আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা শহরের রসনা বিলাস চাইনিজ রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল গফফর, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কোষাধক্ষ্য আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সদস্য আব্দুল খালেক, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এমএ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, সাতক্ষীরা পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দীনেশ দত্তসহ জেলা-উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের গ্রাম ডাক্তারবৃন্দ।