ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ১১১ জন পড়েছেন ।

পরকীয়ার জেরে প্রেমিক সহ স্বামীকে জবাই করে হত্যা মামলার রায়ে ১২ এপ্রিল লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক আজ স্ত্রী সহ প্রেমিক কে যাবজ্জীবন কারা ভোগ ও সহ উভয়ের ১০ হাজার টাকা করে জড়িমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও এক মাসের করে ভোগের আদেশ দেন আদালত। ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট গ্রামের। ওই গ্রামে বসবাস করতেন রিক্সা চালক হামিদার রহমান(৩৫)। সে প্রয়োজনে কখনও নিজ এলাকায় আবার কখনও জেলার বাইরে রিক্সা চলিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের দুই ছেলে আর দুই কন্যা মিয়ে ৬ জনের সংসার চলতো কোন রকমে।

এঅবস্থায় একই গ্রামের অধিবাসী তাদের বাড়ির পার্শেই জমি কিনে বাড়ি করে জনৈক সিরাজুল(৪০)ইসলাম পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। হামিদার রহমান বেশিরভাগ সময় বাড়িতে না থাকার সুবাদে সিরাজুল ইসলাম তার স্ত্রী মনোয়ারা বেগমে (৩০) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ২০১৮ সালের ২৩ জানুয়ারী বিকেলে রিক্সা চালক হামিদার রহমান বাড়ি ফিরে নিজেদের শয়ন কক্ষের বিছানায় সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তারা হামিদারের উপস্থিতি টের পায়।এসম হামিদার শয়ন কক্ষ থেকে বেড় হয়ে রান্না ঘড়ে যায়। সিরাজুলও রান্নাঘড়ে গেলে উভয়ের মধ্যে দস্তাধস্তি শুরু হয়। এতে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেয় স্ত্রীও।এক পর্যায়ে তারা উভয়ে রান্নাঘড়ে থাকা ব্যাবহারিত ধারালো ছুরি দিয়ে জবাই করে স্বামী হামিদার রহমানকে।পরে সিরাজুল ইসলাম দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় পরের দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারী মৃত হামিদার রহমানের ভগ্নীপতি মজিবর রহমান পাটগ্রাম থানায় সিরাজুল ইসলাম ও মনোয়ারায় বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ মনোয়ারা বেগম ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করলে বিজ্ঞা আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।

মামলাটি দীর্ঘ চলে লালমবিরহাট জেলা জজ আদালতে। মামলায় উপস্থাপিত বিষয়াদি প্রমানে বাদীপক্ষ সক্ষম হওয়ায় জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মিজানুর রহমান স্ত্রী মনোয়ারা বেগম ও তার প্রেমীক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাভোগ উভয়ের ১০ হাজার টাকা করে জড়িমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগের দন্ডাদেশ বাড়িয়ে দেন।

মামলার রায়ে বাদীপক্ষ ও বিজ্ঞা কৌশলী আকমল হোসেন সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।অপরদিক এ মামলার বাদী মজিবর রহমান জানান, এ রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।তিনি দ্রুত রায় কার্যকরের দাবী জানান।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন

পোস্ট করা হয়েছে : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

পরকীয়ার জেরে প্রেমিক সহ স্বামীকে জবাই করে হত্যা মামলার রায়ে ১২ এপ্রিল লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক আজ স্ত্রী সহ প্রেমিক কে যাবজ্জীবন কারা ভোগ ও সহ উভয়ের ১০ হাজার টাকা করে জড়িমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও এক মাসের করে ভোগের আদেশ দেন আদালত। ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট গ্রামের। ওই গ্রামে বসবাস করতেন রিক্সা চালক হামিদার রহমান(৩৫)। সে প্রয়োজনে কখনও নিজ এলাকায় আবার কখনও জেলার বাইরে রিক্সা চলিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের দুই ছেলে আর দুই কন্যা মিয়ে ৬ জনের সংসার চলতো কোন রকমে।

এঅবস্থায় একই গ্রামের অধিবাসী তাদের বাড়ির পার্শেই জমি কিনে বাড়ি করে জনৈক সিরাজুল(৪০)ইসলাম পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। হামিদার রহমান বেশিরভাগ সময় বাড়িতে না থাকার সুবাদে সিরাজুল ইসলাম তার স্ত্রী মনোয়ারা বেগমে (৩০) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ২০১৮ সালের ২৩ জানুয়ারী বিকেলে রিক্সা চালক হামিদার রহমান বাড়ি ফিরে নিজেদের শয়ন কক্ষের বিছানায় সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তারা হামিদারের উপস্থিতি টের পায়।এসম হামিদার শয়ন কক্ষ থেকে বেড় হয়ে রান্না ঘড়ে যায়। সিরাজুলও রান্নাঘড়ে গেলে উভয়ের মধ্যে দস্তাধস্তি শুরু হয়। এতে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেয় স্ত্রীও।এক পর্যায়ে তারা উভয়ে রান্নাঘড়ে থাকা ব্যাবহারিত ধারালো ছুরি দিয়ে জবাই করে স্বামী হামিদার রহমানকে।পরে সিরাজুল ইসলাম দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় পরের দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারী মৃত হামিদার রহমানের ভগ্নীপতি মজিবর রহমান পাটগ্রাম থানায় সিরাজুল ইসলাম ও মনোয়ারায় বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ মনোয়ারা বেগম ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করলে বিজ্ঞা আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।

মামলাটি দীর্ঘ চলে লালমবিরহাট জেলা জজ আদালতে। মামলায় উপস্থাপিত বিষয়াদি প্রমানে বাদীপক্ষ সক্ষম হওয়ায় জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মিজানুর রহমান স্ত্রী মনোয়ারা বেগম ও তার প্রেমীক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাভোগ উভয়ের ১০ হাজার টাকা করে জড়িমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগের দন্ডাদেশ বাড়িয়ে দেন।

মামলার রায়ে বাদীপক্ষ ও বিজ্ঞা কৌশলী আকমল হোসেন সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।অপরদিক এ মামলার বাদী মজিবর রহমান জানান, এ রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।তিনি দ্রুত রায় কার্যকরের দাবী জানান।