ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই

কালিগঞ্জ ক‌লেজ থেকে জিরোনগাছা পর্যন্ত রাস্তার উপর বিদ্যুতের খুঁটি রেখে সম্প্রসারণ চলছে 

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ৮৩ জন পড়েছেন ।
মো: ইশারাত আলী
কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় কা‌লিগঞ্জ সরকারি ক‌লেজ থে‌কে জি‌রোনগাছা বাজার পর্যন্ত পিচের রাস্তার সংস্কার চলছে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এ কারনে এখানকার কৃষি পণ্য সাতক্ষীরার সিংহভাগ চাহিদা মেটায়। এই রাস্তাটি শ্যামনগরের বাইপাস হিসাবে ব্যবহৃত হয় ফলে আমাদের চিংড়ী মাছ নামে সাদা সোনা এই রাস্তায় শহর অভিমূখে পরিবহন করা হয়। ব্যস্ততম এই সড়কটি সংস্কার করা স্থানীয় জনগনের দীর্ঘ দিনের দাবী ছিলো। বর্তমানে  রাস্তাটি সংস্কার হচ্ছে পিচের পাকা রাস্তার সম্প্রসারণ ও ফুটপথ বাড়ানো হচ্ছে। কিন্তু মজার বিষয় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিগুলা বেরসিকের মত রাস্তার উপর উঠে যাচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে কোন রকম ভাবে যেখানে বিদ্যুৎএর খুঁটি ছিলো সেখানে রেখে রাস্তার সম্প্রসারণের কাজ করা হচ্ছে। বিষয়টি খুবই  দুর্ঘটনা করলিত করে হাসির খোরাক জুগিয়েছে।
স্থানীয়  অধিবাসী পথচারি মোঃ আমজাদ হোসেনকে এমনটা হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন,কা‌লিগঞ্জ উপ‌জেলা ই‌ঞ্জি‌নিয়ারের মাপ‌ জো‌কের যন্ত্রপা‌তি ঠিকঠাক কাজ কর‌ছেনা। তি‌নি নি‌জে সমস‌্যা না‌কি তার যন্ত্রপা‌তির সমস‌্যা বোঝা মুশ‌কিল।”  রাস্তাটিতে আজ ১২/০৪/২০২৩ তারিখ বুধবার সরেজমিনে দেখে যেটা সহজে বুঝা যাচ্ছে  বিদ‌্যু‌তের খু‌টির জন‌্য তি‌নি রাস্তার ডিজাইন প‌রিবর্তন ক‌রেছেন।
বি‌শেষ ক‌রে ভদ্রখা‌লি হাজী মোড় থে‌কে কা‌লিগঞ্জ ক‌লেজ পর্যন্ত রাস্তার দুধা‌রের বিদ‌্যুতের খু‌টি রাস্তার ম‌ধ্যে রে‌খে তি‌নি কাজ করছেন। ভদ্রখা‌লি স্টে‌ডিয়াম সংলগ্ন রাস্তাটিতে ‌বিদ‌্যু‌তের খু‌টি ঠিক রাখ‌তে তি‌নি রাস্তার প্লান প‌রিবর্তন ও বাঁকা ক‌রে‌ছেন। মা‌পে খু‌টির দেড় ফুট বা‌হির দি‌য়ে রাস্তা যা‌বে। কিন্তু খু‌টি ঠিক রাখ‌তে রাস্তা ক‌মি‌য়ে‌ছেন। বিষয়টি হাস‌্যকর ব‌্যাপার মনে হলেও এটা করা ঠিক হয়নি। এমন রাস্তায় রাত কিংবা দিনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। রাস্তায় কর্মরত ঠিকাদারের দায়িত্বে থাকা ব্যক্তিকে এ বিষয়ে  প্রশ্ন করলে তিনি কোন জবাব দেন‌নি শুধু তাকিয়ে থাকলেন রাস্তার দুধা‌রে ফুটপা‌তের কথা বাদ দিলাম। রাস্তার ম‌ধ্যে বিদ‌্যু‌তের খু‌টি রে‌খে রাস্তা চওড়া করে তি‌নি কাজ শেষ কর‌তে চান কি না  এই বিষয় ই‌ঞ্জিনিয়ারকে জি‌জ্ঞেস করলে তিনি কথা ভিন্ন দিকে ঘুরাতে থাকে।
 তারপর বিদ‌্যু‌তের খু‌টি স‌রি‌য়ে নি‌তে বিদ‌্যুৎ অ‌ফিস‌কে চি‌ঠি দি‌য়ে‌ছেন কি‌না? তি‌নি তারও জবাব দেন‌নি। তাহলে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের থেকে কি কোন দেখভাল করার কেউ নাই। কতৃপক্ষের দৃ‌ষ্টি আকর্ষন কর‌ছি কা‌লিগঞ্জ ক‌লেজ থে‌কে জি‌রোনগাছা পর্যন্ত রাস্তা‌টি ভি‌জিট কর‌লে দেখ‌তে পা‌বেন ফুটপা‌তের জায়গা দু‌রে থাক রাস্তার ম‌ধ্যে বিদ‌্যু‌তের খু‌টি রে‌খে কা‌লিগঞ্জ উপ‌জেলা ই‌ঞ্জি‌নিয়ার কাজ শেষ করে যাচ্ছেন। সুশ্রী এবং সুদৃশ‌্য ব‌লে শব্দ দু‌টির তি‌নি অন্তরায়। রাস্তার দুধার ‌সোজা হ‌বে না কিম্বা দেখ‌তে ভাল হ‌বে না কোন প্রশ্নে উত্তর নেই তার কাছে। স্থানীয় জনগনের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত পরিদর্শন করুক এবং রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে রাস্তা সম্প্রসারণ করুক। 
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

