রনজিৎ বর্মন নিজস্ব প্রতিনিধি
রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানব পাচার সংক্রান্ত বিষয়ে গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের উপরে উপজেলা পর্যায়ে নলেজ শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
কারিতাসের পিও ড. সান্তনু রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্প সম্পর্কে মাল্টিমিডিয়া ভিত্তিক ধারণা প্রদান করেন প্রজেক্ট অফিসার মি.এন্ড্রিকো মন্ডল ও গবেষণা পত্র উপস্থাপন করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার মি.তন্ময় বিশ^াস।
কর্মশালায় সরকারি বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ। বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ। কর্মশালায় একটি সুপারিশমালা তৈরী করা হয়।