ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বিভিন্ন ব্যাচে মামলা পরিচালনার নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলনের হিড়িক

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৩:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ৯০ জন পড়েছেন ।

ঢাকা জেলা প্রতিনিধিঃ
এ মর্মে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন,

বিসিএস  সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচে বিশেষ করে ১৪ তম ব্যাচের থার্ড গ্রেড  প্রাপ্তির মামলা,  ২৬ তম  ব্যাচের বিলুপ্ত   সিলেকশন গ্রেড মামলা  প্রভৃতি পরিচালনা নামে ক্যাডার সদস্যদের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করে প্রায় কোটি টাকার তহবিল সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এ সমস্ত টাকা  ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার  যথেষ্ট অভাব রয়েছে।

চাঁদা প্রদানকারী সদস্যবৃন্দ টাকার হিসাব চাইলে নয় ছয় করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় ।

তাদেরকে বলা হয় মামলায় আমরা জিততে যাচ্ছি। হয়তো প্রাথমিক রিপোর্ট দেখিয়ে আরো অধিক পরিমাণ চাঁদা সংগ্রহ করার পাঁয়তারা করা হয়।

অন্ধকারে থাকা প্রত্যন্ত এলাকার  বিশেষ করে মফস্বল এলাকার  সদস্যবৃন্দ চাঁদা দিয়ে বছরে পর বছর অপেক্ষা করতে থাকে। অনেকে ফল  না পেয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে । কিন্তু কাঙ্খিত সেই প্রাপ্তি ধরা দেয়  না।

সম্প্রতি নায়েম ক্যাম্পাসে একটি ব্যাচের টাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।এ ছাড়া আরেকটি ব্যাচের  রাজধানীর একটি রেস্টুরেন্টে  ইফতার মাহফিলে কয়েক লক্ষ টাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।

যে সমস্ত মামলার পরিচালনার নামে বড় অংকের তহবিল সংগ্রহ করা হয়  তার অধিকাংশই সরকারের বিপক্ষে। কিছু মামলায় হয়তো মেরিট বুঝে ফল আসে। কিন্তু অধিকাংশ মামলায় চরম দীর্ঘসূত্রীতা হয়।

উল্লেখ্য, বিসিএস  সাধারণ শিক্ষা ক্যাডারের  ব্যাচ ভিত্তিক এহন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে । সংশ্লিষ্ট অধিকাংশদের দাবি, এ সমস্ত কর্মকাণ্ড  স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতির আওতায় আনতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক, ২৬ ব্যাচের  একজন কর্মকর্তা বলেন,” এ সমস্ত কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। পেশাগত দাবিদাওয়াগুলো মেইন স্ট্রিম  সমিতির মাধ্যমে  সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে  পৌঁছে দিতে হবে।তাহলে দাবি আদায় আরো সহজ হবে।”

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বিভিন্ন ব্যাচে মামলা পরিচালনার নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলনের হিড়িক

পোস্ট করা হয়েছে : ০৩:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ঢাকা জেলা প্রতিনিধিঃ
এ মর্মে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন,

বিসিএস  সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচে বিশেষ করে ১৪ তম ব্যাচের থার্ড গ্রেড  প্রাপ্তির মামলা,  ২৬ তম  ব্যাচের বিলুপ্ত   সিলেকশন গ্রেড মামলা  প্রভৃতি পরিচালনা নামে ক্যাডার সদস্যদের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করে প্রায় কোটি টাকার তহবিল সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এ সমস্ত টাকা  ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার  যথেষ্ট অভাব রয়েছে।

চাঁদা প্রদানকারী সদস্যবৃন্দ টাকার হিসাব চাইলে নয় ছয় করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় ।

তাদেরকে বলা হয় মামলায় আমরা জিততে যাচ্ছি। হয়তো প্রাথমিক রিপোর্ট দেখিয়ে আরো অধিক পরিমাণ চাঁদা সংগ্রহ করার পাঁয়তারা করা হয়।

অন্ধকারে থাকা প্রত্যন্ত এলাকার  বিশেষ করে মফস্বল এলাকার  সদস্যবৃন্দ চাঁদা দিয়ে বছরে পর বছর অপেক্ষা করতে থাকে। অনেকে ফল  না পেয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে । কিন্তু কাঙ্খিত সেই প্রাপ্তি ধরা দেয়  না।

সম্প্রতি নায়েম ক্যাম্পাসে একটি ব্যাচের টাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।এ ছাড়া আরেকটি ব্যাচের  রাজধানীর একটি রেস্টুরেন্টে  ইফতার মাহফিলে কয়েক লক্ষ টাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।

যে সমস্ত মামলার পরিচালনার নামে বড় অংকের তহবিল সংগ্রহ করা হয়  তার অধিকাংশই সরকারের বিপক্ষে। কিছু মামলায় হয়তো মেরিট বুঝে ফল আসে। কিন্তু অধিকাংশ মামলায় চরম দীর্ঘসূত্রীতা হয়।

উল্লেখ্য, বিসিএস  সাধারণ শিক্ষা ক্যাডারের  ব্যাচ ভিত্তিক এহন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে । সংশ্লিষ্ট অধিকাংশদের দাবি, এ সমস্ত কর্মকাণ্ড  স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতির আওতায় আনতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক, ২৬ ব্যাচের  একজন কর্মকর্তা বলেন,” এ সমস্ত কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। পেশাগত দাবিদাওয়াগুলো মেইন স্ট্রিম  সমিতির মাধ্যমে  সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে  পৌঁছে দিতে হবে।তাহলে দাবি আদায় আরো সহজ হবে।”