ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

শ্যামনগরে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় নেত্রী শেখ মাসুদা খানম মেধা

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ১০৭ জন পড়েছেন ।

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার সময়ে, উপজেলা ঈশ্বরীপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জি এম মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জি এম হারুন অর রশিদের সঞ্চালনায়।

মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।তিনি বলেন” আমরা আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।’
সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

তিনি এ সময় আরো বলেন স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করেন শেখ মাসুদা খানম মেধা। তিনি বলেন, ‘২০৪১ সালের সৈনিক হিসেবে তোমাদের (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’

দেশের উন্নয়নের একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ২১ থেকে ৪১ কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, তার একটা কাঠামো, পরিকল্পনা আমাদের সরকার প্রণয়ন করে বাংলাদেশের জনগণের জন্য রেখে যাচ্ছে। এই বদ্বীপ প্রজন্মের পর প্রজন্ম যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে যেন তারা স্মার্টলি বাঁচতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়ার প্রযুক্তি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার আলী আশরাফ,ইউনিয়ন যুবলীগের সভাপতি জি এম আবু জাফর,সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন।মোস্তফা গাজী, জাহাঙ্গীর হোসেন, সুন্নত গাজী, আইয়ুব আলী গাজী, সবুর আলী প্রমূখ।

মতবিনিময় শেষে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং সকল অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিকবৃন্দ, কৃষক- কৃষানীসহ অত্র এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

শ্যামনগরে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় নেত্রী শেখ মাসুদা খানম মেধা

পোস্ট করা হয়েছে : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার সময়ে, উপজেলা ঈশ্বরীপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জি এম মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জি এম হারুন অর রশিদের সঞ্চালনায়।

মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।তিনি বলেন” আমরা আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।’
সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

তিনি এ সময় আরো বলেন স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করেন শেখ মাসুদা খানম মেধা। তিনি বলেন, ‘২০৪১ সালের সৈনিক হিসেবে তোমাদের (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’

দেশের উন্নয়নের একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ২১ থেকে ৪১ কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, তার একটা কাঠামো, পরিকল্পনা আমাদের সরকার প্রণয়ন করে বাংলাদেশের জনগণের জন্য রেখে যাচ্ছে। এই বদ্বীপ প্রজন্মের পর প্রজন্ম যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে যেন তারা স্মার্টলি বাঁচতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়ার প্রযুক্তি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার আলী আশরাফ,ইউনিয়ন যুবলীগের সভাপতি জি এম আবু জাফর,সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন।মোস্তফা গাজী, জাহাঙ্গীর হোসেন, সুন্নত গাজী, আইয়ুব আলী গাজী, সবুর আলী প্রমূখ।

মতবিনিময় শেষে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং সকল অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিকবৃন্দ, কৃষক- কৃষানীসহ অত্র এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।