ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জের নাজিমগঞ্জ মার্কেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০২:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৫৪ জন পড়েছেন ।

কালিগঞ্জ প্রতিনিধি

কালিগঞ্জের নাজিমগঞ্জ মার্কেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় পছন্দের বিষয়টি উঠে এসেছে নারীদের পছন্দ থ্রি-পিস এবং পুরুষের পাঞ্জাবি ও শার্ট। বৃহস্পতিবার মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। নাজিমগঞ্জ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ঈদকে ঘিরে তরুণীদের কাছে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং ও হাতের কাজের ডিজাইনের থ্রি-পিস। এগুলোর মধ্যে পাকিস্তানি লনের পাশাপাশি কটন, টিস্যু, মসলিন, জর্জেট, সিল্ক ও চায়না কটন থ্রি-পিস বিক্রি হচ্ছে। টেক্স ওয়ান, সাদিকা কালেকশন, এসটেক্স থ্রি-পিস। তারা আরো বলেন, এবারের ঈদ বাজারে প্রথম দিকে কাঁচা বাদাম থ্রি-পিসের ব্যাপক চাহিদা ছিলো, এখন তেমন চাহিদা নেই। তবে দেশী সুতি হাতে কাজ করা থ্রি-পিসগুলো বেশী বিক্রি হচ্ছে। দামও নাগালের মধ্যেই। মার্কেটের রিপন ফ্যাশন ওয়ার থেকে শিক্ষার্থী সুমি আক্তার তিনটি থ্রি-পিস কিনেছেন। এসময় কেনাকাটায় বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, থ্রি-পিসের বিকল্প নেই। কাঁচা বাদাম থ্রি-পিস পছন্দ হয়নি। ঈদে সুতি কাজ করা থ্রি-পিস নিয়েছি। এটা সবসময় ব্যবহার করা যাবে। বাবার জন্য পাঞ্জাবি ও ছোট ভাইদের জন্য জিন্স প্যান্ট ও শার্ট নিয়েছি। আর মায়ের জন্য জামদানি শাড়ি কিনেছি। বিক্রেতা ফিরোজ বলেন, প্রতি ঈদেই আমরা পোশাকে ভিন্নতা আনার চেষ্টা করি। এবার মা-মেয়ে ও বাবা-ছেলের জন্য মেচিং করে পোশাক এসেছে। বিক্রিও ভালো হচ্ছে। থ্রি-পিস বিক্রেতা নুরুজ্জামান বলেন, রোজার প্রথমদিকে কাঁচা বাদাম থ্রি-পিস বেশ চলেছে। এখন ক্রেতারা চাচ্ছে গাউন, ওয়ান-পিস, টু-পিস, জামদানি থ্রি-পিস। আল আমিন নামের এক পাঞ্জাবি ক্রেতা বলেন, দেশি পোশাক বরাবরই পছন্দ। আমি ও আমার বাবার জন্য সুতির পাঞ্জাবি কিনছি। নাজিমগঞ্জ মার্কেটের রিপন ফ্যাশন ওয়ারের স্বত্ত্বাধিকারী তানভীর রহমান বলেন, কয়েক বছর ধরেই মধ্যবিত্তের পছন্দের তালিকায় রয়েছে থ্রি-পিস। বিশেষ করে পাকিস্তানি লন ও দেশী সুতি কাজ করা থ্রি-পিসগুলো বেশি চলছে। সাথে পুরুষের পাঞ্জাবি ও শার্ট।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কালিগঞ্জের নাজিমগঞ্জ মার্কেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা

পোস্ট করা হয়েছে : ০২:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি

কালিগঞ্জের নাজিমগঞ্জ মার্কেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় পছন্দের বিষয়টি উঠে এসেছে নারীদের পছন্দ থ্রি-পিস এবং পুরুষের পাঞ্জাবি ও শার্ট। বৃহস্পতিবার মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। নাজিমগঞ্জ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ঈদকে ঘিরে তরুণীদের কাছে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং ও হাতের কাজের ডিজাইনের থ্রি-পিস। এগুলোর মধ্যে পাকিস্তানি লনের পাশাপাশি কটন, টিস্যু, মসলিন, জর্জেট, সিল্ক ও চায়না কটন থ্রি-পিস বিক্রি হচ্ছে। টেক্স ওয়ান, সাদিকা কালেকশন, এসটেক্স থ্রি-পিস। তারা আরো বলেন, এবারের ঈদ বাজারে প্রথম দিকে কাঁচা বাদাম থ্রি-পিসের ব্যাপক চাহিদা ছিলো, এখন তেমন চাহিদা নেই। তবে দেশী সুতি হাতে কাজ করা থ্রি-পিসগুলো বেশী বিক্রি হচ্ছে। দামও নাগালের মধ্যেই। মার্কেটের রিপন ফ্যাশন ওয়ার থেকে শিক্ষার্থী সুমি আক্তার তিনটি থ্রি-পিস কিনেছেন। এসময় কেনাকাটায় বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, থ্রি-পিসের বিকল্প নেই। কাঁচা বাদাম থ্রি-পিস পছন্দ হয়নি। ঈদে সুতি কাজ করা থ্রি-পিস নিয়েছি। এটা সবসময় ব্যবহার করা যাবে। বাবার জন্য পাঞ্জাবি ও ছোট ভাইদের জন্য জিন্স প্যান্ট ও শার্ট নিয়েছি। আর মায়ের জন্য জামদানি শাড়ি কিনেছি। বিক্রেতা ফিরোজ বলেন, প্রতি ঈদেই আমরা পোশাকে ভিন্নতা আনার চেষ্টা করি। এবার মা-মেয়ে ও বাবা-ছেলের জন্য মেচিং করে পোশাক এসেছে। বিক্রিও ভালো হচ্ছে। থ্রি-পিস বিক্রেতা নুরুজ্জামান বলেন, রোজার প্রথমদিকে কাঁচা বাদাম থ্রি-পিস বেশ চলেছে। এখন ক্রেতারা চাচ্ছে গাউন, ওয়ান-পিস, টু-পিস, জামদানি থ্রি-পিস। আল আমিন নামের এক পাঞ্জাবি ক্রেতা বলেন, দেশি পোশাক বরাবরই পছন্দ। আমি ও আমার বাবার জন্য সুতির পাঞ্জাবি কিনছি। নাজিমগঞ্জ মার্কেটের রিপন ফ্যাশন ওয়ারের স্বত্ত্বাধিকারী তানভীর রহমান বলেন, কয়েক বছর ধরেই মধ্যবিত্তের পছন্দের তালিকায় রয়েছে থ্রি-পিস। বিশেষ করে পাকিস্তানি লন ও দেশী সুতি কাজ করা থ্রি-পিসগুলো বেশি চলছে। সাথে পুরুষের পাঞ্জাবি ও শার্ট।