ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই – এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী শ্যামনগরে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত 

লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহণকে তরান্বিত করতে অ্যাডভোকেসি কর্মশালা

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৩০৯ জন পড়েছেন ।
মিশন মহিলা উন্নয়ন সংস্থা আয়োজনে আজ ৩১ মার্চ ২০২২ Participatory Actions on Resilience (PAR) প্রকল্পের  অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির  নেতৃত্ব দানকারী  এন জি এফ, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ , বাস্তবায়ন করছে মিশন মহিলা উন্নয়ন সংস্থা কালিগঞ্জ, সাতক্ষীরা।
অ্যাডভোকেসি কর্মশালা ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপিসদস্যগণ ও মহিলা ইউপিসদস্যগণ উপস্থিত ছিলেন।   কর্মশালা  লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহণকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়ণকে উৎসাহ প্রদান করা। আমাদের দেশে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে প্রশিক্ষণ, অনুদান প্রদানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কাজ করছে।
টেকসই উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার গুরুত্ব ভুমিকা পালন করে থাকে। বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে নিম্নতর কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই কাঠামোর আওতায় সরকার তার উন্নয়ন কর্মকাকান্ড পরিচালনার জন্য বিভিন সংঘ/কমিটি তৈরী করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী, দুর্যোগে সহায়তা প্রদানসহ উন্নয়নশীল বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করে।
এই সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেন্ডার সমতায়ন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেজন্য সরকার বিভিন্ন সময়ে স্থায়ী আদেশ-নির্দেশ জারি করে থাকে। যার মধ্যে একটি হলো SoD-২০১৯।
এই SoD -২০১৯ তে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন কাঠামোর স্পষ্টভাবে উল্লেখ করা। ইউনিয়ন পরিষদের সাথে এ্যাডভোকেসি কর্মশালার উদ্দেশ্য:
১. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীর অংশগ্রহন নিশ্চিত করা
২. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারী নেতৃত্বায়ণকে উৎসাহিত করা
৩. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীর সক্ষমতা বৃদ্ধি
৪. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে পুরুষের পাশা পাশি জেন্ডর সাম্যতার উত্তরণ ঘটানো
৫. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় নারী নেতৃত্বের মতামতকে প্রাধান্য দেওয়া
অংশগ্রহনকারীবৃন্দ  ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রধান অতিথির বক্তব্য বলেন :ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তালিকা তৈরী করছি এবং নারীদের অংশগ্রহণ মূলক কমিটিদের নিয়ে আলোচনায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিপদাপন্ন এলাকাসমূহ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা সমূহ গ্রামরে নাম উল্লেখ করেন এবং তিনি আরও বলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা আমাদের এখনে বুলবুল,আম্ফান করোনার মত মহামারীতে কাজ করেছে আমি