ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ নিন্দা জানিয়ে বিবৃতি

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০২:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ১১০ জন পড়েছেন ।

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে কতিপয় ব্যক্তি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবটির অবকাঠামো উন্নয়ন না থাকলেও পরবর্তীতে প্রেসক্লাবের নিজস্ব ভবনে হাটি হাটি পাপা করে বর্তমান প্রেসক্লাবটি কাকশিয়ালী, যমুনা নদীর পলিটটে থানা ও মুক্তিযোদ্ধা সংসদের পাশে একতলা ভবনে সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে। বর্তমানে দ্বিতলা ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলমান আছে। এ অঞ্চলের লাঞ্চিত, বঞ্চিত, নির্যাতিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব। শুধু তাই নয় অবহেলিত এলাকার উন্নয়ন কার্যক্রম ও অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনি দিয়ে সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিগোচরে সক্ষম হয়েছেন। সে লক্ষ্যে অদ্যবধি সততার সহিত কাজ করছে। এ অঞ্চলের সমস্যার সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রেসক্লাবটি অনন্য অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

জাতীয় দিবস ও আন্তর্জাতিক দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মধ্যদিয়ে সাংবাদিকরা একত্রিত বসে কাজ করে থাকেন। কালিগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা তাদের উদ্দেশ্য কি ? সচেতন ও শান্তিপ্রিয় কালিগঞ্জ বাসিসহ সকলকে জানতে এবং বুঝতে হবে। কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয় এমন কিছু ব্যক্তি ও সাংবাদিক নামধারী, ইতিপূর্বে চাঁদাবাজি ও বিভিন্ন অনিমের অভিযোগে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত সদস্য সহ বিতর্কিতদের নিয়ে প্রেসক্লাবের মধ্যে ঘাপটি মেরে থাকা ৩/৪ জন ধুরন্ধর স্বার্থন্বেষী মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদেরকে অনেকেই চেনেন এবং জানেন। তাদের পরিবারের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাসিল করতে তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্র ও হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে আদালতে একটি মিথ্যা অভিযোগ দিয়েছে। পাশাপাশি প্রেসক্লাবের গঠনতন্ত্রকে উপেক্ষা করে নির্বাচিত কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি ঘোষণা করেছে, যেটি সম্পূর্ণ ষড়যন্ত্র, অবৈধ ও অনিয়মতান্ত্রিক। কমিটির অধিকাংশ প্রেসক্লাবের সদস্য নয়, বিতর্কিত এই কমিটি গঠন করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ধ্বংস করতে পায়তারা করছে । বর্তমানে সফু ও বাচ্চু প্যানেলের কার্যকরী কমিটির সদস্যরা উকিলের মাধ্যমে আদালতে জবাব দিয়েছে। প্রেসক্লাবের প্রতিপক্ষরা কি চায় ? তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিংবা আদালতের রায়কে শ্রদ্ধা প্রদর্শন না করে তাদের হটকারী সিদ্ধান্ত সাধারণ জনগণ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা মেনে নেবে এমনটা আশা করা উচিত নয়। প্রেসক্লাবের ৫৬ জন সদস্যদের মধ্য থেকে তিন থেকে চারজন সদস্য এবং বহিরাগত বিতর্কিত সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তিত্ব নিয়ে প্রেসক্লাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তি পরিচয় ও সামাজিক পরিচয় কালিগঞ্জবাসী আগামীতে জানতে পারবে।

চক্রান্তকারীরা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে তথাকথিত একটি কমিটি গঠন করে তারা আদালতের ও গঠনতন্ত্রের উপেক্ষা করে কালিগঞ্জ প্রেসক্লাবের প্যাড ও সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল নকল করে প্রতারণা করছে। প্রেসক্লাবের সদস্যরা এই বিতর্কিত কমিটির বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ সহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা প্রেসক্লাবের গঠনতন্ত্রকে মানে না। প্রেসক্লাবের সাধারণ সভায় ৫৬ সদস্যর মধ্যে থেকে ৪৯ সদস্যদের সিদ্ধান্ত কে মানে না। ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কয়েকটি পত্রিকায় বিভিন্ন বিতর্কিত সংবাদ প্রকাশ করছে। কালিগঞ্জ প্রেসক্লাবের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাবের সভাপতি সফু, সাধারণ সম্পাদক বাচ্চু প্যানেল।

