ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা কালিগঞ্জে হয়রানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ডা: বুলবুল কবীর কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই

বারবার গণধোলাই খেয়েও লজ্জা হয়নি নাজমুলের

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৪:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ১০৮ জন পড়েছেন ।

স্টাফ রিপোর্টার :

এরা কারা? কখনো ম্যাজিস্ট্রেট, কখনো ভোক্তাঅধিকার অফিসের লোক, কখনো ডিজিএফআই আবার কখনো ক্রাইম রিপোর্টার অর্থাত সাংবাদিক। আসলে এরা কি সাংবাদিক? না কোন সংঘ্যবদ্ধ প্রতারক চক্র! এমন চক্র রিতিমত সাতক্ষীরা জেলা শহর ও এর বাইরে বিভিন্ন উপজেলার প্রতন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। এদের কে রুখবে কে?

সোমবার সকাল ১ টার দিকে একটি চক্র সাতক্ষীরার তালা উপজেলায় একটি পেট্রোল পাম্পে যেয়ে সেখানে বেশ একটি নাটক সাজিয়ে বেকায়দায় ফেলেন পাম্পের কর্মচারিদের পরে পাম্প মালিককেও নিউজের ভয় দেখিয়ে বেকায়দায় ফেলে ১৫হাজার টাকা আদায় করে ছাড়েন ওই সংঘবদ্ধ চক্র।

সূত্রে জানাগেছে, সোমবার দুপুর ১ টার দিকে তালার মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং ষ্টেশনে যান ওই প্রতারক চক্রের সদস্যরা। প্রথমে একজন একটি আড়াই লিটারের পানির বোতল নিয়ে পাম্পে এক লিটাল পেট্রোল কিনতে চান পাম্পের দায়িত্বে থাকা কর্মচারির কাছে। এসময় পাম্পের কর্মচারি খোলা বোতলে পেট্রোল দিতে অপারকতা জানান। এসময় ওই প্রতারক দায় জানান। তিনি পাম্পের কর্মচারিকে বলেন বলেন ভাই পথে আমার মটরসাইকেল বন্ধ হয়েগেছে, আমি খুব বিপদে পড়েছি বোতলে করেই পেট্রোল দেন। পরে ওই কর্মচারি তার কথা শুনে আড়াই লিটারের পানির বোতলে এক লিটার পেট্রোল দেন। এবার আস্তেআস্তে প্রতারক চক্রের সদস্য ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইনসহ অন্য চার সদস্য হাজির হন পাম্পে এসময় তারা এক সাথে হয়ে পেট্রোল কম আছে বলে সংঘবদ্ধ হয়ে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের লোক বলে পাম্পের সামনে আনাগোনা শুরু করে। এবং মুখ খোলা বোতলে পেট্রোল নিয়ে পাম্পের আশপাশে ঘোরাফেরা করতে থাকে।

প্রতারক চক্রের সদস্য কথিক সাংবাদিক ইব্রাহিম খলিল ও খান নাজমুল হুসাইন পাম্পের ম্যানেজার বাবলু কে ডাকেন তারা অভিযোগ করেন আপনাদের এক লিটার পেট্রোলে কম রয়েছে। এসময় ম্যানেজার বাবলু পাম্পের মেশিনে তৈল কম হয়না বলে চ্যালেঞ্জ করেন। এবং পাম্পে মবিল বিক্রির এক লিটারের ক্যানে মেশিন থেকে আবার এক লিটার পেট্রোল ঢেলে প্রমান করে দেন তাদের মেশিনে তেল কম হয়না। এবার তারা মাপামাপির কাহিনী শেষ করে অভিযোগ করেন আপনাদের পাম্পের তেলে ভেজাল রয়েছে।

এসময় পাম্পের ম্যানেজার তাদের কাছে জানতে চায় আপনারা কারা? জবাবে খান নাজমুল হুসাইন নামের এক যুবক দৈনিক খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কণ্ঠ, দৈনিক অনির্বাণ এর স্টাফ রিপোর্টার ও আলোকিত প্রতিদিন নামক পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইব্রাহিম খলিল তার ভিজিটিং কার্ড বের করে ম্যানেজারকে দেন। এসময় পেট্রোল পাম্পের ম্যানেজার পাম্পের মালিক শেখ আমজাদ হোসেনকে ফোন করে বিষয় টি জানান। শেখ আমজাদ হোসেন তাদের পরিচয় জানতে চান এবং মোবাইল ফোনে তাদেরকে বলেন পাম্পে তেলের মাপ জানতে হলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনী সাথে আনতে হয়।

