ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

বগুড়ায় অভিমানে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ৭৭ জন পড়েছেন ।

মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার শেরপুরে ধর্ষণ চেষ্টার ঘটনার আপোষ-রফার লাখ টাকা না পেয়ে ক্ষোভ ও অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- শেরপুর শহরের হাজিপুর পাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসান (২২) ও তার স্ত্রী মিম আক্তার (১৯)।

শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এই ঘটনায় শনিবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে মিমের সঙ্গে জিসানের বিয়ে হয়। কিন্তু বিয়ের চারবছর আগে শুভগাছা গ্রামের ছামিদুল হকের ছেলে এনামুল হক স্থানীয় মাঠের একটি ভুট্টাক্ষেতে মেয়েটিকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সেই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি এক লাখ টাকার বিনিময়ে বাদি-বিবাদীর মধ্যে আপোষ-রফা হয়।

তাই গত ১৯জানুয়ারি ওই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ওইদিনই আপোষ-রফার ওই টাকা আনতে শ্বশুরবাড়িতে যান জিসান। এসময় স্ত্রী মিমও তার সঙ্গে ছিলেন। কিন্তু টাকা চাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি টাকা না দিয়ে শ্বশুরবাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়। এরপর হাজিপুরে বাসায় ফিরে আসেন তারা।

তবে এই ঘটনায় জিসান-মিম দম্পতির মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে অভিমানী জিসান ও মিম একই সঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকেন। ঘটনাটি জানার পর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী মিম আক্তার এবং পনের মিনিট পর স্বামী জিসান মারা যান বলে সূত্রগুলো নিশ্চিত করেন।

শনিবার সরেজমিনে গেলে ছেলে জিসানকে হারিয়ে বাবা বেল্লাল হোসেন পাগলপ্রায় বাকরুদ্ধ। তাই ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে টাকা-পয়সা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছেন।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘ওই ঘটনায় প্রাথমিকভাবে বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে। এছাড়া এই দম্পতির আত্মহত্যার নেপথ্যে কী কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের মৃত্যুর পেছনে কোনো প্ররোচনার ঘটনা থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

বগুড়ায় অভিমানে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী

পোস্ট করা হয়েছে : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার শেরপুরে ধর্ষণ চেষ্টার ঘটনার আপোষ-রফার লাখ টাকা না পেয়ে ক্ষোভ ও অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- শেরপুর শহরের হাজিপুর পাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসান (২২) ও তার স্ত্রী মিম আক্তার (১৯)।

শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এই ঘটনায় শনিবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে মিমের সঙ্গে জিসানের বিয়ে হয়। কিন্তু বিয়ের চারবছর আগে শুভগাছা গ্রামের ছামিদুল হকের ছেলে এনামুল হক স্থানীয় মাঠের একটি ভুট্টাক্ষেতে মেয়েটিকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সেই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি এক লাখ টাকার বিনিময়ে বাদি-বিবাদীর মধ্যে আপোষ-রফা হয়।

তাই গত ১৯জানুয়ারি ওই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ওইদিনই আপোষ-রফার ওই টাকা আনতে শ্বশুরবাড়িতে যান জিসান। এসময় স্ত্রী মিমও তার সঙ্গে ছিলেন। কিন্তু টাকা চাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি টাকা না দিয়ে শ্বশুরবাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়। এরপর হাজিপুরে বাসায় ফিরে আসেন তারা।

তবে এই ঘটনায় জিসান-মিম দম্পতির মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে অভিমানী জিসান ও মিম একই সঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকেন। ঘটনাটি জানার পর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী মিম আক্তার এবং পনের মিনিট পর স্বামী জিসান মারা যান বলে সূত্রগুলো নিশ্চিত করেন।

শনিবার সরেজমিনে গেলে ছেলে জিসানকে হারিয়ে বাবা বেল্লাল হোসেন পাগলপ্রায় বাকরুদ্ধ। তাই ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে টাকা-পয়সা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছেন।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘ওই ঘটনায় প্রাথমিকভাবে বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে। এছাড়া এই দম্পতির আত্মহত্যার নেপথ্যে কী কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের মৃত্যুর পেছনে কোনো প্ররোচনার ঘটনা থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।