ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

তিন স্ত্রী রেখেও মসজিদ কমিটির সভাপতির বউ নিয়ে পালালেন ইমাম

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ১৩২ জন পড়েছেন ।

আব্দুর রাজ্জাক বাচ্চু (৬০) এলাকায় তাকে সবাই বাচ্চু হুজুর নামেই চেনে। মোট বিয়ে করেছেন তিনটি। তৃতীয় স্ত্রীর সন্তান নেই, বাকি দুই স্ত্রীর ঘরে মোট সাতটি ছেলে-মেয়ের রয়েছে। এরপরও অন্যের স্ত্রী নিয়ে পালিয়েছেন এই বাচ্চু হুজুর।১১ এপ্রিল সন্ধ্যায় ওই নারীর ছেলে ছেলে (২২) বাগমারা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। পারিবারিক মান-সম্মানের দিকে তাকিয়ে প্রথমদিকে বিষয়টি প্রকাশে অনিচ্ছা থাকলেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ওই নারী ছেলে সাংবাদিকদের অবহিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি তিনি কবিরাজির কাজও করতেন। ওই নারীর স্বামী প্যারালাইসিস রোগী ছিলেন। কবিরাজি চিকিৎসার জন্য নিয়মিত তার বাসায় যেতেন। একইসঙ্গে তিনি ওই নারীকে নিয়মিত কুরআন শিক্ষাও দিতেন। কিছুদিন পরই তার ছেলেদের সন্দেহ হওয়ায় তাকে বাসায় আসতে নিষেধ করেন।

এরপরও বাচ্চু বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। গত ১১ এপ্রিল ওই নারী তার বাবার বাড়ি বেড়াতে যাবেন বলে ঘর থেকে বের হন। কিন্তু পরে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর জানা গেছে বাচ্চু হুজুর তাকে ভাগিয়ে নিয়ে গেনারীর বড় ছেলে ভাষ্যমতে, ‘বাচ্চু হুজুরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিষেধ করার পরও তিনি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। তিনি পানিপড়া ও তাবিজ-কবজ করতে জানেন। আমার মাও তার তাবিজ-কবজ ও পানি পড়ার খপ্পরে পড়েছেন। এছাড়া বাবার অসুস্থতার সুযোগ নিয়ে মাকে প্রভাবিত করে বাচ্চু হুজুর নগদ ২ লাখ ৪০ হাজার টাকাসহ নিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তাদের সন্ধান চাই। আমরা তার শাস্তি চাই। যাতে আর কোনো পরিবারের ক্ষতি না করতে পারে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাচ্চু হুজুরের কয়েকজন প্রতিবেশী বলেন, ‘বাচ্চুকে নিয়ে নারী কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়, এর আগেও বেশ কয়েকবার তিনি নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন। বাগমারায় হামিরকুৎসা গ্রামে রয়েছে তার প্রথম স্ত্রী। সেই পরিবারে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে। আবার নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর গ্রামে দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।’ তারা আরও বলেন, ‘চট্টগ্রামে তাবলিগ জামাতে গিয়ে সেখানে নারী কেলেঙ্কারিতে ধরা খেয়ে বাধ্য হয়ে বিয়েও করতে হয় তাকে। সেই স্ত্রীর অবশ্য কোনো সন্তান নেই, তবে শুনেছি তার সঙ্গেও যোগাযোগ রয়েছে বাচ্চু হুজুরের। এদিকে আবার শুনছি দুই সন্তানের জননীকে নিয়ে তিনি পালিয়েছেন।’ গোয়ালকান্দি বাগিচাপাড়া মসজিদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের মসজিদে ইমাম থাকাকালে বাচ্চু হুজুর অন্য নারীদের সঙ্গেও পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হন। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হলে মসজিদ কর্তৃপক্ষ তাকে ইমামতি থেকে অব্যাহতি দেয়।’ তবে এ ব্যাপারে ইমাম আব্দুর রাজ্জাক ওরফে বাচ্চু হুজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের কেউ তার সম্পর্কে কথা বলতে রাজি হননি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এমন অভিযোগ কিংবা জিডি থানায় নথিভুক্ত হয়ে থাকলে অবশ্যই তদন্তপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সমতট

