ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৩:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ১১১ জন পড়েছেন ।

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

সাজা প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সালিমপুর তারাগুনিয়া গ্রামের বাসিন্দা মৃত বকস মণ্ডলের ছেলে জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)। এদের মধ্যে জানবার ও গোলাম মোস্তফা শারিরীক প্রতিবন্ধী।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ মার্চ রাত সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে উপজেলার সালিমপুর মাঠের জমি থেকে প্রতিপক্ষের লোকেরা গম কেটে নিচ্ছে এমন সংবাদ পেয়ে জমির মালিক ওয়াজেদ আলী তার ছেলেদের সঙ্গে গমের জমিতে যান। এ সময় গম কাটতে নিষেধ করায় আসামিরা দেশীয় ধারাল অস্ত্র নিয়ে জমির মালিক ওয়াজেদ আলীকে কুপিয়ে জখম করে এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন দৌলতপুর থানায়।

মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে কৃষক ওয়াজেদ আলী হত্যায় জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক ফয়সাল হোসেন। স্বাক্ষ্য শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ওয়াজেদ আলীকে হত্যার দায়ে আপন ৫ সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

তবে এ মামলার রায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী ড. অ্যাড. সুধীর কুমার শর্মা। সূত্র সমকাল

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

পোস্ট করা হয়েছে : ০৩:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

সাজা প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সালিমপুর তারাগুনিয়া গ্রামের বাসিন্দা মৃত বকস মণ্ডলের ছেলে জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)। এদের মধ্যে জানবার ও গোলাম মোস্তফা শারিরীক প্রতিবন্ধী।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ মার্চ রাত সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে উপজেলার সালিমপুর মাঠের জমি থেকে প্রতিপক্ষের লোকেরা গম কেটে নিচ্ছে এমন সংবাদ পেয়ে জমির মালিক ওয়াজেদ আলী তার ছেলেদের সঙ্গে গমের জমিতে যান। এ সময় গম কাটতে নিষেধ করায় আসামিরা দেশীয় ধারাল অস্ত্র নিয়ে জমির মালিক ওয়াজেদ আলীকে কুপিয়ে জখম করে এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন দৌলতপুর থানায়।

মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে কৃষক ওয়াজেদ আলী হত্যায় জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক ফয়সাল হোসেন। স্বাক্ষ্য শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ওয়াজেদ আলীকে হত্যার দায়ে আপন ৫ সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

তবে এ মামলার রায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী ড. অ্যাড. সুধীর কুমার শর্মা। সূত্র সমকাল