আপনারা নিয়ম অনুযায়ী আসুন, আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন তাহলে তো নিয়ন-কানুন জানার কথা। এভাবে সাংবাদিকদের পাম্পে আসার নিয়ন নেই। এর পরেও ওই চক্র পাম্পে অবস্থান নিয়ে ইউএনও কে ফোন করে ডাকা হচ্ছে বলে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে পাম্পের কর্মচারিদের মধ্যে ভয়ভিতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এরই মধ্যে পাম্পের মালিক স্থানীয় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত কুমারকে বিষয় টি মোবাইল ফোনে জানান। উপজেলা চেয়ারম্যান ওই চক্রের এক সদস্যের নাম্বারে কল করে পাম্পে আসার কারন জানতে চেয়ে, তিনি বলেন আমি পাম্পে আসছি। এসময় তড়িঘড়ি করে ওই প্রতারক চক্র মটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে বিকাল ৩টার দিকে পাম্পের মালিক সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ওই চক্রেরর সদস্যদের নাম্বার দিয়ে বলেন এদের কাউকে তুমি চেনো? চেয়ারম্যান তাদের ফোনকরে উপজেলায় আসতে বলেন। এবং বিষয়টি জানতে চান। এসময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও পত্রপত্রিকায় নিউজ হবে বলে আবারও শেখ আমজাদ হোসেন কে ভয় দেখানো হয়। শেষে নিউজ হবেনা বলে পাম্পের মালিকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্র।

এব্যাপারে পাম্পের মালিক শেখ আমজাদ হোসেন বলেন, আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমি পুনরায় সদস্য প্রার্থী। নির্বাচনের সময় কোন ঝামেলাই জড়াতে চাই না। তাই তারা যা চায় তাই দিয়ে ঝামেলা মুক্ত হলাম।

এদিকে, সাংবাদিক পরিচয়ে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে খান নাজমুল হুসাইনের বিরুদ্ধে ২০২১ সালের ২৯ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে দেবহাটার উপজেলার কুলিয়া মৎস্য ও রেণু সেডে মৎস্য ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিকালে প্রতারক নাজমুল ও তার অপর সহযোগি রুবেলকে গণধোলাই দেয় ব্যবসায়ীরা। গণধোলাইয়ের শিকার নাজমুল নিজেকে সাতক্ষীরার বাসিন্দা এবং রুবেল আশাশুনির কুল্যা ইউনিয়নের বাসিন্দা উল্লেখ করে একাধিক ভুঁইফোড় ও নামসর্বস্ব পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি দাবী করেন।

গত ৩মাস পূর্বে চাঁদাবাজ খান নাজমুল হুসাইন কলারোয়ায় বেতনা নদী কাটার কাজে অনিয়ম হচ্ছে বলে দায়িত্বে থাকা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে সেখানেও গণধোলাই খায় নাজমুল।
সাধারণ মানুষ এই প্রতারক চক্রের হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

বারবার গণধোলাই খেয়েও লজ্জা হয়নি নাজমুলের

পোস্ট করা হয়েছে : ০৪:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

স্টাফ রিপোর্টার :

এরা কারা? কখনো ম্যাজিস্ট্রেট, কখনো ভোক্তাঅধিকার অফিসের লোক, কখনো ডিজিএফআই আবার কখনো ক্রাইম রিপোর্টার অর্থাত সাংবাদিক। আসলে এরা কি সাংবাদিক? না কোন সংঘ্যবদ্ধ প্রতারক চক্র! এমন চক্র রিতিমত সাতক্ষীরা জেলা শহর ও এর বাইরে বিভিন্ন উপজেলার প্রতন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। এদের কে রুখবে কে?

সোমবার সকাল ১ টার দিকে একটি চক্র সাতক্ষীরার তালা উপজেলায় একটি পেট্রোল পাম্পে যেয়ে সেখানে বেশ একটি নাটক সাজিয়ে বেকায়দায় ফেলেন পাম্পের কর্মচারিদের পরে পাম্প মালিককেও নিউজের ভয় দেখিয়ে বেকায়দায় ফেলে ১৫হাজার টাকা আদায় করে ছাড়েন ওই সংঘবদ্ধ চক্র।

সূত্রে জানাগেছে, সোমবার দুপুর ১ টার দিকে তালার মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং ষ্টেশনে যান ওই প্রতারক চক্রের সদস্যরা। প্রথমে একজন একটি আড়াই লিটারের পানির বোতল নিয়ে পাম্পে এক লিটাল পেট্রোল কিনতে চান পাম্পের দায়িত্বে থাকা কর্মচারির কাছে। এসময় পাম্পের কর্মচারি খোলা বোতলে পেট্রোল দিতে অপারকতা জানান। এসময় ওই প্রতারক দায় জানান। তিনি পাম্পের কর্মচারিকে বলেন বলেন ভাই পথে আমার মটরসাইকেল বন্ধ হয়েগেছে, আমি খুব বিপদে পড়েছি বোতলে করেই পেট্রোল দেন। পরে ওই কর্মচারি তার কথা শুনে আড়াই লিটারের পানির বোতলে এক লিটার পেট্রোল দেন। এবার আস্তেআস্তে প্রতারক চক্রের সদস্য ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইনসহ অন্য চার সদস্য হাজির হন পাম্পে এসময় তারা এক সাথে হয়ে পেট্রোল কম আছে বলে সংঘবদ্ধ হয়ে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের লোক বলে পাম্পের সামনে আনাগোনা শুরু করে। এবং মুখ খোলা বোতলে পেট্রোল নিয়ে পাম্পের আশপাশে ঘোরাফেরা করতে থাকে।

