মোঃ আরিফুজ্জামান
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জলবায়ু ধর্মঘট, ২০২৪ পালন করে।এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।তাদের বক্তব্যে বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে এবং দিনদিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পৃথিবী দিন দিন বসাবাসের অযোগ্য হয়ে পড়ছে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগ, বন রক্ষা করার আহবান এবং উন্নত দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতি পূরনের দাবি করা হয় এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে। শান্তিপূর্ণ কর্মসূচিতে জলবায়ু কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার প্রদর্শনের মধ্য দিয়ে জলবায়ু সুবিচারের দাবি জানান।