ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি,ক্ষতিসাধন বিষয়ে নির্দেশনায় ইউএনও খন্দকার রবিউল ইসলাম প্রশংসিত (ভিডিও)

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৪ জন পড়েছেন ।

ডেক্স : সাউন্ড অব কমিউনিটি

আজ (২০.০৯.২০২২) মঙ্গলবার বেলা ০১.২০ মিনিটে কালিগঞ্জ ইউএনও অফিসে সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি সাধন বিষয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এই অভিযোগটি করেন রহিমপুর শেখপাড়ার অধিবাসী শেখ সেলিম শাহারীয়ার, পিতা- বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দীন আহম্মেদ (মৃত), গ্রাম- রহিমপুর, তারালী, কালিগঞ্জ, সাতক্ষীরা, স্থানীয় কয়েকজন লিসে জমি নেয়া মাছ চাষি শেখ আকরাম, পিতা মৃত শেখ অজেত আলী,গ্রাম- রহিমপুর, তারালী, কালিগঞ্জ, সাতক্ষীরা, শেখ আমজাদ, পিতা-শেখ মৃত শেখ অজেত আলীসহ রহিমপুর গ্রাম সমিতির দায়িত্বে থাকা মোছাঃ মেহরুন নেসা, পিতা শেখ লুৎফার রহমান ও মোছা ময়না খাতুন, স্বামী- শেখ আমজাদ আলীর বিরুদ্ধে। সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি সাধন করেছে যার মূল্য ২ লক্ষ টাকার অধিক। বর্তমানে উক্ত ইটের সলিং রাস্তাটিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ী-ঘর হুমকির সম্মুখিন। কালিগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেড খন্দকার রবিউল ইসলাম অভিযোগকারীর কথা শুনেন তার পর বিবাদীদের কথা শুনেন।

তারা যে সরকারি ইটের সলিং রাস্তাটি মাছের ঘেরর ভেড়িবাঁধ হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি করছে এবিষয় প্রশ্ন করলে বিবাদী নিজ জায়গা/ খাস জায়গা / পনি সরানো বিষয় নানা অজুহাত খাড়া করে। তখন ইউএনও মহোদয় বলেন আমার কাছে উক্ত রাস্তার ভিডিও আছে আমি এখানে বসে দেখাতে পারি আপনারা কি ক্ষতি করেছেন। শেখ আকরাম এর নিকট ইউএনও মহোদয় বলেন আপনি কি ঘের বা পুকুর খনন বিষয়ে নিয়ম-কানুন জানেন। উত্তরে বলেন আমি মুর্খ মানুষ অত জানি না। তারপর ইউএনও মহোদয় আইনে যে উল্লেখ আছে আপনার নিজ সম্পত্তি যদি রাস্তা বা মানুষের বাড়ি-ঘরের নিকটে হয় তবে ১০ফুট দুরে যেতে হবে সিমানা থেকে। এই ১০ ফুটের মধ্যে হবে আউট ড্রেন তারপর ভেড়ি বাঁধ। আপনাদের আদেশ দিচ্ছি আগামী ১ মাস পর আমি নিজে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবো তখন যদি ১০ফুট দুরে ভেড়িবাঁধ না দেখতে পাই আইনের বিধান অনুযায়ী জরিমানা ও জেল দেয়া হবে।

এই নির্দেশনা দিয়ে আজকের শুনানি শেষ হয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে কালিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে যেখানে এই ধরনের সমস্যা বিদ্যমান সেই সকল ভূক্তভূগীরা, সুশীলসমাজসহ সর্বস্তরের মানুষ ধন্যবাদ দিয়েছেন ইউএনও মহোদয় খন্দকার রবিউল ইসলামকে। পাশাপাশি নড়েচড়ে বসেছে যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা। কালিগঞ্জবাসী এমন সমস্যার সমাধানে কঠিন ও দ্রুত নির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ক্ষতিসাধন রাস্তা  ও মাছের ঘেরের —ভিডিও

