ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই

সাতকানিয়ায় জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা বসতবাড়ি ভাঙচুর

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০১:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • ৮৪ জন পড়েছেন ।

আবদুর রাজ্জাক , বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সাতকানিয়া ঢেমশা ইউনিয়ন আলমগীর পাড়ার প্রবাসী মনির আহমদ এর জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে৷প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারধরের শিকারও হয়েছেন ভুক্তভোগী ওই পরিবার।অভিযোগ উঠেছে,খরিদা সুত্রে নিজ মালিকানা কবলা ও নামজা‌রি খ‌তিয়ান থাকলেও জোরপূর্বক দখল করতে চাই,প্রতিপক্ষ আবুল বশর গং ,গত ৮ তারিখ শুক্রবার রাত ২ ঘটিকার সময়,আবুল বশর তার ক্যাডার বাহিনী নিয়ে মনির আহমদ এর জ‌মির উপর নি‌র্মিত বাড়ি ভাঙচুর করেছে ৷ তারা ঘটনা করে মনির আহাম্মদের সকল ভাই ও ভাইপু দের না‌মে উল্টো মামলা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী প‌রিবার ৷স্থানীয় সূত্রে জানা যায়,উক্ত জায়গা মনির আহমে‌দের দীর্ঘদিন যাবত দখলে আছেন,খরিদা সূত্রে তিনিই মালিক কিন্তু আবুল বশর গং তাকে জোরপূর্বক জায়গা থেকে উচ্ছেদ করতে চাই ৷জানা গেছে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া গ্রামে উত্তর ঢেমশা মৌজায় বিএস- দাগ নম্বর -৭৫৪১ বি এস -৩১৪২ নং খতিয়ানে ০৬ শতাংশ জমি ১৩ বছর ধরে দখলে আছেন প্রবাসী মনির আহমদ।বছর খানেক আগে হঠাৎ করে আবুল বশর নামে এক প্রতিবেশি ওই জায়গার মধ্যে ভূমির মালিকানা তার বলে দাবি করেন।সে সময় তাকে স্থানীয়রা কাগজপত্র দেখাতে বললেও তিনি গুরুত্ব দেননি, কোন কাগজপত্র দেখা‌তে পা‌রে‌নি ।পরে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালান।এ নিয়ে বিরোধের জেরে প্রবাসী মনির আহমদ পরিবারের ওপর আবুল বশর ও তাদের সহযোগীরা একাধিকবার হামলাও করে।এসব ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ হয়েছে।গত ১০ এপ্রিল ২০২৩ ইং এক আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ, ৬৯৩ আরএস-৩১৪২ বি এস খতিয়ানের ০৬ শতাংশ জমির ওপর আদালত স্থিতাবস্থা জারি করেন।যার স্মারক নাম্বার ৭৫৭ মিস মামলা নম্বর ৩২৭/২০২৩ আদেশে আদালত উক্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতকানিয়া থানা ওসিকে নির্দেশ প্রদান করেন।এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী মনির আহমদ গণমাধ্যমকে বলেন,উক্ত জমির তথ‌্য গোপন ক‌রে পাওয়ার নামা দেন স্থানীয় কিছু প্রভাবশালীদের কে রেজিস্ট্রি প্রদান করেন,তারা জায়গা বুঝে না পাওয়ার কারণে,সঙ্ঘবদ্ধ হয়ে বাড়িটি ভাঙচুর করে, খরিদা সূত্রে পাওয়া ০৬ শতাংশ জমি আমি ১৩ বছর যাবৎ ভোগ দখলে আছি।কিন্তু স্থানীয় আবুল বশর সহ গত ০৯/০৪/২০২৩ সকাল অনুমানিক ১:৩০ ঘ‌টিকায় সময় বশর গং ৮-১০ জন লোক নিয়ে,রাতের আঁধারে সশস্ত্র নিয়ে জোরপূর্বক,দখল করার চেষ্টা করে৷প্রতিপক্ষ গণ তাদের বাঁধা প্রদান করিলে,আবুল বশর গং দা কিরিস লাঠি নিয়ে মারার ভয় দেখায় এবং ভুক্তভোগী মনির আহমদ এর ভাতিজাকে,আঘাত করার চেষ্টা করে,পরে এলাকার লোকজন জানাজানি হলে ৷তারা হাঁকাবাঁকা করে ঘটনাস্থল ত্যাগ করেন ৷এ বিষয়ে অভিযুক্ত আবুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জায়গার মালিক বলে দাবি করেন। তার কাছে কাগজপত্র আছে দাবি করলেও কিন্তু কোন কাগজ পত্র দেখা‌তে পা‌রে‌ন নি,অভিযুক্ত আবুল বশর বলেন,তারা সন্ত্রাসী ক্যাডার বাহিনী এনে আমাকে ফাঁসানোর জন্য ,বর্তমান বিরোধী জায়গায় অবস্থিত ঘরটি ভাঙচুর করে৷এ বিষয়ে আইন কি বলে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন বলেন,যেকোনো নিষেধাজ্ঞা,স্থিতাবস্থা যাই বলেন না কেন, আদালত আদেশ দিলে সেটা বাস্তবায়ন করা সকল বিভাগের দায়িত্ব। আদেশ মানা না হলে আদালত অবমাননার মামলা করা যাবে। ভুক্তভোগী পরবর্তী থানা কর্তৃপক্ষকে জানালে, থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