আশা করি আমাদের এই গ্রামগুলিতে দুর্যোগ মোকাবেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র সহযোগিতা করবে এ কামনা করছি। গ্রামরে নাম ও পাড়াসমূহ। র্পূব কালকিাপুর গাজীপাড়া, শখেপাড়া, মোল্যাপাড়া, ঢালীপাড়া, বশ্বিাসপাড়া, কারকিরপাড়া , নদরিধার পশ্চমি কালকিাপুর মোড়ল পাড়া,সরদার পাড়া,ফকির পাড়া,শেখপাড়া রামনগর,শংকরপুর মোড়ল পাড়া,সরদার পাড়া,ঢালি পাড়া, তরফদার পাড়া, গাইন পাড়া, শখেপাড়া শাহপুর,বামনহাট,নেংগী ,বানিয়াপাড়া মোড়ল পাড়া, গাজী পাড়া, কয়াল পাড়া, তরফদার পাড়া, জেলেপাড়া কৃষ্ণনগর কালু পাড়া, জামাই পাড়া, গাজী পাড়া, সরদার পাড়া সোতা, বেনোদোনা, হোসনেপুর ঋষি পাড়া, সরদার পাড়া, মোড়ল পাড়া গাজী পাড়া-মৃধা পাড়া,পাড় পাড়া,পাড়ুই পাড়া, নতুন পাড়া,পরামানকি পাড়া, বিশ্বাস পাড়া, ঢালী পাড়া, হালদার পাড়া,ঘোষ পাড়া,মীর পাড়া,মোল্ল্যা পাড়া, বড়দোনা, মানপুর, চৌধুরাটি দাস পাড়া, পাড় পাড়া, খান পাড়া, গাজী পাড়া, শখে পাড়া দক্ষণি রঘুনাথপুর মোল্ল্যা পাড়া, গাজী পাড়া , জামাই পাড়া, মোড়ল পাড়া উত্তর রঘুনাথপুর, বালয়িাডাঙ্গা সরদার পাড়া,শেখপাড়া, গাজী পাড়া, সানা পাড়া,বিশ্বাসপাড়া।  মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রধান ছকিনা পারভীন সূচনা ও স্বাগত বক্তব্য বলেন  বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলা সুন্দরবনের নিকটবর্তী একটি দূর্যোগ ঝুকিপূর্ণ উপকূলীয় অঞ্চল। এই এলাকা প্রাকৃতিক ধ্বংশলীলার প্রধান কেন্দ্র। যেখানে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, নদীভাঙন, বণ্যা এবং জলাবদ্ধতার মত দূর্যোগ নিত্য লেগে আছে। তাই সামাজিক চিত্র সম্পূর্ণ ভীন্ন। জনসংখ্যার অধিকাংশই অধিকাংশই বেকার, দরিদ্র, শোষিত, নিপীড়িত এবং সহিংসতার শিকার। তারা পুরুষতান্ত্রীক শাসনব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। এলাকার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর হলেও নদী ভাঙন ও বণ্যার ফলে মাটির লবনাক্ততা বেড়ে যাওয়ায় কৃষিতে কুপ্রভাব সৃষ্টি হয়েছে। ফলে অধিকাংশ মানুষ দিনমুজুর, ভ্যান-অটোরিক্সা চালক, মৎস্য আহরন এবং সুন্দরবন থেকে প্রাকৃতিক সম্পদ আহরনের দ্বারা জিবিকা নির্বাহ করছে।
এছাড়া দূর্যোগ পরিস্থিতিও বেশ সংখ্যক মানুষকে বেকার করে দিয়েছে। এখানে নারীর উৎপাদনশীল কর্মকান্ডের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না এবং তারা তাদের প্রজনন কার্যক্রমের কোন স্বীকৃতি পায় না। অন্যদিকে বাল্যবিবাহ ,যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা সমাজের চলমান বিষয়। এই চিন্তা থেকেই কিছু সক্রিয় সৎ, গতিশীল ও উদ্যমী ব্যক্তি নিয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা হয়।
সংস্থার প্রধান লক্ষ্য হল – গণতান্ত্রিক ও মানবাধিকার, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সক্ষমতা স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সমাজ এবং সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান সমাজ উন্নয়নে একান্ত প্রয়োজন। আর্থ সামাজিক উন্নয়নে নারীদের অংশ গ্রহণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অতীব জরুরী। তাই সমাজ সচেতনতা সৃষ্টির জন্য নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্য পুরনের জন্য মিশন মহিলা উন্নয়ন সংস্থা গঠন করা হয়। এছাড়া শিশু, ধর্ম-জাতিগত, সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা। এছাড়া নারীর অজ্ঞতা, সামাজিক অবহেলা, আর্থিক অক্ষমতা, খাদ্যের অসম বণ্টন, নারীর স্বাস্থ্য চাহিদা সম্পর্কে জ্ঞানের অভাব দূরীকরনে কাজ করাটাই হল সংস্থার উদ্দেশ্য। সংস্থাটি কাজের সমস্ত ক্ষেত্রে সততা, অন্তর্ভুক্তি, অংশগ্রহণ এবং উদ্ভাবনে বিশ্বাস করে। এছাড়া সামাজিক উন্নয়ন কর্মসূচি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা সুরক্ষা, মানবিক প্রতিক্রিয়া, সামাজিক উদ্যোগের মাধ্যমে শালীন জীবিকা, এবং সামগ্রিক বিকাশের পদ্ধতির মাধ্যমে বৈষম্যের ব্যবস্থা পরিবর্তন করতে একটি সমন্বিত মডেল ব্যবহার করা।
তিনি আরও বলেন যে আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার চেষ্টা করছি, আমরা সামষ্টিকভাবে ব্যক্তি এবং পারিবারিক পর্যায় থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত আমরা কাজ করছি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি এটাকে অন্যতম প্রধান একটা কৌশল হিসেবে আমরা ধরে নিয়েছি।
আরও বক্তব্য রাখেন
১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব রাজবিহারী
প্রকল্প সমন্বয়কারী PAR শাহ ইলিয়াস
সহকারী প্রকল্প সমন্বয়কারী PAR নুরুল হক
মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ অনুষ্ঠানের সঞ্চলনা করেন
সাধারন আসনের ০৯ জন ওয়ার্ড ইউপিসদস্যগণ হলেন। 
১। মো: হুসাইন শেখ
২। মো:ইউছুফ আলী
৩। সাইফুর রহমান
৪। জি. এম. জবেদ আলী
৫। মো: ফজলুল হক
৬।মো: নূর হোসেন
৭। মো: জামাল ফারুক
৮। মো: রুহুল কুদ্দুস গাজী
৯। মো: আব্দুল গফফার
সংরক্ষিত আসনের ০৩ জন ইউপিসদস্যগণ
১। মোছা: রাশিদা খলিল ১,২,৩ আসনের
২। মোছা: সাজিদা খাতুন ৪,৫,৬ আসনের
৩। মোছা: নাদিরা পারভীন ৭,৮,৯ আসনের
উদ্যোক্তা গোবিন্দ ঘোষ
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ

লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহণকে তরান্বিত করতে অ্যাডভোকেসি কর্মশালা

পোস্ট করা হয়েছে : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
মিশন মহিলা উন্নয়ন সংস্থা আয়োজনে আজ ৩১ মার্চ ২০২২ Participatory Actions on Resilience (PAR) প্রকল্পের  অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির  নেতৃত্ব দানকারী  এন জি এফ, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ , বাস্তবায়ন করছে মিশন মহিলা উন্নয়ন সংস্থা কালিগঞ্জ, সাতক্ষীরা।
অ্যাডভোকেসি কর্মশালা ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপিসদস্যগণ ও মহিলা ইউপিসদস্যগণ উপস্থিত ছিলেন।   কর্মশালা  লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহণকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়ণকে উৎসাহ প্রদান করা। আমাদের দেশে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে প্রশিক্ষণ, অনুদান প্রদানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কাজ করছে।
টেকসই উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার গুরুত্ব ভুমিকা পালন করে থাকে। বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে নিম্নতর কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই কাঠামোর আওতায় সরকার তার উন্নয়ন কর্মকাকান্ড পরিচালনার জন্য বিভিন সংঘ/কমিটি তৈরী করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী, দুর্যোগে সহায়তা প্রদানসহ উন্নয়নশীল বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করে।
এই সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেন্ডার সমতায়ন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেজন্য সরকার বিভিন্ন সময়ে স্থায়ী আদেশ-নির্দেশ জারি করে থাকে। যার মধ্যে একটি হলো SoD-২০১৯।
এই SoD -২০১৯ তে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন কাঠামোর স্পষ্টভাবে উল্লেখ করা। ইউনিয়ন পরিষদের সাথে এ্যাডভোকেসি কর্মশালার উদ্দেশ্য:
১. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীর অংশগ্রহন নিশ্চিত করা
২. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারী নেতৃত্বায়ণকে উৎসাহিত করা
৩. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীর সক্ষমতা বৃদ্ধি
৪. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে পুরুষের পাশা পাশি জেন্ডর সাম্যতার উত্তরণ ঘটানো
৫. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় নারী নেতৃত্বের মতামতকে প্রাধান্য দেওয়া
অংশগ্রহনকারীবৃন্দ  ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রধান অতিথির বক্তব্য বলেন :ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তালিকা তৈরী করছি এবং নারীদের অংশগ্রহণ মূলক কমিটিদের নিয়ে আলোচনায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিপদাপন্ন এলাকাসমূহ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা সমূহ গ্রামরে নাম উল্লেখ করেন এবং তিনি আরও বলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা আমাদের এখনে বুলবুল,আম্ফান করোনার মত মহামারীতে কাজ করেছে আমি আশা করি আমাদের এই গ্রামগুলিতে দুর্যোগ মোকাবেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র সহযোগিতা করবে এ কামনা করছি। গ্রামরে নাম ও পাড়াসমূহ। র্পূব কালকিাপুর গাজীপাড়া, শখেপাড়া, মোল্যাপাড়া, ঢালীপাড়া, বশ্বিাসপাড়া, কারকিরপাড়া , নদরিধার পশ্চমি কালকিাপুর মোড়ল পাড়া,সরদার পাড়া,ফকির পাড়া,শেখপাড়া রামনগর,শংকরপুর মোড়ল পাড়া,সরদার পাড়া,ঢালি পাড়া, তরফদার পাড়া, গাইন পাড়া, শখেপাড়া শাহপুর,বামনহাট,নেংগী ,বানিয়াপাড়া মোড়ল পাড়া, গাজী পাড়া, কয়াল পাড়া, তরফদার পাড়া, জেলেপাড়া কৃষ্ণনগর কালু পাড়া, জামাই পাড়া, গাজী পাড়া, সরদার পাড়া সোতা, বেনোদোনা, হোসনেপুর ঋষি পাড়া, সরদার পাড়া, মোড়ল পাড়া গাজী পাড়া-মৃধা পাড়া,পাড় পাড়া,পাড়ুই পাড়া, নতুন পাড়া,পরামানকি পাড়া, বিশ্বাস পাড়া, ঢালী পাড়া, হালদার পাড়া,ঘোষ পাড়া,মীর পাড়া,মোল্ল্যা পাড়া, বড়দোনা, মানপুর, চৌধুরাটি দাস পাড়া, পাড় পাড়া, খান পাড়া, গাজী পাড়া, শখে পাড়া দক্ষণি রঘুনাথপুর মোল্ল্যা পাড়া, গাজী পাড়া , জামাই পাড়া, মোড়ল পাড়া উত্তর রঘুনাথপুর, বালয়িাডাঙ্গা সরদার পাড়া,শেখপাড়া, গাজী পাড়া, সানা পাড়া,বিশ্বাসপাড়া।  মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রধান ছকিনা পারভীন সূচনা ও স্বাগত বক্তব্য বলেন  বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলা সুন্দরবনের নিকটবর্তী একটি দূর্যোগ ঝুকিপূর্ণ উপকূলীয় অঞ্চল। এই এলাকা প্রাকৃতিক ধ্বংশলীলার প্রধান কেন্দ্র। যেখানে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, নদীভাঙন, বণ্যা এবং জলাবদ্ধতার মত দূর্যোগ নিত্য লেগে আছে। তাই সামাজিক চিত্র সম্পূর্ণ ভীন্ন। জনসংখ্যার অধিকাংশই অধিকাংশই বেকার, দরিদ্র, শোষিত, নিপীড়িত এবং সহিংসতার শিকার। তারা পুরুষতান্ত্রীক শাসনব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। এলাকার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর হলেও নদী ভাঙন ও বণ্যার ফলে মাটির লবনাক্ততা বেড়ে যাওয়ায় কৃষিতে কুপ্রভাব সৃষ্টি হয়েছে। ফলে অধিকাংশ মানুষ দিনমুজুর, ভ্যান-অটোরিক্সা চালক, মৎস্য আহরন এবং সুন্দরবন থেকে প্রাকৃতিক সম্পদ আহরনের দ্বারা জিবিকা নির্বাহ করছে।
