এম এ মান্নান
তালা উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা করেন সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।উপজেলা পূজা উৎযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার (১লা অক্টোবর) বেলা ১১ টায় পাটকেলঘাটা আজিজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি ও পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে বক্তব্য সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব।এছাড়াও বক্তব্য রাখেন জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম লিটু,সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী ,নারায়ণ মজুমদার,সবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।এছাড়া উপজেলার সকল ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির সভাপতিবৃন্দ্র বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার সকল পূজা মন্ডপের আয়োজকবৃন্দ্র,বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন,আমি পরিক্ষা দিয়ে আপনাদের মাঝে এসেছি।আপনাদের সাথে সব সময় আছি।বন্যার কারণে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে তাই পূজা উৎযাপন করতে ব্যাহত হবে। প্রশাসনের সাথে যোগাযোগ করে প্লাবিত এলাকায় ত্রাণের ব্যাবস্থা করবো এবং আমার পক্ষ থেকে যেটা পারি সহযোগিতা করবো।তালা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ পূজা উৎযাপনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।তাছাড়া সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকে সব সময় তাদের পাশের থাকার নির্দেশ দেন।