প্রতারক চক্রের সদস্য কথিক সাংবাদিক ইব্রাহিম খলিল ও খান নাজমুল হুসাইন পাম্পের ম্যানেজার বাবলু কে ডাকেন তারা অভিযোগ করেন আপনাদের এক লিটার পেট্রোলে কম রয়েছে। এসময় ম্যানেজার বাবলু পাম্পের মেশিনে তৈল কম হয়না বলে চ্যালেঞ্জ করেন। এবং পাম্পে মবিল বিক্রির এক লিটারের ক্যানে মেশিন থেকে আবার এক লিটার পেট্রোল ঢেলে প্রমান করে দেন তাদের মেশিনে তেল কম হয়না। এবার তারা মাপামাপির কাহিনী শেষ করে অভিযোগ করেন আপনাদের পাম্পের তেলে ভেজাল রয়েছে।

এসময় পাম্পের ম্যানেজার তাদের কাছে জানতে চায় আপনারা কারা? জবাবে খান নাজমুল হুসাইন নামের এক যুবক দৈনিক খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কণ্ঠ, দৈনিক অনির্বাণ এর স্টাফ রিপোর্টার ও আলোকিত প্রতিদিন নামক পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইব্রাহিম খলিল তার ভিজিটিং কার্ড বের করে ম্যানেজারকে দেন। এসময় পেট্রোল পাম্পের ম্যানেজার পাম্পের মালিক শেখ আমজাদ হোসেনকে ফোন করে বিষয় টি জানান। শেখ আমজাদ হোসেন তাদের পরিচয় জানতে চান এবং মোবাইল ফোনে তাদেরকে বলেন পাম্পে তেলের মাপ জানতে হলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনী সাথে আনতে হয়।

আপনারা নিয়ম অনুযায়ী আসুন, আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন তাহলে তো নিয়ন-কানুন জানার কথা। এভাবে সাংবাদিকদের পাম্পে আসার নিয়ন নেই। এর পরেও ওই চক্র পাম্পে অবস্থান নিয়ে ইউএনও কে ফোন করে ডাকা হচ্ছে বলে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে পাম্পের কর্মচারিদের মধ্যে ভয়ভিতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এরই মধ্যে পাম্পের মালিক স্থানীয় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত কুমারকে বিষয় টি মোবাইল ফোনে জানান। উপজেলা চেয়ারম্যান ওই চক্রের এক সদস্যের নাম্বারে কল করে পাম্পে আসার কারন জানতে চেয়ে, তিনি বলেন আমি পাম্পে আসছি। এসময় তড়িঘড়ি করে ওই প্রতারক চক্র মটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে বিকাল ৩টার দিকে পাম্পের মালিক সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ওই চক্রেরর সদস্যদের নাম্বার দিয়ে বলেন এদের কাউকে তুমি চেনো? চেয়ারম্যান তাদের ফোনকরে উপজেলায় আসতে বলেন। এবং বিষয়টি জানতে চান। এসময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও পত্রপত্রিকায় নিউজ হবে বলে আবারও শেখ আমজাদ হোসেন কে ভয় দেখানো হয়। শেষে নিউজ হবেনা বলে পাম্পের মালিকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্র।

এব্যাপারে পাম্পের মালিক শেখ আমজাদ হোসেন বলেন, আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমি পুনরায় সদস্য প্রার্থী। নির্বাচনের সময় কোন ঝামেলাই জড়াতে চাই না। তাই তারা যা চায় তাই দিয়ে ঝামেলা মুক্ত হলাম।

এদিকে, সাংবাদিক পরিচয়ে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে খান নাজমুল হুসাইনের বিরুদ্ধে ২০২১ সালের ২৯ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে দেবহাটার উপজেলার কুলিয়া মৎস্য ও রেণু সেডে মৎস্য ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিকালে প্রতারক নাজমুল ও তার অপর সহযোগি রুবেলকে গণধোলাই দেয় ব্যবসায়ীরা। গণধোলাইয়ের শিকার নাজমুল নিজেকে সাতক্ষীরার বাসিন্দা এবং রুবেল আশাশুনির কুল্যা ইউনিয়নের বাসিন্দা উল্লেখ করে একাধিক ভুঁইফোড় ও নামসর্বস্ব পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি দাবী করেন।

গত ৩মাস পূর্বে চাঁদাবাজ খান নাজমুল হুসাইন কলারোয়ায় বেতনা নদী কাটার কাজে অনিয়ম হচ্ছে বলে দায়িত্বে থাকা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে সেখানেও গণধোলাই খায় নাজমুল।
সাধারণ মানুষ এই প্রতারক চক্রের হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছেন।