ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ৩৭৫ জন পড়েছেন ।
প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ,সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুসলিম রেঁনেসার অগ্রদূত, পাবলিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল পদ্ধতির প্রবর্তক, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২৮ ফাল্গুন ১৩ মার্চ রবিবার সম্পন্ন হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর হতে সকাল ১০ টা পর্যন্ত পাক রওজা শরীফে অনুষ্ঠিত আখেরী মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও পরিচালনায় বায়াত ও দরবারে আহ্ছান সম্পর্কে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী।
দরবারে আসার সার্থকতা সম্পর্কে আলোচনা রাখেন ঢাকার গুলশান-১ জামে মসজিদের খতিব আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান, আবু তৈয়ব মো: মাহবুবে খোদা (হবিগঞ্জ আহ্ছানিয়া মিশন) এবং খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ সম্পর্কে আলোচনা রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক।
পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ্জ রাশেদ আহমেদ (চট্রগ্রাম আহ্ছানিয়া মিশন)।
৩০ পারা কোরআন শরীফ খতম করেন হাফেজ মো. হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া জামে মসজিদের ক্বারী মো. কবিরুল ইসলাম।
হামদ্ পরিবেশন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মো. মানছুরুর রহমান। নাত-এ রসুল পরিবেশন করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের মো. ফিরোজ আলম।
মুর্শিদী পেশ করেন নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার মো. মাসুম বিল্লাহ, ঢাকার মহানগর আহ্ছানিয়া মিশনের মো. আবতাব হোসেন বাচ্চু ও বিদায় গজল নলতা শরীফের মো. আনিছুর রহমান।
মিলাদ শরীফ, ফাতেহা ও তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান (নলতা শরীফ শাহী জামে মসজিদে তারাবী নামাজের অন্যতম ইমাম)।
কেয়াম পরিবেশন করেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের মো. আব্দুর রহমান।
আখেরী মোনাজাতের পূর্বে পাক রওজা শরীফের খাদেম ও পীর কেবলা পরিবারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপস্থিতিতে পীর কেবলার মাজার শরীফে সরকারি চাঁদর পেশ করা হয়৷
গত ১ বছরে চির নিদ্রায় শায়িত হওয়া ৫২ জন পীর ভাই-বোন সহ পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেয়া সকল আপনজনের মাগফিরাত কামনা, মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া, বাংলাদেশ তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত এবং মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা শেষে প্রায় আধাঘন্টা ব্যাপী আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী।
এ সময় পাক রওজা শরীফ প্রাঙ্গণ, মাহফিল মাঠ, রাস্তা-ঘাট সর্বত্র পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দ, কেন্দ্রীয় ও শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক তথা নানা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের বুকভাঙ্গা ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
আখেরী মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের কমিশনার আবু মাসুদ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মজিবর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সভাপতি  পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন,যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, শফিকুল হুদা, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, শফিকুল আনোয়ার রঞ্জু, মো. আজিজুর রহমান, আলহাজ্জ আলমগীর হোসেন, খায়রুল হাসান, আলহাজ্জ আনারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, জাপান প্রবাসী আলহাজ্জ অহিদুজ্জামান, আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন,আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু,  মো. মনিরুল ইসলাম প্রমূখ।
১১,১২,১৩ মার্চ তিন ব্যাপী ওরছ শরীফ উপলক্ষে বিভিন্ন সময়ে নলতা শরীফে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান শিমুল, কালিগঞ্জ  এসিল্যান্ড মো. রোকনুজ্জামান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ সহ গোয়েন্দা পুলিশ, স্কাউট, রোভার স্কাউট,আনসার, স্বেচ্ছাসেবক, মোয়াল্লেম, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী তথা নানা শ্রেণি-পেশার ব্যক্তি।
এরপর বেলা সাড়ে ১১ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনার আলোকে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর নির্ধারিত ওরছের তারিখ ২৬,২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি স্থগিত হওয়ার একমাস পর অনুষ্ঠিত হয়েছে।
Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সাতক্ষীরার নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ

পোস্ট করা হয়েছে : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ,সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুসলিম রেঁনেসার অগ্রদূত, পাবলিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল পদ্ধতির প্রবর্তক, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২৮ ফাল্গুন ১৩ মার্চ রবিবার সম্পন্ন হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর হতে সকাল ১০ টা পর্যন্ত পাক রওজা শরীফে অনুষ্ঠিত আখেরী মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও পরিচালনায় বায়াত ও দরবারে আহ্ছান সম্পর্কে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী।
দরবারে আসার সার্থকতা সম্পর্কে আলোচনা রাখেন ঢাকার গুলশান-১ জামে মসজিদের খতিব আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান, আবু তৈয়ব মো: মাহবুবে খোদা (হবিগঞ্জ আহ্ছানিয়া মিশন) এবং খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনাদর্শ সম্পর্কে আলোচনা রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক।
পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ্জ রাশেদ আহমেদ (চট্রগ্রাম আহ্ছানিয়া মিশন)।
৩০ পারা কোরআন শরীফ খতম করেন হাফেজ মো. হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া জামে মসজিদের ক্বারী মো. কবিরুল ইসলাম।
হামদ্ পরিবেশন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মো. মানছুরুর রহমান। নাত-এ রসুল পরিবেশন করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের মো. ফিরোজ আলম।
মুর্শিদী পেশ করেন নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার মো. মাসুম বিল্লাহ, ঢাকার মহানগর আহ্ছানিয়া মিশনের মো. আবতাব হোসেন বাচ্চু ও বিদায় গজল নলতা শরীফের মো. আনিছুর রহমান।
মিলাদ শরীফ, ফাতেহা ও তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান (নলতা শরীফ শাহী জামে মসজিদে তারাবী নামাজের অন্যতম ইমাম)।
কেয়াম পরিবেশন করেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের মো. আব্দুর রহমান।
আখেরী মোনাজাতের পূর্বে পাক রওজা শরীফের খাদেম ও পীর কেবলা পরিবারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপস্থিতিতে পীর কেবলার মাজার শরীফে সরকারি চাঁদর পেশ করা হয়৷
গত ১ বছরে চির নিদ্রায় শায়িত হওয়া ৫২ জন পীর ভাই-বোন সহ পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেয়া সকল আপনজনের মাগফিরাত কামনা, মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া, বাংলাদেশ তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত এবং মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা শেষে প্রায় আধাঘন্টা ব্যাপী আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী।
এ সময় পাক রওজা শরীফ প্রাঙ্গণ, মাহফিল মাঠ, রাস্তা-ঘাট সর্বত্র পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দ, কেন্দ্রীয় ও শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক তথা নানা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের বুকভাঙ্গা ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
আখেরী মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের কমিশনার আবু মাসুদ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মজিবর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সভাপতি  পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন,যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, শফিকুল হুদা, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, শফিকুল আনোয়ার রঞ্জু, মো. আজিজুর রহমান, আলহাজ্জ আলমগীর হোসেন, খায়রুল হাসান, আলহাজ্জ আনারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, জাপান প্রবাসী আলহাজ্জ অহিদুজ্জামান, আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন,আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু,  মো. মনিরুল ইসলাম প্রমূখ।
১১,১২,১৩ মার্চ তিন ব্যাপী ওরছ শরীফ উপলক্ষে বিভিন্ন সময়ে নলতা শরীফে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান শিমুল, কালিগঞ্জ  এসিল্যান্ড মো. রোকনুজ্জামান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ সহ গোয়েন্দা পুলিশ, স্কাউট, রোভার স্কাউট,আনসার, স্বেচ্ছাসেবক, মোয়াল্লেম, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী তথা নানা শ্রেণি-পেশার ব্যক্তি।
এরপর বেলা সাড়ে ১১ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনার আলোকে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর নির্ধারিত ওরছের তারিখ ২৬,২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি স্থগিত হওয়ার একমাস পর অনুষ্ঠিত হয়েছে।