ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 করোনা এক্সপার্ট টিমের সদস্য সুব্রতকে ইউএনও খন্দকার রবিউল ইসলামের উপহার একটি দোকান

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৪১১ জন পড়েছেন ।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় মানবসেবায় প্রতিভার ছাপ রেখেছে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম। তারা করোনাকালীন সকল সরকারি, বেসরকারি ও মানবিক কাজ করায় ইতিমধ্যে জেলা প্রশাসক সাতক্ষীরা ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানীত হয়েছেন। তাদের জন কল্যাণকর গঠনগত কাজের জন্য উপজেলায় প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি প্রশাংসা কুড়িয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা, দুর্যোগ কবলিত মানুষের জান-মাল রক্ষায় সারারাত কাজ করা, জলোচ্ছ্বাস বন্যায় বাঁধ নির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করা। উপজেলা প্রশাসনের স্বেচ্ছ্বাসেবক হিসাবে তারা পারিশ্রমিক ছাড়া সকল সরকারি কাজে ইউএনও মহোদয়ের নির্দেশনায় কাজ করছে।

স্থানীয় লোকজন এই কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম কে ইউএনও মহোদয়ের টিম বলে চেনে। এই টিম ৩বছর যাবৎ এলাকার মানুষের জন্য কাজ করছে, ১২টি ইউনিয়নে একটি করে দল আছে তার ১জন টিম লিডার ও সহকারী টিম লিডার আছে দলে ৩০-৩৫ জনের ইউনিট। কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিট মোট সদস্য সংখ্য ৩৬০জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই টিমের নির্বাহী প্রধান ও এডমিন -০১ এবং রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম  শাহারীয়ার এডমিন-০২ ও কো-অডিনেটর এর দায়িত্ব পালন করছেন। টিমটিতে সাংবাদিক, শিক্ষক ও সাদা মনের অনেক মানুষ সংযুক্ত আছেন। তথ্য বিভাগের মিডিয়া সমন্বয়ক হিসাবে কাজ করছেন মোঃ আহমাদুল্ল্যাহ বাচ্চু ও হাফিজুর রহমান শিমুল।

আজ ০৩/০৪/২০২২ সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলায় ইউএনও মহোদয়ের কার্যালয়ে  চাম্পাফুল ইউনিয়ন টিমের সদস্য সুব্রত বিশ্বাসকে একটি মুদি দোকান (সকল মালামাল) হস্থান্তর করেন কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের নির্বাহী প্রধান খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন সেলিম শাহারীয়ার, এডমিন-০২, আহম্মাদউল্লাহ  বাচ্চু, মিডিয়া সমন্বয়ক, মোঃ আমিনুর রহমান, টিম লিডার, চাম্পাফুল, দেবাশীষ বিশ্বাস, টিম লিডার দক্ষিন শ্রীপুর, মোঃ মমিনুর রহমান, টিম লিডার, তারালী সহ অন্য সদস্যবৃন্দ।

সুব্রত বিশ্বাসের ডান পায়ে গ্যাঙ্গরী হয়েছিলো তাকে সমুদ্বয় খরচ বহন করে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম সুস্থ্য করে তুলেছে। পায়ের পাতার কিছু অংশ কেটে বাদ দিতে হয়েছে সে প্রতিবন্ধি হলেও টিমের সকল সদস্য তার পাশে দাঁড়িয়েছে বন্ধুর মত। আজ তার জন্য মুদি দোকানের সকল মালামাল, চায়ের সারঞ্জম, গ্যাসের চুলা-সিলিন্ডার সহ নগত মূলধন ৫০০০ হাজার টাকা প্রদান করেন ইউএনও মহোদয়।

খন্দকার রবিউল ইসলাম বলেন  “ আজ তোমার পাশে আমরা দাঁড়িয়েছি তার মানে এই নয় যে তুমি একদিন অন্যের পাশে দাঁড়িয়েছিলে তার প্রাপ্তি। আমরা চাই কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের প্রতিটি সদস্য একজন দেশপ্রেমিক ও মানবপ্রেমিক হয়ে গড়ে উঠবে। বিনিময় ছাড়া যে মানুষের জন্য কিছু করা যায় সেটা টিম করে দেখিয়েছে । তেমনি সুব্রতকে একটা ক্ষুদ্র ব্যবসা করতে টিম সহযোগিতা করেছে মাত্র প্রয়োজনে আরো সহযোগিতা করবে। সুব্রত নতুন কিছু করে দেখাবে যা অন্যরা শিখবে”। সৈয়দ সাঈদ মেহেদী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, কালিগঞ্জ তিনি সুব্রতকে পরিচ্ছন্নতা ও ভালো ব্যবহার করার জন্য বলেন এতে ক্রেতার আগ্রহ বাড়বে। সুব্রত তার অভিব্যক্তি প্রকাশে প্রতিবেদককে জানান যে আমি সত্যি কৃতজ্ঞ যে টিমের সদস্য বলে। যদি টিমের সদস্য না হতাম তাহলে হয়ত আমার অবস্থা খারাপ হতো। আমি চেষ্ঠা করবো আপনাদের কথা ও শিক্ষা যা পেয়েছি সেটা কাজে লাগাতে”। তারপর সেলিম শাহারীয়ার (এডমিন-০২) বলেন যারা সুব্রত বিশ্বাসের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।পাশাপাশি ঈদের পর ইউএনও স্যার ও টিমের সকল সদস্য সুব্রত বিশ্বাসের দোকানে চা খেতে যাব তখন ওখানে আমরা একটা জনসচেতনতা বিষয়ে ক্যাম্পেইন করবো।

