহারের একজন বাসিন্দা হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া বর্ষা মৌসুমে দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিল এলাকায় বসানো হয়েছে বজ্রপাতনিরোধক যন্ত্র।”
নওগাঁ শহর থেকে ঘুরতে আসা রফিকুল ইসলাম মিলু বলেন, “জবই বিল কোলাহলমুক্ত খোলা হাওয়ার উপভোগের এক চমৎকার জায়গা। গত বছর এখানে বসার বা অন্য কোন অবকাঠামো ছিল না। এবার মাছ চত্বর, সেলফি পয়েন্ট, বিল বিলাস ভিউ পয়েন্ট ও পাবলিক টয়লেট সহ অনেক স্থাপনা নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনকে ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটন বান্ধব হিসেবে তোলার জন্য ধন্যবাদ।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “ঐতিহ্যবাহী জবই বিল দেশীয় প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এবং পরিযায়ী ও দেশি পাখির জন্য একটি নিরাপদ আবাসস্থল। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর এই ঐতিহ্যবাহী বিলটিকে সারা দেশে একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্থানীয় সকলের সহযোগিতায় আমরা আন্তরিকভাবে কাজ করছি।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর

নওগাঁ ঈদ আনন্দে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল

পোস্ট করা হয়েছে : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ঈদ আনন্দে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত সাপাহারের জবই বিল। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ভারত সীমান্তে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী এই জবাই বিল। পাখি, মাছ, জলজ প্রাণী ও উদ্ভীদের নিরাপদ আবাসস্থল প্রাকৃতিক এই জলাভূমি উপজেলা প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে। ঈদ ও অন্যান্য সামাজিক উৎসবে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছে এখানে। এবার ঈদ উল ফিতরের দিন হতে জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ছুটিতে বাড়ি ফেরা এবং স্থানীয় হাজারো মানুষ। এখন বর্ষাকালের বিশাল জলরাশি ও পরিযায়ী পাখির কলতান না থাকলেও বিস্তীর্ণ সবুজ ও সোনালি ধান খেত, বিল পাড়ের মুক্ত হাওয়ার পাশাপাশি এবাবের ঈদে মূল আকর্ষন ছিল উপজেলা প্রশাসন কর্তৃক সম্প্রতি নির্মিত মৎস্য সম্পদের প্রতীক ৪টি মাছের সমন্বিত নান্দনিক ভাস্কর্য “জবই বিল মাছ চত্বর”। ভাস্কর্যটি ঈদের ঠিক আগের দিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এছাড়া বিলের মধ্যদিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তার দুই ধারে লাল, হলুদ, সাদা রঙে সুসজ্জিত সারি সারি পিলার, প্রবেশমুখে “জবই বিল” লেখা সেলফি পয়েন্ট, রাস্তার দুই ধারে দৃষ্টিনন্দন বসার ১২টি বেঞ্চ, জবই ব্রিজের পশ্চিম পাশে নির্মিত “বিল বিলাস” নামক দুটি ভিউ পয়েন্ট দর্শনার্থীদের নজর কেড়েছে।
পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, গত বছরেও বিলের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এইসব নান্দনিক অবকাঠামো ছিলনা। দর্শনার্থীরা জবই বিল কেন্দ্রিক পর্যটন আকর্ষন বৃদ্ধির লক্ষ্যে গৃহিত এই সকল নান্দনিক উদ্যোগ গ্রহণের জন্য ইউএনও আব্দুল্যাহ আল মামুনকে ধন্যবাদ জানান।
বরেন্দ্র এগ্রো পার্কের স্বত্বাধিকারী জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সোহেল রানা বলেন, “সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ঐতিহ্যবাহী এই বিলটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে গত এক বছরে ‘বিল বিলাস’ নামক ২টি ভিউ পয়েন্ট, ‘জবই বিল’ লেখা সেলফি পয়েন্ট, ১২টি কনক্রিটের বেঞ্চ, ‘জবই বিল মাছ চত্বর’ নির্মাণসহ বেশকিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ‘জবই বিল মাছ চত্বর’ একটি নান্দনিক, শৈল্পিক ও আইকনিক স্থাপনা। মাছ চত্বর নির্মাণের এই অসাধারণ উদ্যোগের জন্য ইউএনও মামুনকে সাপাহারের একজন বাসিন্দা হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া বর্ষা মৌসুমে দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিল এলাকায় বসানো হয়েছে বজ্রপাতনিরোধক যন্ত্র।”
নওগাঁ শহর থেকে ঘুরতে আসা রফিকুল ইসলাম মিলু বলেন, “জবই বিল কোলাহলমুক্ত খোলা হাওয়ার উপভোগের এক চমৎকার জায়গা। গত বছর এখানে বসার বা অন্য কোন অবকাঠামো ছিল না। এবার মাছ চত্বর, সেলফি পয়েন্ট, বিল বিলাস ভিউ পয়েন্ট ও পাবলিক টয়লেট সহ অনেক স্থাপনা নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনকে ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটন বান্ধব হিসেবে তোলার জন্য ধন্যবাদ।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “ঐতিহ্যবাহী জবই বিল দেশীয় প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এবং পরিযায়ী ও দেশি পাখির জন্য একটি নিরাপদ আবাসস্থল। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর এই ঐতিহ্যবাহী বিলটিকে সারা দেশে একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্থানীয় সকলের সহযোগিতায় আমরা আন্তরিকভাবে কাজ করছি।