এখানে কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিষয়ে সকলকে অবগত করতে চাই, গত ৭ /৭ /২০২২ তারিখে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের ৫৬ জন সদস্যের মধ্য থেকে ৪৯ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে খাসড়া ভোটার তালিকা অনুমোদন ও প্রেসক্লাবের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন-২২ গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হন প্রেসক্লাবের সদস্য ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সদস্য ও চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, নির্বাচন দপ্তর সম্পাদক প্রেসক্লাবের সদস্য ও বড়শিমলা কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। নির্বাচন কমিশন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৫৬ জন সদস্যের ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করেন এবং ১৮ জুলাই-২২, প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২১ থেকে ২৩ জুলাই মনোনয়নপত্র ক্রয় ও জমাদান। ২৪ জুলাই বাছাই। ২৫ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এবং ৬ আগস্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একুশে জুলাই সভাপতি পদে শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক পদে সুকুমার দাশ বাচ্চু সহ ১৩ টি পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত তারিখে আর কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ২৬ জুলাই চূড়ান্ত নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এদিকে প্রেসক্লাবের কতিপয় চক্রান্তকারী সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী না হয়েও নির্বাচন বিষয়ে ভুল তথ্য দিয়ে ৬ আগস্ট নির্বাচন হচ্ছে এবং তাদেরকে মারপিট করে প্রেসক্লাব থেকে বাহির করা হচ্ছে এ ধরনের অভিযোগ এনে
গত ২৮ জুলই আদালতে অভিযোগ দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার ২৬ জুলাই ২২ নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ নিন্দা জানিয়ে বিবৃতি

পোস্ট করা হয়েছে : ০২:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে কতিপয় ব্যক্তি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবটির অবকাঠামো উন্নয়ন না থাকলেও পরবর্তীতে প্রেসক্লাবের নিজস্ব ভবনে হাটি হাটি পাপা করে বর্তমান প্রেসক্লাবটি কাকশিয়ালী, যমুনা নদীর পলিটটে থানা ও মুক্তিযোদ্ধা সংসদের পাশে একতলা ভবনে সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে। বর্তমানে দ্বিতলা ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলমান আছে। এ অঞ্চলের লাঞ্চিত, বঞ্চিত, নির্যাতিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব। শুধু তাই নয় অবহেলিত এলাকার উন্নয়ন কার্যক্রম ও অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনি দিয়ে সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিগোচরে সক্ষম হয়েছেন। সে লক্ষ্যে অদ্যবধি সততার সহিত কাজ করছে। এ অঞ্চলের সমস্যার সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রেসক্লাবটি অনন্য অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

