ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জনহিতৈষী “ অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রবিউল ইসলাম

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ২৫৩ জন পড়েছেন ।

জনহিতৈষী “ অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রবিউল ইসলাম। আজ ১৯/১০/২০২২ ইংরেজি বুধবার, উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম ও শিল্পকলা একাডেমীর আয়োজনে বিদায়ী ইউএনও মহোদয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে দক্ষ নির্দেশনা ও কার্যকারী পদক্ষেপ কালিগঞ্জ উপজেলায় করোনা সংক্রমন, মৃত্যুহার হ্রাস, খাদ্য সহয়তা ও দুর্যোগে মানুষের পাশে টিমকে রাখায় কালিগঞ্জ করোনা এক্সপার্ঠ টিমের পক্ষ থেকে টিম এডমিন -১ খন্দকার রবিউল ইসলাম, ইউএনও কালিগঞ্জ কে ”জনহিতৈষী “ অ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক,শিল্পী, সমাজসেবক, যুবা, রেডিও সম্প্রচারকর্মীসহ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টির কালিগঞ্জ সংসদের নেতৃবৃন্দ।

খন্দকার রবিউল ইসলাম কালিগঞ্জ উপজেলাকে তারুণ্য দীপ্ত একটি যুবা নেতৃত্বের সুচনা করলেন যা ভালো ভালো কাজ করে তাদের সংগঠনের কার্যক্রম অব্যহত রাখবে। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন -২ সেলিম শাহারীয়ার এই ”জনহিতৈষী” অ্যাওয়ার্ড জনাব খন্দকার রবিউল ইসলামের হাতে তুলে দেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি. কেসিইটির সদস্যবৃন্দ আলোচনা করেন। বিদায়ী কেসিইটির এডমিন -১ খন্দকার রবিউল ইসলাম, ইউএনও কালিগঞ্জ মহোদয় বলেন আমি আপনাদের মত ভালো মানুষ পেয়েছিলাম বলে করোনাকালীন ভালো কাজ করা গেছে। তাছাড়া দুর্যোগকালীন সময়ে টিম ভালো কাজ করে সবাই প্রশাসনের লোক যখন এই বিষয় নিয়ে প্রশংসা করে তখন আমি আপনাদের কথা বলি। আমি জানি আপনারা কি করেছেন। করোনর সময়ে রাস্তাতে ডিউটি করেছেন, মাস্ক দিয়েছেন, অসহয়ায়কে সাহায্য করেছেন,বাড়িতে বাজার করে দিয়েছেন, মৃত্যুব্যক্তির কবর পর্যন্ত খুড়ে দিয়েছেন….।

 

এর প্রতিদান আমি দিতে পারি নাই তবে আজীবন স্মরণ থাকবে। আপনারা এর বিনিময় পাবেন আমার বিশ্বাস।” আজ আমাকে জন-কল্যাণে কাজের জন্য ”জনহিতৈষী ” অ্যাওয়ার্ড দিলেন এটা আপনাদের কাজের জন্য উৎস্বর্গ করলাম। টিমের সকল সদস্যদের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফের বঙ্গনুবাদ ও জায়নামাজ প্রদান করা হয়।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

জনহিতৈষী “ অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রবিউল ইসলাম

পোস্ট করা হয়েছে : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

জনহিতৈষী “ অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রবিউল ইসলাম। আজ ১৯/১০/২০২২ ইংরেজি বুধবার, উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম ও শিল্পকলা একাডেমীর আয়োজনে বিদায়ী ইউএনও মহোদয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে দক্ষ নির্দেশনা ও কার্যকারী পদক্ষেপ কালিগঞ্জ উপজেলায় করোনা সংক্রমন, মৃত্যুহার হ্রাস, খাদ্য সহয়তা ও দুর্যোগে মানুষের পাশে টিমকে রাখায় কালিগঞ্জ করোনা এক্সপার্ঠ টিমের পক্ষ থেকে টিম এডমিন -১ খন্দকার রবিউল ইসলাম, ইউএনও কালিগঞ্জ কে ”জনহিতৈষী “ অ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক,শিল্পী, সমাজসেবক, যুবা, রেডিও সম্প্রচারকর্মীসহ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টির কালিগঞ্জ সংসদের নেতৃবৃন্দ।

খন্দকার রবিউল ইসলাম কালিগঞ্জ উপজেলাকে তারুণ্য দীপ্ত একটি যুবা নেতৃত্বের সুচনা করলেন যা ভালো ভালো কাজ করে তাদের সংগঠনের কার্যক্রম অব্যহত রাখবে। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন -২ সেলিম শাহারীয়ার এই ”জনহিতৈষী” অ্যাওয়ার্ড জনাব খন্দকার রবিউল ইসলামের হাতে তুলে দেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি. কেসিইটির সদস্যবৃন্দ আলোচনা করেন। বিদায়ী কেসিইটির এডমিন -১ খন্দকার রবিউল ইসলাম, ইউএনও কালিগঞ্জ মহোদয় বলেন আমি আপনাদের মত ভালো মানুষ পেয়েছিলাম বলে করোনাকালীন ভালো কাজ করা গেছে। তাছাড়া দুর্যোগকালীন সময়ে টিম ভালো কাজ করে সবাই প্রশাসনের লোক যখন এই বিষয় নিয়ে প্রশংসা করে তখন আমি আপনাদের কথা বলি। আমি জানি আপনারা কি করেছেন। করোনর সময়ে রাস্তাতে ডিউটি করেছেন, মাস্ক দিয়েছেন, অসহয়ায়কে সাহায্য করেছেন,বাড়িতে বাজার করে দিয়েছেন, মৃত্যুব্যক্তির কবর পর্যন্ত খুড়ে দিয়েছেন….।

 

এর প্রতিদান আমি দিতে পারি নাই তবে আজীবন স্মরণ থাকবে। আপনারা এর বিনিময় পাবেন আমার বিশ্বাস।” আজ আমাকে জন-কল্যাণে কাজের জন্য ”জনহিতৈষী ” অ্যাওয়ার্ড দিলেন এটা আপনাদের কাজের জন্য উৎস্বর্গ করলাম। টিমের সকল সদস্যদের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফের বঙ্গনুবাদ ও জায়নামাজ প্রদান করা হয়।