শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চেয়ারম্যানের সভাকক্ষে (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনদ কুমার গাইন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি জি,এম রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল হান্নান,বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজহারুল ইসলাম,বিষ্ণুপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার বিশ্বাস,বিষ্ণুপুর ইউনিয়ন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,পীযূর কান্তি রায়, আফসার উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি শিব দাস বৈদ্য, সাধারণ সম্পাদক গোপাল মন্ডল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বাবুর বাড়ি পূজা মন্দির কমিটির সভাপতি নিত্যানন্দ সরদার, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সরদার। জয়পাত্রকাটি পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গ মন্দির কমিটির সভাপতি উত্তম বৈদ্য,সাধারণ সম্পাদক সুজিত মণ্ডল,পারুলগাছা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বাবু মৃনাল কুমার মন্ডল,সাধারণ সম্পাদক অসিম রায়, কোমরপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিধান চন্দ্র দত্ত,সাধারণ সম্পাদক সম্ভু কর্মকর সহ গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।