আকিবুজ্জামিন সাতক্ষীরাঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। এই মানবধর্মী বাণী লালন করে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের আয়োজনে এবং ফিরোজা মজিদ ট্রাস্ট সখিপুর ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউটস গ্রুপ এর সহযোগিতায় দিনব্যাপী দ্বাদশ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সাহেব বাড়িতে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নলতা চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক প্রাক্তন ইউ এইচ ও ডাঃ শেখ আকছেদুর রহমানের নেতৃত্বে উক্ত ক্যাম্পে রোগী দেখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ দেবীপ্রসাদ নয়ন, ডাঃ আবু হাসান, ডাঃ অমরেশ হালদার। এবং তাদেরকে সহযোগিতা করেন নলতা ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও রোভার স্কাউটস গ্রুপ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ।
ক্যাম্পের শুরুতে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রাহান তিতু, আয়োজক কমিটির চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াস ও স্বাস্থ্য সেক্টর প্রধান ইকবাল মাসুদ, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ আবু তালেব, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজুজ্জামান, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোজাফফর হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত ক্যাম্পে ৮ শত জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।