এছাড়া দূর্যোগ পরিস্থিতিও বেশ সংখ্যক মানুষকে বেকার করে দিয়েছে। এখানে নারীর উৎপাদনশীল কর্মকান্ডের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না এবং তারা তাদের প্রজনন কার্যক্রমের কোন স্বীকৃতি পায় না। অন্যদিকে বাল্যবিবাহ ,যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা সমাজের চলমান বিষয়। এই চিন্তা থেকেই কিছু সক্রিয় সৎ, গতিশীল ও উদ্যমী ব্যক্তি নিয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা হয়।
সংস্থার প্রধান লক্ষ্য হল – গণতান্ত্রিক ও মানবাধিকার, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সক্ষমতা স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সমাজ এবং সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান সমাজ উন্নয়নে একান্ত প্রয়োজন। আর্থ সামাজিক উন্নয়নে নারীদের অংশ গ্রহণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অতীব জরুরী। তাই সমাজ সচেতনতা সৃষ্টির জন্য নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্য পুরনের জন্য মিশন মহিলা উন্নয়ন সংস্থা গঠন করা হয়। এছাড়া শিশু, ধর্ম-জাতিগত, সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা। এছাড়া নারীর অজ্ঞতা, সামাজিক অবহেলা, আর্থিক অক্ষমতা, খাদ্যের অসম বণ্টন, নারীর স্বাস্থ্য চাহিদা সম্পর্কে জ্ঞানের অভাব দূরীকরনে কাজ করাটাই হল সংস্থার উদ্দেশ্য। সংস্থাটি কাজের সমস্ত ক্ষেত্রে সততা, অন্তর্ভুক্তি, অংশগ্রহণ এবং উদ্ভাবনে বিশ্বাস করে। এছাড়া সামাজিক উন্নয়ন কর্মসূচি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা সুরক্ষা, মানবিক প্রতিক্রিয়া, সামাজিক উদ্যোগের মাধ্যমে শালীন জীবিকা, এবং সামগ্রিক বিকাশের পদ্ধতির মাধ্যমে বৈষম্যের ব্যবস্থা পরিবর্তন করতে একটি সমন্বিত মডেল ব্যবহার করা।
তিনি আরও বলেন যে আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার চেষ্টা করছি, আমরা সামষ্টিকভাবে ব্যক্তি এবং পারিবারিক পর্যায় থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত আমরা কাজ করছি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি এটাকে অন্যতম প্রধান একটা কৌশল হিসেবে আমরা ধরে নিয়েছি।
আরও বক্তব্য রাখেন
১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব রাজবিহারী
প্রকল্প সমন্বয়কারী PAR শাহ ইলিয়াস
সহকারী প্রকল্প সমন্বয়কারী PAR নুরুল হক
মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ অনুষ্ঠানের সঞ্চলনা করেন
সাধারন আসনের ০৯ জন ওয়ার্ড ইউপিসদস্যগণ হলেন। 
১। মো: হুসাইন শেখ
২। মো:ইউছুফ আলী
৩। সাইফুর রহমান
৪। জি. এম. জবেদ আলী
৫। মো: ফজলুল হক
৬।মো: নূর হোসেন
৭। মো: জামাল ফারুক
৮। মো: রুহুল কুদ্দুস গাজী
৯। মো: আব্দুল গফফার
সংরক্ষিত আসনের ০৩ জন ইউপিসদস্যগণ
১। মোছা: রাশিদা খলিল ১,২,৩ আসনের
২। মোছা: সাজিদা খাতুন ৪,৫,৬ আসনের
৩। মোছা: নাদিরা পারভীন ৭,৮,৯ আসনের
উদ্যোক্তা গোবিন্দ ঘোষ