ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নয়নতারা মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত খুলনা প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত  কালিগঞ্জে তরুন দলের কমিটি গঠন সভাপতি সুলতান,সম্পাদক আলতাপ পানি নিষ্কাশনে ইউএনও,র প্রাণপণ চেষ্টা অব্যহত তালার তেঁতুলিয়া ইউনিয়ন আবারও পানিবন্ধী বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে রূপসা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় জমি দখল পেতে মানববন্ধন

  • Sound Of Community
  • পোস্ট করা হয়েছে : ০৬:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭০ জন পড়েছেন ।

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলশি গ্রামে ক্রয়কৃত বেদখলি সম্পত্তির দখল পেতে দামোদরকাটি গ্রামের আকবার সরদারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী। বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দামোদরকাটি গ্রামের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন৷ আকবার সরদার দামোদরকাটি গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে৷ জমি দখল পেতে একই ইউনিয়নের খলসি গ্রামের মৃত অজেদ আলী দালালের ছেলে আকবার দালালকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাদী নূর আলী সরদারের ছেলে আকবার সরদার৷ মানববন্ধনে লিখিত অভিযোগে তিনি বলেন, ১৯৯০ সালে খলসি মৌজায় আমার নমীয় খতিয়ান নং – ডিপি ১৫, সাবেক দাগ নং – ৩৪, হাল দাগ নং – ৪৬ এর মোট ৫২ শতক জমির মধ্যে সাড়ে ১৬শতক জমি বিক্রয় করিয়া রেজিস্ট্রি করিয়া দেই৷ পরবর্তীতে উক্ত আসামি আমার নামের সাবেক দাগ নম্বর ১৭৬, হাল দাগ নম্বর ৪১ মোট ২১ শতক জমির মধ্যে মোঃ শাহজাহান ডাক্তারের নিকট ৭ শতক জমি বিক্রয় করিয়া রেজিস্ট্রি করিয়া দেন এবং ১০ শতক জমির উপর দিয়ে সাতক্ষীরা টু যশোর রাস্তায় চলে যায়৷ ঐ দাগে আমার অবশিষ্ট আরো ৪ শতক জমি আছে৷

আসামি আকবার দালাল অন্যায় ভাবে আমার উক্ত ৪ শতক জমির মালিকানা দাবি করিয়া আসিতেছে কিন্তু আমি সাবেক দাগ নম্বর ১৭৬ হাল দাগ নম্বর ৪১ তে কোন জমি বিক্রয় না করলেও সে আমার উক্ত দাগের জমির মালিকানা দাবি করে৷ পরবর্তীতে আমি আমার জমির কাগজপত্র উঠাইয়া দেখি আসামি আকবর দালাল আমার নামের খলসি মৌজার সাবেক দাগ নম্বর ১৭৬ হাল দাগ নম্বর ৪১ এর জমির রেকর্ডে আমার নাম কেটে দিয়ে প্রতারণা করে তার নাম বসাইয়া আমার নামের উক্ত জমি মালিকানা দাবি করছে৷ উক্ত জমি সম্পর্কে বিবাদী আকবার দালাল আমার নামে বিজ্ঞ আদালতে মামলা করেন৷ আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করে আসামি আকবর দালালের দায়েরকৃত মামলা খারিজ করিয়া আমার পক্ষে রায় ঘোষণা করেন তারপরও আসামি আকবর দালাল আমার উক্ত জমির দখল ছেড়ে না দিয়ে পূর্বের মতো মালিকানা দাবি করে দখলে আছেন৷

গত ১৫ জানুয়ারি সকালে ১০টার দিকে আসামি আকবার দালাল আমার জমির উপর এসে অন্যায় ভাবে জমির মালিকানা দাবি করে তখন কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি আকবর দালাল আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে প্রকাশ্যে জনসম্মুখে হুমকি দিয়ে বলে আমি আমার জমি দখল না ছাড়িলে মারপিট খুন-জখম সহ বড় ধরনের ক্ষতি সাধন করবে৷ এ ঘটনায় এলাকার অনেকেই জানেন স্থানীয়ভাবে আপস-মীমাংসার ব্যর্থ হইয়া থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে৷ তবে তিনি এ মানববন্ধনের মাধ্যমে উক্ত জমির কাগজপত্র ও দলিল পর্যালোচনা করে প্রশাসনের নিকট প্রকৃত মালিক কে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ জানান৷ বিবাদী আকবর দালাল বলেন, আমি কারোর কোন জমি জোরপূর্বক দখল করিনি বরং মৃত শাহজান গংয়ের নিকট থেকে জমি ক্রয় করে আমার জমিতেই আমি ঘর তৈরি করছি৷ তিনি আরও বলেন, তিনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকে তাহলে কাগজপত্র দলিল নিয়ে প্রশাসনের সহযোগিতায় আসুক যে কাগজপত্র ও দলিল দেখিয়ে জমি পাবে সেই জমি দখল করবে এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷ এ বিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে৷