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

 করোনা এক্সপার্ট টিমের সদস্য সুব্রতকে ইউএনও খন্দকার রবিউল ইসলামের উপহার একটি দোকান

পোস্ট করা হয়েছে : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় মানবসেবায় প্রতিভার ছাপ রেখেছে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম। তারা করোনাকালীন সকল সরকারি, বেসরকারি ও মানবিক কাজ করায় ইতিমধ্যে জেলা প্রশাসক সাতক্ষীরা ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানীত হয়েছেন। তাদের জন কল্যাণকর গঠনগত কাজের জন্য উপজেলায় প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি প্রশাংসা কুড়িয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা, দুর্যোগ কবলিত মানুষের জান-মাল রক্ষায় সারারাত কাজ করা, জলোচ্ছ্বাস বন্যায় বাঁধ নির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করা। উপজেলা প্রশাসনের স্বেচ্ছ্বাসেবক হিসাবে তারা পারিশ্রমিক ছাড়া সকল সরকারি কাজে ইউএনও মহোদয়ের নির্দেশনায় কাজ করছে।

স্থানীয় লোকজন এই কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম কে ইউএনও মহোদয়ের টিম বলে চেনে। এই টিম ৩বছর যাবৎ এলাকার মানুষের জন্য কাজ করছে, ১২টি ইউনিয়নে একটি করে দল আছে তার ১জন টিম লিডার ও সহকারী টিম লিডার আছে দলে ৩০-৩৫ জনের ইউনিট। কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিট মোট সদস্য সংখ্য ৩৬০জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই টিমের নির্বাহী প্রধান ও এডমিন -০১ এবং রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম  শাহারীয়ার এডমিন-০২ ও কো-অডিনেটর এর দায়িত্ব পালন করছেন। টিমটিতে সাংবাদিক, শিক্ষক ও সাদা মনের অনেক মানুষ সংযুক্ত আছেন। তথ্য বিভাগের মিডিয়া সমন্বয়ক হিসাবে কাজ করছেন মোঃ আহমাদুল্ল্যাহ বাচ্চু ও হাফিজুর রহমান শিমুল।

আজ ০৩/০৪/২০২২ সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলায় ইউএনও মহোদয়ের কার্যালয়ে  চাম্পাফুল ইউনিয়ন টিমের সদস্য সুব্রত বিশ্বাসকে একটি মুদি দোকান (সকল মালামাল) হস্থান্তর করেন কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের নির্বাহী প্রধান খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন সেলিম শাহারীয়ার, এডমিন-০২, আহম্মাদউল্লাহ  বাচ্চু, মিডিয়া সমন্বয়ক, মোঃ আমিনুর রহমান, টিম লিডার, চাম্পাফুল, দেবাশীষ বিশ্বাস, টিম লিডার দক্ষিন শ্রীপুর, মোঃ মমিনুর রহমান, টিম লিডার, তারালী সহ অন্য সদস্যবৃন্দ।

সুব্রত বিশ্বাসের ডান পায়ে গ্যাঙ্গরী হয়েছিলো তাকে সমুদ্বয় খরচ বহন করে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম সুস্থ্য করে তুলেছে। পায়ের পাতার কিছু অংশ কেটে বাদ দিতে হয়েছে সে প্রতিবন্ধি হলেও টিমের সকল সদস্য তার পাশে দাঁড়িয়েছে বন্ধুর মত। আজ তার জন্য মুদি দোকানের সকল মালামাল, চায়ের সারঞ্জম, গ্যাসের চুলা-সিলিন্ডার সহ নগত মূলধন ৫০০০ হাজার টাকা প্রদান করেন ইউএনও মহোদয়।

খন্দকার রবিউল ইসলাম বলেন  “ আজ তোমার পাশে আমরা দাঁড়িয়েছি তার মানে এই নয় যে তুমি একদিন অন্যের পাশে দাঁড়িয়েছিলে তার প্রাপ্তি। আমরা চাই কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের প্রতিটি সদস্য একজন দেশপ্রেমিক ও মানবপ্রেমিক হয়ে গড়ে উঠবে। বিনিময় ছাড়া যে মানুষের জন্য কিছু করা যায় সেটা টিম করে দেখিয়েছে । তেমনি সুব্রতকে একটা ক্ষুদ্র ব্যবসা করতে টিম সহযোগিতা করেছে মাত্র প্রয়োজনে আরো সহযোগিতা করবে। সুব্রত নতুন কিছু করে দেখাবে যা অন্যরা শিখবে”। সৈয়দ সাঈদ মেহেদী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, কালিগঞ্জ তিনি সুব্রতকে পরিচ্ছন্নতা ও ভালো ব্যবহার করার জন্য বলেন এতে ক্রেতার আগ্রহ বাড়বে। সুব্রত তার অভিব্যক্তি প্রকাশে প্রতিবেদককে জানান যে আমি সত্যি কৃতজ্ঞ যে টিমের সদস্য বলে। যদি টিমের সদস্য না হতাম তাহলে হয়ত আমার অবস্থা খারাপ হতো। আমি চেষ্ঠা করবো আপনাদের কথা ও শিক্ষা যা পেয়েছি সেটা কাজে লাগাতে”। তারপর সেলিম শাহারীয়ার (এডমিন-০২) বলেন যারা সুব্রত বিশ্বাসের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।পাশাপাশি ঈদের পর ইউএনও স্যার ও টিমের সকল সদস্য সুব্রত বিশ্বাসের দোকানে চা খেতে যাব তখন ওখানে আমরা একটা জনসচেতনতা বিষয়ে ক্যাম্পেইন করবো।