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

তিন স্ত্রী রেখেও মসজিদ কমিটির সভাপতির বউ নিয়ে পালালেন ইমাম

পোস্ট করা হয়েছে : ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আব্দুর রাজ্জাক বাচ্চু (৬০) এলাকায় তাকে সবাই বাচ্চু হুজুর নামেই চেনে। মোট বিয়ে করেছেন তিনটি। তৃতীয় স্ত্রীর সন্তান নেই, বাকি দুই স্ত্রীর ঘরে মোট সাতটি ছেলে-মেয়ের রয়েছে। এরপরও অন্যের স্ত্রী নিয়ে পালিয়েছেন এই বাচ্চু হুজুর।১১ এপ্রিল সন্ধ্যায় ওই নারীর ছেলে ছেলে (২২) বাগমারা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। পারিবারিক মান-সম্মানের দিকে তাকিয়ে প্রথমদিকে বিষয়টি প্রকাশে অনিচ্ছা থাকলেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ওই নারী ছেলে সাংবাদিকদের অবহিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি তিনি কবিরাজির কাজও করতেন। ওই নারীর স্বামী প্যারালাইসিস রোগী ছিলেন। কবিরাজি চিকিৎসার জন্য নিয়মিত তার বাসায় যেতেন। একইসঙ্গে তিনি ওই নারীকে নিয়মিত কুরআন শিক্ষাও দিতেন। কিছুদিন পরই তার ছেলেদের সন্দেহ হওয়ায় তাকে বাসায় আসতে নিষেধ করেন।

এরপরও বাচ্চু বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। গত ১১ এপ্রিল ওই নারী তার বাবার বাড়ি বেড়াতে যাবেন বলে ঘর থেকে বের হন। কিন্তু পরে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর জানা গেছে বাচ্চু হুজুর তাকে ভাগিয়ে নিয়ে গেনারীর বড় ছেলে ভাষ্যমতে, ‘বাচ্চু হুজুরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিষেধ করার পরও তিনি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। তিনি পানিপড়া ও তাবিজ-কবজ করতে জানেন। আমার মাও তার তাবিজ-কবজ ও পানি পড়ার খপ্পরে পড়েছেন। এছাড়া বাবার অসুস্থতার সুযোগ নিয়ে মাকে প্রভাবিত করে বাচ্চু হুজুর নগদ ২ লাখ ৪০ হাজার টাকাসহ নিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তাদের সন্ধান চাই। আমরা তার শাস্তি চাই। যাতে আর কোনো পরিবারের ক্ষতি না করতে পারে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাচ্চু হুজুরের কয়েকজন প্রতিবেশী বলেন, ‘বাচ্চুকে নিয়ে নারী কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়, এর আগেও বেশ কয়েকবার তিনি নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন। বাগমারায় হামিরকুৎসা গ্রামে রয়েছে তার প্রথম স্ত্রী। সেই পরিবারে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে। আবার নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর গ্রামে দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।’ তারা আরও বলেন, ‘চট্টগ্রামে তাবলিগ জামাতে গিয়ে সেখানে নারী কেলেঙ্কারিতে ধরা খেয়ে বাধ্য হয়ে বিয়েও করতে হয় তাকে। সেই স্ত্রীর অবশ্য কোনো সন্তান নেই, তবে শুনেছি তার সঙ্গেও যোগাযোগ রয়েছে বাচ্চু হুজুরের। এদিকে আবার শুনছি দুই সন্তানের জননীকে নিয়ে তিনি পালিয়েছেন।’ গোয়ালকান্দি বাগিচাপাড়া মসজিদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের মসজিদে ইমাম থাকাকালে বাচ্চু হুজুর অন্য নারীদের সঙ্গেও পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হন। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হলে মসজিদ কর্তৃপক্ষ তাকে ইমামতি থেকে অব্যাহতি দেয়।’ তবে এ ব্যাপারে ইমাম আব্দুর রাজ্জাক ওরফে বাচ্চু হুজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের কেউ তার সম্পর্কে কথা বলতে রাজি হননি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এমন অভিযোগ কিংবা জিডি থানায় নথিভুক্ত হয়ে থাকলে অবশ্যই তদন্তপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সমতট