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি,ক্ষতিসাধন বিষয়ে নির্দেশনায় ইউএনও খন্দকার রবিউল ইসলাম প্রশংসিত (ভিডিও)

পোস্ট করা হয়েছে : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

ডেক্স : সাউন্ড অব কমিউনিটি

আজ (২০.০৯.২০২২) মঙ্গলবার বেলা ০১.২০ মিনিটে কালিগঞ্জ ইউএনও অফিসে সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি সাধন বিষয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এই অভিযোগটি করেন রহিমপুর শেখপাড়ার অধিবাসী শেখ সেলিম শাহারীয়ার, পিতা- বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দীন আহম্মেদ (মৃত), গ্রাম- রহিমপুর, তারালী, কালিগঞ্জ, সাতক্ষীরা, স্থানীয় কয়েকজন লিসে জমি নেয়া মাছ চাষি শেখ আকরাম, পিতা মৃত শেখ অজেত আলী,গ্রাম- রহিমপুর, তারালী, কালিগঞ্জ, সাতক্ষীরা, শেখ আমজাদ, পিতা-শেখ মৃত শেখ অজেত আলীসহ রহিমপুর গ্রাম সমিতির দায়িত্বে থাকা মোছাঃ মেহরুন নেসা, পিতা শেখ লুৎফার রহমান ও মোছা ময়না খাতুন, স্বামী- শেখ আমজাদ আলীর বিরুদ্ধে। সরকারি রাস্তাকে মাছের ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি সাধন করেছে যার মূল্য ২ লক্ষ টাকার অধিক। বর্তমানে উক্ত ইটের সলিং রাস্তাটিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ী-ঘর হুমকির সম্মুখিন। কালিগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেড খন্দকার রবিউল ইসলাম অভিযোগকারীর কথা শুনেন তার পর বিবাদীদের কথা শুনেন।

তারা যে সরকারি ইটের সলিং রাস্তাটি মাছের ঘেরর ভেড়িবাঁধ হিসাবে ব্যবহার করে ব্যপক ক্ষতি করছে এবিষয় প্রশ্ন করলে বিবাদী নিজ জায়গা/ খাস জায়গা / পনি সরানো বিষয় নানা অজুহাত খাড়া করে। তখন ইউএনও মহোদয় বলেন আমার কাছে উক্ত রাস্তার ভিডিও আছে আমি এখানে বসে দেখাতে পারি আপনারা কি ক্ষতি করেছেন। শেখ আকরাম এর নিকট ইউএনও মহোদয় বলেন আপনি কি ঘের বা পুকুর খনন বিষয়ে নিয়ম-কানুন জানেন। উত্তরে বলেন আমি মুর্খ মানুষ অত জানি না। তারপর ইউএনও মহোদয় আইনে যে উল্লেখ আছে আপনার নিজ সম্পত্তি যদি রাস্তা বা মানুষের বাড়ি-ঘরের নিকটে হয় তবে ১০ফুট দুরে যেতে হবে সিমানা থেকে। এই ১০ ফুটের মধ্যে হবে আউট ড্রেন তারপর ভেড়ি বাঁধ। আপনাদের আদেশ দিচ্ছি আগামী ১ মাস পর আমি নিজে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবো তখন যদি ১০ফুট দুরে ভেড়িবাঁধ না দেখতে পাই আইনের বিধান অনুযায়ী জরিমানা ও জেল দেয়া হবে।

এই নির্দেশনা দিয়ে আজকের শুনানি শেষ হয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে কালিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে যেখানে এই ধরনের সমস্যা বিদ্যমান সেই সকল ভূক্তভূগীরা, সুশীলসমাজসহ সর্বস্তরের মানুষ ধন্যবাদ দিয়েছেন ইউএনও মহোদয় খন্দকার রবিউল ইসলামকে। পাশাপাশি নড়েচড়ে বসেছে যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা। কালিগঞ্জবাসী এমন সমস্যার সমাধানে কঠিন ও দ্রুত নির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ক্ষতিসাধন রাস্তা  ও মাছের ঘেরের —ভিডিও