হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ছাগল ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ছাগল ভেড়াকে নিয়মিত পিপিআর রোগের টিকা দিন, দেশকে পিপিআর মুক্ত রাখুন এই স্লোগানকে সামনে রেখে
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার মোসলেমের হাটখোলায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা প্রাণি সম্পদের ভেটেনারি সার্জন ডাঃ উৎপল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ মুজিবুর রহমানসহ স্টাফবৃন্দ ও গনমাধ্যম কর্মীবৃন্দ।