ঝিনাইদহ প্রতিনিধি-ইমন হাসান
ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা একাত্তর চত্বর, হামদহ, আরাপপুরের ঝিনুক চত্বরসহ কয়েকটি এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।
এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা। এর সাথে সাথে গ্রাম পুলিশকেউ রাস্তায় দেখা যায় ।
শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ না করায় রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বেশ বিঘ্ন ঘটে । তখন আমরা স্ব-প্রণোদিত হয়েই এ কাজ শুরু করি । মুটামুটি সব ঠিকই চলছে ।
রিক্সা চালক মজনুর রহমান জানান, কাজ খুব ভালো হচ্ছে ।
শাকিল আহমেদ, তিমা ইয়াসমিন, সিনথিয়া রহমান জানান, আমরা হেলমেট বিহিন মোটরসাইকেল ধরছি । তাদেরকে তাদের নিজের প্রয়োজেনই হেলমেট পরতে বলছি । এছাড়া যারা নিজস্ব লেন বাদ দিয়ে অন্যে লেনে গাড়ি চালাচ্ছেন তাদের রোহিত করছি । দ্রুত গতির যানবাহন চালকদের আস্তে চালাতে বলছি ।
তারা আরো বলেন, সকাল থেকে আমাদের কয়েকটি টিম কাজ করে দুপুর পর্যন্ত । এরপর দুপুর থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন টিম কাজ শুরু করে ।এদিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থানরত অক্লান্ত পরিশ্রম করে যাওয়া বৈশয়ম্যবিরোধী ছাত্র ছাত্রীদের জন্য ঠান্ডা পানি ও বিস্কুটের ব্যাবস্থ্যা করে জেলার সেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইউথ সোসাইটি।এসময় এ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহিব জোয়ার্দার বৈশম্য বিরোধী শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়ার পাশাপাশি সব সময় তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।