কালিগঞ্জ ক‌লেজ থেকে জিরোনগাছা পর্যন্ত রাস্তার উপর বিদ্যুতের খুঁটি রেখে সম্প্রসারণ চলছে 

পোস্ট করা হয়েছে : ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
মো: ইশারাত আলী
কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় কা‌লিগঞ্জ সরকারি ক‌লেজ থে‌কে জি‌রোনগাছা বাজার পর্যন্ত পিচের রাস্তার সংস্কার চলছে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এ কারনে এখানকার কৃষি পণ্য সাতক্ষীরার সিংহভাগ চাহিদা মেটায়। এই রাস্তাটি শ্যামনগরের বাইপাস হিসাবে ব্যবহৃত হয় ফলে আমাদের চিংড়ী মাছ নামে সাদা সোনা এই রাস্তায় শহর অভিমূখে পরিবহন করা হয়। ব্যস্ততম এই সড়কটি সংস্কার করা স্থানীয় জনগনের দীর্ঘ দিনের দাবী ছিলো। বর্তমানে  রাস্তাটি সংস্কার হচ্ছে পিচের পাকা রাস্তার সম্প্রসারণ ও ফুটপথ বাড়ানো হচ্ছে। কিন্তু মজার বিষয় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিগুলা বেরসিকের মত রাস্তার উপর উঠে যাচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে কোন রকম ভাবে যেখানে বিদ্যুৎএর খুঁটি ছিলো সেখানে রেখে রাস্তার সম্প্রসারণের কাজ করা হচ্ছে। বিষয়টি খুবই  দুর্ঘটনা করলিত করে হাসির খোরাক জুগিয়েছে।
স্থানীয়  অধিবাসী পথচারি মোঃ আমজাদ হোসেনকে এমনটা হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন,কা‌লিগঞ্জ উপ‌জেলা ই‌ঞ্জি‌নিয়ারের মাপ‌ জো‌কের যন্ত্রপা‌তি ঠিকঠাক কাজ কর‌ছেনা। তি‌নি নি‌জে সমস‌্যা না‌কি তার যন্ত্রপা‌তির সমস‌্যা বোঝা মুশ‌কিল।”  রাস্তাটিতে আজ ১২/০৪/২০২৩ তারিখ বুধবার সরেজমিনে দেখে যেটা সহজে বুঝা যাচ্ছে  বিদ‌্যু‌তের খু‌টির জন‌্য তি‌নি রাস্তার ডিজাইন প‌রিবর্তন ক‌রেছেন।
বি‌শেষ ক‌রে ভদ্রখা‌লি হাজী মোড় থে‌কে কা‌লিগঞ্জ ক‌লেজ পর্যন্ত রাস্তার দুধা‌রের বিদ‌্যুতের খু‌টি রাস্তার ম‌ধ্যে রে‌খে তি‌নি কাজ করছেন। ভদ্রখা‌লি স্টে‌ডিয়াম সংলগ্ন রাস্তাটিতে ‌বিদ‌্যু‌তের খু‌টি ঠিক রাখ‌তে তি‌নি রাস্তার প্লান প‌রিবর্তন ও বাঁকা ক‌রে‌ছেন। মা‌পে খু‌টির দেড় ফুট বা‌হির দি‌য়ে রাস্তা যা‌বে। কিন্তু খু‌টি ঠিক রাখ‌তে রাস্তা ক‌মি‌য়ে‌ছেন। বিষয়টি হাস‌্যকর ব‌্যাপার মনে হলেও এটা করা ঠিক হয়নি। এমন রাস্তায় রাত কিংবা দিনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। রাস্তায় কর্মরত ঠিকাদারের দায়িত্বে থাকা ব্যক্তিকে এ বিষয়ে  প্রশ্ন করলে তিনি কোন জবাব দেন‌নি শুধু তাকিয়ে থাকলেন রাস্তার দুধা‌রে ফুটপা‌তের কথা বাদ দিলাম। রাস্তার ম‌ধ্যে বিদ‌্যু‌তের খু‌টি রে‌খে রাস্তা চওড়া করে তি‌নি কাজ শেষ কর‌তে চান কি না  এই বিষয় ই‌ঞ্জিনিয়ারকে জি‌জ্ঞেস করলে তিনি কথা ভিন্ন দিকে ঘুরাতে থাকে।
 তারপর বিদ‌্যু‌তের খু‌টি স‌রি‌য়ে নি‌তে বিদ‌্যুৎ অ‌ফিস‌কে চি‌ঠি দি‌য়ে‌ছেন কি‌না? তি‌নি তারও জবাব দেন‌নি। তাহলে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের থেকে কি কোন দেখভাল করার কেউ নাই। কতৃপক্ষের দৃ‌ষ্টি আকর্ষন কর‌ছি কা‌লিগঞ্জ ক‌লেজ থে‌কে জি‌রোনগাছা পর্যন্ত রাস্তা‌টি ভি‌জিট কর‌লে দেখ‌তে পা‌বেন ফুটপা‌তের জায়গা দু‌রে থাক রাস্তার ম‌ধ্যে বিদ‌্যু‌তের খু‌টি রে‌খে কা‌লিগঞ্জ উপ‌জেলা ই‌ঞ্জি‌নিয়ার কাজ শেষ করে যাচ্ছেন। সুশ্রী এবং সুদৃশ‌্য ব‌লে শব্দ দু‌টির তি‌নি অন্তরায়। রাস্তার দুধার ‌সোজা হ‌বে না কিম্বা দেখ‌তে ভাল হ‌বে না কোন প্রশ্নে উত্তর নেই তার কাছে। স্থানীয় জনগনের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত পরিদর্শন করুক এবং রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে রাস্তা সম্প্রসারণ করুক।