সাতকানিয়ায় জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা বসতবাড়ি ভাঙচুর

পোস্ট করা হয়েছে : ০১:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

আবদুর রাজ্জাক , বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সাতকানিয়া ঢেমশা ইউনিয়ন আলমগীর পাড়ার প্রবাসী মনির আহমদ এর জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে৷প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারধরের শিকারও হয়েছেন ভুক্তভোগী ওই পরিবার।অভিযোগ উঠেছে,খরিদা সুত্রে নিজ মালিকানা কবলা ও নামজা‌রি খ‌তিয়ান থাকলেও জোরপূর্বক দখল করতে চাই,প্রতিপক্ষ আবুল বশর গং ,গত ৮ তারিখ শুক্রবার রাত ২ ঘটিকার সময়,আবুল বশর তার ক্যাডার বাহিনী নিয়ে মনির আহমদ এর জ‌মির উপর নি‌র্মিত বাড়ি ভাঙচুর করেছে ৷ তারা ঘটনা করে মনির আহাম্মদের সকল ভাই ও ভাইপু দের না‌মে উল্টো মামলা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী প‌রিবার ৷স্থানীয় সূত্রে জানা যায়,উক্ত জায়গা মনির আহমে‌দের দীর্ঘদিন যাবত দখলে আছেন,খরিদা সূত্রে তিনিই মালিক কিন্তু আবুল বশর গং তাকে জোরপূর্বক জায়গা থেকে উচ্ছেদ করতে চাই ৷জানা গেছে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া গ্রামে উত্তর ঢেমশা মৌজায় বিএস- দাগ নম্বর -৭৫৪১ বি এস -৩১৪২ নং খতিয়ানে ০৬ শতাংশ জমি ১৩ বছর ধরে দখলে আছেন প্রবাসী মনির আহমদ।বছর খানেক আগে হঠাৎ করে আবুল বশর নামে এক প্রতিবেশি ওই জায়গার মধ্যে ভূমির মালিকানা তার বলে দাবি করেন।সে সময় তাকে স্থানীয়রা কাগজপত্র দেখাতে বললেও তিনি গুরুত্ব দেননি, কোন কাগজপত্র দেখা‌তে পা‌রে‌নি ।পরে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালান।এ নিয়ে বিরোধের জেরে প্রবাসী মনির আহমদ পরিবারের ওপর আবুল বশর ও তাদের সহযোগীরা একাধিকবার হামলাও করে।এসব ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ হয়েছে।গত ১০ এপ্রিল ২০২৩ ইং এক আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ, ৬৯৩ আরএস-৩১৪২ বি এস খতিয়ানের ০৬ শতাংশ জমির ওপর আদালত স্থিতাবস্থা জারি করেন।যার স্মারক নাম্বার ৭৫৭ মিস মামলা নম্বর ৩২৭/২০২৩ আদেশে আদালত উক্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতকানিয়া থানা ওসিকে নির্দেশ প্রদান করেন।এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী মনির আহমদ গণমাধ্যমকে বলেন,উক্ত জমির তথ‌্য গোপন ক‌রে পাওয়ার নামা দেন স্থানীয় কিছু প্রভাবশালীদের কে রেজিস্ট্রি প্রদান করেন,তারা জায়গা বুঝে না পাওয়ার কারণে,সঙ্ঘবদ্ধ হয়ে বাড়িটি ভাঙচুর করে, খরিদা সূত্রে পাওয়া ০৬ শতাংশ জমি আমি ১৩ বছর যাবৎ ভোগ দখলে আছি।কিন্তু স্থানীয় আবুল বশর সহ গত ০৯/০৪/২০২৩ সকাল অনুমানিক ১:৩০ ঘ‌টিকায় সময় বশর গং ৮-১০ জন লোক নিয়ে,রাতের আঁধারে সশস্ত্র নিয়ে জোরপূর্বক,দখল করার চেষ্টা করে৷প্রতিপক্ষ গণ তাদের বাঁধা প্রদান করিলে,আবুল বশর গং দা কিরিস লাঠি নিয়ে মারার ভয় দেখায় এবং ভুক্তভোগী মনির আহমদ এর ভাতিজাকে,আঘাত করার চেষ্টা করে,পরে এলাকার লোকজন জানাজানি হলে ৷তারা হাঁকাবাঁকা করে ঘটনাস্থল ত্যাগ করেন ৷এ বিষয়ে অভিযুক্ত আবুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জায়গার মালিক বলে দাবি করেন। তার কাছে কাগজপত্র আছে দাবি করলেও কিন্তু কোন কাগজ পত্র দেখা‌তে পা‌রে‌ন নি,অভিযুক্ত আবুল বশর বলেন,তারা সন্ত্রাসী ক্যাডার বাহিনী এনে আমাকে ফাঁসানোর জন্য ,বর্তমান বিরোধী জায়গায় অবস্থিত ঘরটি ভাঙচুর করে৷এ বিষয়ে আইন কি বলে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন বলেন,যেকোনো নিষেধাজ্ঞা,স্থিতাবস্থা যাই বলেন না কেন, আদালত আদেশ দিলে সেটা বাস্তবায়ন করা সকল বিভাগের দায়িত্ব। আদেশ মানা না হলে আদালত অবমাননার মামলা করা যাবে। ভুক্তভোগী পরবর্তী থানা কর্তৃপক্ষকে জানালে, থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।