ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনি সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী নিহত ঝিনাইদহে দুই টাকার খাবারে তৃপ্তির হাঁসি হতদরিদ্রদের মুখে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কালিগঞ্জের শ্রীকলা হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান লাপাত্তা, খোঁজ মিলছেনা ৭ মাসেও

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৭৭ জন পড়েছেন ।

হাফিজুর রহমান শিমুলঃ

দীর্ঘ ৭মাস ধ‌রে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান লাপত্তা। তি‌নি স্কু‌লে আ‌সেন না, পাঠদান থে‌কে বিরত আ‌ছেন এবং স্কু‌লের হা‌জিরা খাতায় স্বাক্ষর ক‌রেননি। এ নিয়ে স্কু‌লে নানা আ‌লোচনা সমা‌লোচনা ও জল্পনা তৈরী হয়েছে। এ‌দি‌কে ঐ শিক্ষক স্কু‌লে না আসায় শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী এবং বিদ্যালয় সমানতা‌লে ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে ম‌র্মে অ‌ভিভাবক‌ তর‌ফে জানা‌গে‌ছে।

এছাড়া আরও জানা‌গে‌ছে যে, আব্দুুর রহমান ছু‌টি নেয়নি। তি‌নি স্কু‌লের প্রধান শিক্ষক কিম্বা স্কুল প‌রিচালনা ক‌মি‌টির কা‌রও সা‌থে কোন যোগা‌যোগ ক‌রেনি। গত ৭ মাস ধ‌রে স্কু‌লে না আসা শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কু‌লের প্রধান শিক্ষক আব্দুর রা‌শে‌দের কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন আমরা তার ব‌্যাপা‌রে খোঁজ খবর নি‌য়ে‌ছি। তার পরিবার থেকে জানানো হয়েছে তি‌নি বা‌ড়ি‌তে নেই। তবে শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ চলে গে‌ছেন।

ই‌তিম‌ধ্যে স্কুলের না আসার কারণ জান‌তে চে‌য়ে আমরা তিনবার তার বাড়ী‌তে নোটিশ পাঠিয়েছি কিন্তু তিনি কোন জবাব দেন নি। গত ছয় মাস ধরে উধাও হওয়া শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ ইশারাত আলী বলেন স্কুল পালা‌নো ঐ শিক্ষ‌ক কেন স্কুলে আস‌ছেনা আমরা তার কারন জা‌নিনা।‌ তার পরিবারের পক্ষ থেকে কোন যোগা‌যোগ করা হয়‌নি। শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ গে‌ছেন।

আব্দুর রহমান দীঘ‌দিন পাঠদান থে‌কে বিরত থাকার কার‌নে স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৭মাস ধরে একজন শিক্ষক কোন কারণ ছাড়া স্কুলে না আসলে ছাত্র-ছাত্রী ক্ষতি হয় এবং তার ক্লাস নেওয়ার জন্য অন্য শিক্ষকের উপর চাপ বা‌ড়ে। আমরা বিষয়টি নিয়ে ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির মি‌টিং‌য়ে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালিগঞ্জের শ্রীকলা হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান লাপাত্তা, খোঁজ মিলছেনা ৭ মাসেও

পোস্ট করা হয়েছে : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

হাফিজুর রহমান শিমুলঃ

দীর্ঘ ৭মাস ধ‌রে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান লাপত্তা। তি‌নি স্কু‌লে আ‌সেন না, পাঠদান থে‌কে বিরত আ‌ছেন এবং স্কু‌লের হা‌জিরা খাতায় স্বাক্ষর ক‌রেননি। এ নিয়ে স্কু‌লে নানা আ‌লোচনা সমা‌লোচনা ও জল্পনা তৈরী হয়েছে। এ‌দি‌কে ঐ শিক্ষক স্কু‌লে না আসায় শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী এবং বিদ্যালয় সমানতা‌লে ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে ম‌র্মে অ‌ভিভাবক‌ তর‌ফে জানা‌গে‌ছে।

এছাড়া আরও জানা‌গে‌ছে যে, আব্দুুর রহমান ছু‌টি নেয়নি। তি‌নি স্কু‌লের প্রধান শিক্ষক কিম্বা স্কুল প‌রিচালনা ক‌মি‌টির কা‌রও সা‌থে কোন যোগা‌যোগ ক‌রেনি। গত ৭ মাস ধ‌রে স্কু‌লে না আসা শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কু‌লের প্রধান শিক্ষক আব্দুর রা‌শে‌দের কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন আমরা তার ব‌্যাপা‌রে খোঁজ খবর নি‌য়ে‌ছি। তার পরিবার থেকে জানানো হয়েছে তি‌নি বা‌ড়ি‌তে নেই। তবে শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ চলে গে‌ছেন।

ই‌তিম‌ধ্যে স্কুলের না আসার কারণ জান‌তে চে‌য়ে আমরা তিনবার তার বাড়ী‌তে নোটিশ পাঠিয়েছি কিন্তু তিনি কোন জবাব দেন নি। গত ছয় মাস ধরে উধাও হওয়া শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ ইশারাত আলী বলেন স্কুল পালা‌নো ঐ শিক্ষ‌ক কেন স্কুলে আস‌ছেনা আমরা তার কারন জা‌নিনা।‌ তার পরিবারের পক্ষ থেকে কোন যোগা‌যোগ করা হয়‌নি। শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ গে‌ছেন।

আব্দুর রহমান দীঘ‌দিন পাঠদান থে‌কে বিরত থাকার কার‌নে স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৭মাস ধরে একজন শিক্ষক কোন কারণ ছাড়া স্কুলে না আসলে ছাত্র-ছাত্রী ক্ষতি হয় এবং তার ক্লাস নেওয়ার জন্য অন্য শিক্ষকের উপর চাপ বা‌ড়ে। আমরা বিষয়টি নিয়ে ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির মি‌টিং‌য়ে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।