ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

আবারও উদীচীর অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে অন্ধকারের অপশক্তি: নিন্দা সাতক্ষীরা জেলা শাখা ও কালিগঞ্জ শাখা সংসদের

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৪:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৮৯ জন পড়েছেন ।

সেলিম শাহারীয়ার :

নড়াইল জেলার অন্তর্গত বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “উদীচী উৎসব” চলাকালে হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, উদীচীর মতো একটি ঐতিহ্যবাহী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের উৎসবে এ ধরনের হামলার চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না…

১৮ ও ১৯ মার্চ লোক ঐতিহ্যের নানা অনুষঙ্গকে ধারণ করে উদীচী উৎসব আয়োজন করে উদীচী বড়দিয়া শাখা। উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। ১৮ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন প্রথমে একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হলে সেটি অনুষ্ঠানস্থলের কাছেই একটি গাছে গিয়ে বিস্ফোরিত হয়। এতে কারো কোন ক্ষতি হয়নি। এর কিছুক্ষণ পর আরেকটি বোমাসদৃশ বস্তু দর্শকদের লক্ষ্য করে ছোঁড়া হয়।

সেটি দর্শকদের মধ্যে গিয়ে পড়লেও বিস্ফোরিত হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চে আবারও একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হয়। সেটি বিস্ফোরিত হলে মঞ্চের সামান্য কিছু অংশ পুড়ে যায়। এসব ঘটনায় কারোরই কোন ক্ষতি হয়নি। উদীচী মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব হামলার চেষ্টা চালানো হয়েছে। যেসব অন্ধকারের অপশক্তি চায় না, বাংলার মাটিতে প্রগতিশীল মুক্ত চিন্তার চর্চা হোক, যারা চায় না এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করুক তারা এসব হামলার সাথে জড়িত থাকতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নড়াইলের বড়দিয়ায় আয়োজিত উদীচী উৎসবে হামলার চেষ্টার সাথে জড়িত এবং এর পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী। বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে, গ্রামে-গঞ্জে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন সংস্কৃতি চর্চার পথ আরো সঙ্কুচিত হয়ে পড়বে বলে বিবৃতিতে মন্তব্য করেন অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে।
এ ঘটনায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহারীয়ার, সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী  এক যুক্ত বিবৃতিতে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
আমরা মনে করি সাতক্ষীরাসহ সারাদেশে সুস্থধারার সংস্কৃতিচর্চা করায় এক ধরনের ধর্মান্ধদের গাত্রদাহের কারণ হয়ে থাকে, তারাই এমন ধরনের অপকর্মে জড়িয়ে নিজেদের সাচ্চা মানুষ ভাবার অপচেষ্টা করে।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

আবারও উদীচীর অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে অন্ধকারের অপশক্তি: নিন্দা সাতক্ষীরা জেলা শাখা ও কালিগঞ্জ শাখা সংসদের

পোস্ট করা হয়েছে : ০৪:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

সেলিম শাহারীয়ার :

নড়াইল জেলার অন্তর্গত বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “উদীচী উৎসব” চলাকালে হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, উদীচীর মতো একটি ঐতিহ্যবাহী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের উৎসবে এ ধরনের হামলার চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না…

১৮ ও ১৯ মার্চ লোক ঐতিহ্যের নানা অনুষঙ্গকে ধারণ করে উদীচী উৎসব আয়োজন করে উদীচী বড়দিয়া শাখা। উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। ১৮ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন প্রথমে একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হলে সেটি অনুষ্ঠানস্থলের কাছেই একটি গাছে গিয়ে বিস্ফোরিত হয়। এতে কারো কোন ক্ষতি হয়নি। এর কিছুক্ষণ পর আরেকটি বোমাসদৃশ বস্তু দর্শকদের লক্ষ্য করে ছোঁড়া হয়।

সেটি দর্শকদের মধ্যে গিয়ে পড়লেও বিস্ফোরিত হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চে আবারও একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হয়। সেটি বিস্ফোরিত হলে মঞ্চের সামান্য কিছু অংশ পুড়ে যায়। এসব ঘটনায় কারোরই কোন ক্ষতি হয়নি। উদীচী মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব হামলার চেষ্টা চালানো হয়েছে। যেসব অন্ধকারের অপশক্তি চায় না, বাংলার মাটিতে প্রগতিশীল মুক্ত চিন্তার চর্চা হোক, যারা চায় না এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করুক তারা এসব হামলার সাথে জড়িত থাকতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নড়াইলের বড়দিয়ায় আয়োজিত উদীচী উৎসবে হামলার চেষ্টার সাথে জড়িত এবং এর পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী। বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে, গ্রামে-গঞ্জে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন সংস্কৃতি চর্চার পথ আরো সঙ্কুচিত হয়ে পড়বে বলে বিবৃতিতে মন্তব্য করেন অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে।
এ ঘটনায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহারীয়ার, সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী  এক যুক্ত বিবৃতিতে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
আমরা মনে করি সাতক্ষীরাসহ সারাদেশে সুস্থধারার সংস্কৃতিচর্চা করায় এক ধরনের ধর্মান্ধদের গাত্রদাহের কারণ হয়ে থাকে, তারাই এমন ধরনের অপকর্মে জড়িয়ে নিজেদের সাচ্চা মানুষ ভাবার অপচেষ্টা করে।