জাতীয় দিবস ও আন্তর্জাতিক দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মধ্যদিয়ে সাংবাদিকরা একত্রিত বসে কাজ করে থাকেন। কালিগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা তাদের উদ্দেশ্য কি ? সচেতন ও শান্তিপ্রিয় কালিগঞ্জ বাসিসহ সকলকে জানতে এবং বুঝতে হবে। কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয় এমন কিছু ব্যক্তি ও সাংবাদিক নামধারী, ইতিপূর্বে চাঁদাবাজি ও বিভিন্ন অনিমের অভিযোগে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত সদস্য সহ বিতর্কিতদের নিয়ে প্রেসক্লাবের মধ্যে ঘাপটি মেরে থাকা ৩/৪ জন ধুরন্ধর স্বার্থন্বেষী মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদেরকে অনেকেই চেনেন এবং জানেন। তাদের পরিবারের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাসিল করতে তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্র ও হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে আদালতে একটি মিথ্যা অভিযোগ দিয়েছে। পাশাপাশি প্রেসক্লাবের গঠনতন্ত্রকে উপেক্ষা করে নির্বাচিত কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি ঘোষণা করেছে, যেটি সম্পূর্ণ ষড়যন্ত্র, অবৈধ ও অনিয়মতান্ত্রিক। কমিটির অধিকাংশ প্রেসক্লাবের সদস্য নয়, বিতর্কিত এই কমিটি গঠন করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ধ্বংস করতে পায়তারা করছে । বর্তমানে সফু ও বাচ্চু প্যানেলের কার্যকরী কমিটির সদস্যরা উকিলের মাধ্যমে আদালতে জবাব দিয়েছে। প্রেসক্লাবের প্রতিপক্ষরা কি চায় ? তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিংবা আদালতের রায়কে শ্রদ্ধা প্রদর্শন না করে তাদের হটকারী সিদ্ধান্ত সাধারণ জনগণ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা মেনে নেবে এমনটা আশা করা উচিত নয়। প্রেসক্লাবের ৫৬ জন সদস্যদের মধ্য থেকে তিন থেকে চারজন সদস্য এবং বহিরাগত বিতর্কিত সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তিত্ব নিয়ে প্রেসক্লাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তি পরিচয় ও সামাজিক পরিচয় কালিগঞ্জবাসী আগামীতে জানতে পারবে।

চক্রান্তকারীরা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে তথাকথিত একটি কমিটি গঠন করে তারা আদালতের ও গঠনতন্ত্রের উপেক্ষা করে কালিগঞ্জ প্রেসক্লাবের প্যাড ও সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল নকল করে প্রতারণা করছে। প্রেসক্লাবের সদস্যরা এই বিতর্কিত কমিটির বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ সহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা প্রেসক্লাবের গঠনতন্ত্রকে মানে না। প্রেসক্লাবের সাধারণ সভায় ৫৬ সদস্যর মধ্যে থেকে ৪৯ সদস্যদের সিদ্ধান্ত কে মানে না। ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কয়েকটি পত্রিকায় বিভিন্ন বিতর্কিত সংবাদ প্রকাশ করছে। কালিগঞ্জ প্রেসক্লাবের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাবের সভাপতি সফু, সাধারণ সম্পাদক বাচ্চু প্যানেল।

এখানে কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিষয়ে সকলকে অবগত করতে চাই, গত ৭ /৭ /২০২২ তারিখে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের ৫৬ জন সদস্যের মধ্য থেকে ৪৯ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে খাসড়া ভোটার তালিকা অনুমোদন ও প্রেসক্লাবের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন-২২ গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হন প্রেসক্লাবের সদস্য ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সদস্য ও চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, নির্বাচন দপ্তর সম্পাদক প্রেসক্লাবের সদস্য ও বড়শিমলা কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। নির্বাচন কমিশন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৫৬ জন সদস্যের ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করেন এবং ১৮ জুলাই-২২, প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২১ থেকে ২৩ জুলাই মনোনয়নপত্র ক্রয় ও জমাদান। ২৪ জুলাই বাছাই। ২৫ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এবং ৬ আগস্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একুশে জুলাই সভাপতি পদে শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক পদে সুকুমার দাশ বাচ্চু সহ ১৩ টি পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত তারিখে আর কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ২৬ জুলাই চূড়ান্ত নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এদিকে প্রেসক্লাবের কতিপয় চক্রান্তকারী সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী না হয়েও নির্বাচন বিষয়ে ভুল তথ্য দিয়ে ৬ আগস্ট নির্বাচন হচ্ছে এবং তাদেরকে মারপিট করে প্রেসক্লাব থেকে বাহির করা হচ্ছে এ ধরনের অভিযোগ এনে
গত ২৮ জুলই আদালতে অভিযোগ দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার ২৬ জুলাই ২২ নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।