এম এ মান্নান :
তালা উপজেলায় অতি বৃষ্টি জনিত জলাবদ্ধতা ও বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং জরুরীভাবে পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে যুব পানি কমিটি ও ভুক্তভোগি এলাকাবাসীর আয়োজনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত লোক অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিএনপিনেতা অধ্যাপক মোশারফ হোসেন, জামায়াত নেতা মোঃ আব্দুল হালিম, ভুক্তভোগি এলাকাবাসী সরদার আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা শেখ সেলিম আকতার স্বপন, যুব পানি কমিটি নেতা মোঃ তোহা মোড়ল, মনিরা খাতুন, হৃদয় হোসেন মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অপরদিকে, টানা বৃষ্টিপাত ও বেতনা নদীর ভেড়িবাঁধ এবং পর্যাপ্ত পানিষ্কাশনের স্থান গুলোতে পলি জমায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে তালার জেয়ালা অঞ্চলে অবৈধ নেটা-পাটা অপসারণ, বাধঁ অপসারণ,গোপালপুর সুইস গেটে এলাকায় ড্রেজার দিয়ে পলি অপসারণ, নেটা-পাটা উচ্ছেদ,তেঁতুলিয়া প্লাবিত এলাকা পরিদর্শন এবং খেশরা এলাকা সুইস গেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদারকরণ চলমান রয়েছে। এছাড়া উপরক্ত প্রশাসনিক দুই কর্মকর্তারা সর্বক্ষণিক প্লাবিত এলাকার খোঁজ নেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য সর্বপ্রকারের ব্যবস্থা চলমান রেখেছেন।