Tag :
রিপোর্টার সম্পর্কে

Sound Of Community

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে আমাদের সমস্যা আমরাই সমাধান করি নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কলারোয়ায় জমি দখল পেতে মানববন্ধন

পোস্ট করা হয়েছে : ০৬:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলশি গ্রামে ক্রয়কৃত বেদখলি সম্পত্তির দখল পেতে দামোদরকাটি গ্রামের আকবার সরদারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী। বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দামোদরকাটি গ্রামের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন৷ আকবার সরদার দামোদরকাটি গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে৷ জমি দখল পেতে একই ইউনিয়নের খলসি গ্রামের মৃত অজেদ আলী দালালের ছেলে আকবার দালালকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাদী নূর আলী সরদারের ছেলে আকবার সরদার৷ মানববন্ধনে লিখিত অভিযোগে তিনি বলেন, ১৯৯০ সালে খলসি মৌজায় আমার নমীয় খতিয়ান নং – ডিপি ১৫, সাবেক দাগ নং – ৩৪, হাল দাগ নং – ৪৬ এর মোট ৫২ শতক জমির মধ্যে সাড়ে ১৬শতক জমি বিক্রয় করিয়া রেজিস্ট্রি করিয়া দেই৷ পরবর্তীতে উক্ত আসামি আমার নামের সাবেক দাগ নম্বর ১৭৬, হাল দাগ নম্বর ৪১ মোট ২১ শতক জমির মধ্যে মোঃ শাহজাহান ডাক্তারের নিকট ৭ শতক জমি বিক্রয় করিয়া রেজিস্ট্রি করিয়া দেন এবং ১০ শতক জমির উপর দিয়ে সাতক্ষীরা টু যশোর রাস্তায় চলে যায়৷ ঐ দাগে আমার অবশিষ্ট আরো ৪ শতক জমি আছে৷

আসামি আকবার দালাল অন্যায় ভাবে আমার উক্ত ৪ শতক জমির মালিকানা দাবি করিয়া আসিতেছে কিন্তু আমি সাবেক দাগ নম্বর ১৭৬ হাল দাগ নম্বর ৪১ তে কোন জমি বিক্রয় না করলেও সে আমার উক্ত দাগের জমির মালিকানা দাবি করে৷ পরবর্তীতে আমি আমার জমির কাগজপত্র উঠাইয়া দেখি আসামি আকবর দালাল আমার নামের খলসি মৌজার সাবেক দাগ নম্বর ১৭৬ হাল দাগ নম্বর ৪১ এর জমির রেকর্ডে আমার নাম কেটে দিয়ে প্রতারণা করে তার নাম বসাইয়া আমার নামের উক্ত জমি মালিকানা দাবি করছে৷ উক্ত জমি সম্পর্কে বিবাদী আকবার দালাল আমার নামে বিজ্ঞ আদালতে মামলা করেন৷ আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করে আসামি আকবর দালালের দায়েরকৃত মামলা খারিজ করিয়া আমার পক্ষে রায় ঘোষণা করেন তারপরও আসামি আকবর দালাল আমার উক্ত জমির দখল ছেড়ে না দিয়ে পূর্বের মতো মালিকানা দাবি করে দখলে আছেন৷

গত ১৫ জানুয়ারি সকালে ১০টার দিকে আসামি আকবার দালাল আমার জমির উপর এসে অন্যায় ভাবে জমির মালিকানা দাবি করে তখন কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি আকবর দালাল আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে প্রকাশ্যে জনসম্মুখে হুমকি দিয়ে বলে আমি আমার জমি দখল না ছাড়িলে মারপিট খুন-জখম সহ বড় ধরনের ক্ষতি সাধন করবে৷ এ ঘটনায় এলাকার অনেকেই জানেন স্থানীয়ভাবে আপস-মীমাংসার ব্যর্থ হইয়া থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে৷ তবে তিনি এ মানববন্ধনের মাধ্যমে উক্ত জমির কাগজপত্র ও দলিল পর্যালোচনা করে প্রশাসনের নিকট প্রকৃত মালিক কে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ জানান৷ বিবাদী আকবর দালাল বলেন, আমি কারোর কোন জমি জোরপূর্বক দখল করিনি বরং মৃত শাহজান গংয়ের নিকট থেকে জমি ক্রয় করে আমার জমিতেই আমি ঘর তৈরি করছি৷ তিনি আরও বলেন, তিনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকে তাহলে কাগজপত্র দলিল নিয়ে প্রশাসনের সহযোগিতায় আসুক যে কাগজপত্র ও দলিল দেখিয়ে জমি পাবে সেই জমি দখল করবে এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷ এ বিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে৷